নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণভাবে একটা গোষ্ঠী বা দল হিসাবে মুক্তিযোদ্ধারা অবশ্যই জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু একজন মুক্তিযোদ্ধার কি সাত খুন মাফ? পরবর্তীতে এদের মধ্যে কি অনেকে বিপথে যায়নি? এদের অনেকের আচরন কি দেশ ও সমাজ বিরোধী ছিল না? বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কয়েকজন মুক্তিযোদ্ধা ছিলেন। যেমন মেজর ডালিম, কর্নেল খন্দকার আব্দুর রশিদ, কর্নেল ফারুক। বঙ্গবন্ধু যে কুখ্যাত রক্ষীবাহিনী গঠন করেছিলেন তার অধিকাংশ সদস্য ছিল মুক্তিযোদ্ধা। রক্ষীবাহিনীর কুকর্ম ঐ সময়ে সর্বজন বিদিত ছিল। ফলে ১৯৭৫ সালের পরে এই বাহিনীর বিলুপ্তি ঘটে। জাসদে অধিকাংশ সদস্য ছিল মুক্তিযোদ্ধা। জাসদের অনেক মুক্তিযোদ্ধা কর্মী বাড়াবাড়ির চরম করেছিল। অনেক হত্যাকাণ্ড, ব্যাংক ডাকাতি, অগ্নিসংযোগের সাথে তারা জড়িত ছিল। ঐ সময়ে দেশে অরাজকতা সৃষ্টিতে তাদের ভুমিকা ছিল। ওনাদের কি সমালোচনা করা যাবে না?
২০১৩ সালে মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকি বীর উত্তম জামাত এবং রাজাকারের পক্ষে কথা বলেছেন নিয়মিত । যার কারণে শাহবাগের গণজাগরণ মঞ্চে অংশগ্রহণকারীরা তাকে নব্য রাজাকার বলতে বাধ্য হয়। কাদের সিদ্দিকি ও তার ভাইদের উৎপাতে টাঙ্গাইলের মানুষ আতঙ্কিত।
বিএনপির মন্ত্রী সাদেক হোসেন খোকা ছিলেন মুক্তিযোদ্ধা। কিন্তু বিভিন্ন রকমের দুর্নীতি এবং সন্ত্রাসের জন্য তিনি চরমভাবে সমালোচিত ছিলেন। ওনার মুক্তিযুদ্ধ পরবর্তী এই সব খারাপ কাজের বিরুদ্ধে কিছু বলা যাবে না? কারণ তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। আওয়ামীলীগের এক সময়ের মন্ত্রী মায়া (মোফাজ্জল হোসেন চৌধুরী) সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা এবং দুর্নীতির জন্য সমালোচিত ছিলেন। তার ছেলেও বড় সন্ত্রাসী। মায়া মুক্তিযুদ্ধের ক্রাক প্লাটুনের সদস্য ছিলেন।
ডেস্টিনির প্রতারণামুলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন সাবেক সেনা প্রধান এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হারুন- অর- রশিদ বীর প্রতীক। এই কারণে আদালত তাকে সাজা-ও দেয়। এছাড়া সেক্টর কমান্ডার ফোরাম তাকে বহিষ্কার করে। মুক্তিযুদ্ধ করেছেন বলে কি ওনার খারাপ কাজের সমালোচনা করা যাবে না?
সিরাজ সিকদার নিঃসন্দেহে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু তার গঠিত সর্বহারা পার্টি বিভিন্ন হত্যাকাণ্ড, লুটপাট ইত্যাদি এবং দেশে অরাজকতা সৃষ্টির জন্য প্রচণ্ডভাবে সমালোচিত ছিল। রাষ্ট্রীয় পুলিশ তাকে গ্রেফতার করে এবং ক্রস ফায়ার করে। এই ক্রস ফায়ার অবশ্যই কাম্য ছিল না।
আমি নিজে একজন মুক্তিযোদ্ধাকে দুর্নীতি করতে দেখেছি। আমি নিশ্চিতভাবে জানতাম যে সে ছোটখাটো দুর্নীতিতে জড়িত। তিনি আমার সিনিয়র সহকর্মী ছিলেন। আওয়ামীলীগের মন্ত্রী নাসিম মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু আমরা তার কুকীর্তি সম্পর্কে জানি।
তাই মুক্তিযোদ্ধা হলেই কেউ সমালোচনার ঊর্ধ্বে না। জিয়াউর রহমান বিতর্কিত ছিলেন স্বাধীনতা বিরোধীদের দেশের রাজনীতি এবং নেতৃত্বে প্রতিষ্ঠা করার জন্য। দেশের মেধাবী ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন তিনি নিজের দল গঠনের প্রয়োজনে। সামরিক বাহিনীতে হাজারের অধিক সদস্যকে উনি লোক দেখানো বিচারে বা বিনা বিচারে হত্যার নির্দেশ দিয়েছেন। এই ধরণের অনেক মুক্তিযোদ্ধার উদাহরণ দেয়া যায় যারা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে খারাপ কাজের সাথে জড়িত ছিলেন।
তাই গোষ্ঠী হিসাবে মুক্তিযোদ্ধারা সম্মানিত হলেও অনেক মুক্তিযোদ্ধার পরবর্তী কাজকর্ম সমর্থন যোগ্য না। বর্তমানের স্বৈরাচারী সরকার নিরীহ মানুষ হত্যার জন্য দায়ী। এই সরকারের এই কর্মকে যে সব মুক্তিযোদ্ধা সমর্থন করছেন তারা ভুলের মধ্যে আছেন। সেটা বুঝে হোক কিংবা না বুঝে-ই হোক না কেন। ৭১ তারা অন্যায়ের প্রতিবাদ করলেও এখন তারা অন্যায়কেই অনেকে সমর্থন করছেন। এই ব্লগেও সেই ধরণের মুক্তিযোদ্ধা দেখা যাচ্ছে। কোন মুক্তিযোদ্ধার কাছে থেকে মুক্তিযুদ্ধ পরবর্তী জনগণ এই ধরনের আচরন আশা করে না।
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: এতো উত্তেজিত হইলে তো সমস্যা। একবারে ৪ টা মন্তব্য করেছেন কেন? মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। কোন খারাপ মন্তব্য আমি করি নাই। আপনার গায়ে লাগছে। সেটা আপনার সমস্যা। বয়স বাড়লে ধৈর্য অবশ্য একটু কমে যায়।
২| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:১৪
সোনাগাজী বলেছেন:
আপনাকে কেহ রাজাকার ডাকেনি।
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজাকার বললেও কোন সমস্যা নাই। আপনার মত নাকি কান্না করবো না আমি।
৩| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:১৭
সোনাগাজী বলেছেন:
ব্লগের মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনি নীচের মন্তব্য করেছেন:
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে অনেক মুক্তিযোদ্ধা এখন রাজাকারের মত আচরন করছে। ওনারা বুড়ো হয়ে গেছেন ফলে তরুণদের বুঝতে পাড়ছেন না হয়ত। অথবা বুঝে শুনেই জালেমদের সমর্থন করছেন।
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই মন্তব্য আমার। তাই আমি জানি কী মন্তব্য করেছি। আপনার মত দুই একজনকে একটু হেদায়েতের চেষ্টা করেছিলাম এই মন্তব্যের মাধ্যমে। আপনি কি বুঝে নাকি না বুঝে জালেমদের সমর্থন করছেন? এটা বলেন। নাকি বয়সের সমস্যা?
৪| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:১৯
সোনাগাজী বলেছেন:
ব্লগের কোন মুক্তিযোদ্ধা "রাজাকারের মতো আচরণ" করছেন? এসব ফাউল কথা বলা বন্ধ করেন।
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি ফাউল কথা বেশী বলেন। এটা সবাই জানে। আপনার কথা অবশ্য কেউ গণনায় ধরে না ব্লগের কেউ।
৫| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২০
নতুন বলেছেন: একজন মুক্তিযোদ্ধা আজীবনই মুক্তিযোদ্ধা কিন্তু সে দেশপ্রমিক থাকবে কিনা সেটা সময়ের সাথে তার আচরনই ঠিক করে।
কিন্তু তাকে রাজাকার বলা ঠিক না। দেশে আয়ামীলীগের বিপক্ষ মতকে রাজাকার ট্যাগ দিয়ে রাজাকার শব্দটিকে হালকা করে ফেলেছে।
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: দেশ বিরোধী আচরনকেই আমরা রাজাকারের মত আচরন বলে থাকি। আমি কাউকে রাজাকার বলি নাই। রাজাকার অধ্যায় ১৯৭১ সালেই শেষ। বলেছি আচরণের মধ্যে মিল আছে। কারণ ১৯৭১ জালেমদের সমর্থন বা সাহায্য করার কারণে আমরা রাজাকার বলেছি। একইভাবে অনেকে এখন অনেক মুক্তিযোদ্ধা স্বৈরচারকে সমর্থন করছে। এদেরকে নতুন কোন নাম দেয়া যেতে পারে।
৬| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: জামায়াত শিবির ও তাদের দালাল দোসররা ছাড়া কেউ রাজাকার নয়। একজন মুক্তিযোদ্ধা আমায় গালি দিয়েছিল জবাবে স্মিও তাকে গস্লি দিসিলাম। আগে উনি গালি দিসিলেন। তারপর আমি দিসি। সেসময় বিএনপি জামাতনপন্থি একজন আমাকে গালিগালাজ করে পোস্ট দিছিল "ব্লগেও একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান? "
সেই সময় অনেকে আমাকে তিরষ্কার বকা গালি ইত্যাদি দিয়েছিলেন সে পোস্টে। সেই সময় তাদেরকে আমি বুঝাতে পারিনি মুক্তি যোদ্ধা হলেই কেউ অকথ্য গালিগালাজ ব্যাক্তি আক্রমণ করতে পারেনা।তার ৭ খুন মাফ হয়ে যেতে পারেনা। আজ তারাই এসে এই পোস্টে সহমত জানাবে শুধু মানুষ ভিন্ন বলে। হিপোক্রেসি যারে বলে আর কি?
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজাকার একটা বাহিনীর নাম। কিন্তু প্রতীকী হিসাবে আমরা পাক বাহিনীর দোসরদেরকেই রাজাকার বলি। ১৯৭১ শেষ তাই ঐ নামে বর্তমানের কাউকে ডাকা যাবে না। তবে কাজে কর্মে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তাই এদের একটা নতুন নাম দেয়া দরকার যারা নিরীহ ছাত্রদের উপরে স্বৈরাচারের নির্যাতনকে সমর্থন করছে। ইতিহাসে এদের কথা লেখা থাকবে।
৭| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২১
সোনাগাজী বলেছেন:
তরুণদের আপনি বেশী বুঝতেছেন? বেশী বুঝলে ভালো, অকারণে জীবনের আক্রোশ মুক্তিযোদ্ধাদের উপর উড়ায়ে আরাম পাচ্ছেন?
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার পক্ষে তরুণদের বেশী বুঝতে পাড়াটাই স্বাভাবিক।
আপনি থাকেন সেই কোন মার্কিন মুল্লুকে। বাংলাদেশের অবস্থা আপনি ভালো করে বুঝতে পাড়ছেন না। অথবা কানা হয়ে গেছেন। আপনার মত বিভ্রান্ত মুক্তিযোদ্ধাকে আমি বোঝানোর চেষ্টা করছি। কিন্তু সম্ভবত বয়স এবং ঘাউরামির কারণে আপনার বুদ্ধি লোপ পেয়েছে। আপনার ভাবনায় সমস্যা আছে।
৮| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২৪
রানার ব্লগ বলেছেন: সমালোচনা আর অসম্মান এর মধ্যে ফারাক আছে।
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: অবশ্যই।
৯| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২৪
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: এতো উত্তেজিত হইলে তো সমস্যা। একবারে ৪ টা মন্তব্য করেছেন কেন? মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। কোন খারাপ মন্তব্য আমি করি নাই।
-আপনি খারাপ মন্তব্য করেননি? মাথায় মগজ টগজ আছে নাকি? ব্লগের কোন মুক্তিযোদ্ধার আচরণ রাজাকারের মতো? ফাউল কথা বলার জন্য ব্লগে আসা আপনার?
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি ফাউল কথা বেশী বলছেন।
১০| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৩২
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: এই মন্তব্য আমার। তাই আমি জানি কী মন্তব্য করেছি। আপনার মত দুই একজনকে একটু হেদায়েতের চেষ্টা করেছিলাম এই মন্তব্যের মাধ্যমে। আপনি কি বুঝে নাকি না বুঝে জালেমদের সমর্থন করছেন? এটা বলেন। নাকি বয়সের সমস্যা?
-আমি শেখের আর মাওলানার সমর্থক, আমি শিবির ও "সাধারণ ছাত্রদের" সমর্থন করি না।
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি সাধারণ ছাত্রদের সমর্থন করেন না। এটাই আপনার সমস্যা। সাধারণ ছাত্ররা সঠিক পথেই আছে। সরকার এদের নিয়ে খেলছে এবং নির্যাতন করছে। নাতির বয়সী শিক্ষার্থীদের নিয়ে যারা খেলে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করেন।
১১| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৩৪
সোনাগাজী বলেছেন:
আমি কোন জালেমের সমর্থক নই; আমি গরুর রচনা লিখি না ব্লগে; আপনি ব্লগে গার্বেজ লেখেন।
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি বুঝলে তো জালেমের সমর্থন করতেন না। আপনার বুদ্ধি লোপ পেয়েছে। কারণটা হল বয়স এবং ঘাউরামি। আমি গরুর রনারআপচনা আর গারবেজ লিখতেই পছন্দ করি। আপনি ব্লগকে যত সিরিয়াসভাবে নেন আমি সেভাবে নেই না। আপনার মত কিছু ভাঁড়ের মজা দেখতে ব্লগে আসি। এই পোস্টেই অল্প সময়ে কত বিনোদন দিলেন। আপনাকে রাগাতে পেড়েছি মনে হয়। এটা এক ধরণের সফলতা। আমি সহজে রাগী না।
১২| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ একদা ভালো কাজ করলে তিনি এর সুনাম পাবেন এবং একদা সেই তিনি মন্দ কাজ করলে সমালোচিত হবেন, এটাই নিয়ম।
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও সেই নিয়মটাই মানি। সোনাগাজী বুঝতে পাড়ছেন না। ওনার কোন সমস্যা হয়েছে মনে হয়।
১৩| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৪৩
সোনাগাজী বলেছেন:
ব্লগে মেজর ডালিম ব্লগিং করে না; আপনি যা করছেন করেন, নারী ব্লগারদের সাথে আড্ডা দেন; তথাকথিত " সাধারণ ছাত্রদের" জন্য রাস্তায় নামেন; কিন্তু ব্লগের মুক্তিযোদ্ধাদের অকারণ বিশ্রী কথা বলিয়েন না।
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: মেজর ডালিমের নাম ইতিহাসে আছে। আপনার নাম নাই। এটা বুঝতে হবে। এই কারণে মেজর ডালিমের নাম বারবার আসে। আপনার নাম আসবে না। কারণ আপনার আলোচনা হল রাস্তার পাসের চায়ের দোকানের আড্ডার মত। নিজেকে আপনি অনেক কিছু মনে করতে পারেন। কিন্তু আপনার মত মুক্তিযোদ্ধা হাজারে আছে যারা অবহেলিত। আমি অবশ্য আপনাদের মত মুক্তিযোদ্ধাদের জন্য ফিল করি।
নারী ব্লগারদের সাথে আড্ডা দেয়া তো ভালো। মুক্তিযোদ্ধা হিসাবে আপনার তাতে সমস্যা কী? আপনিও তো অ্যামেরিকার অনেক কচি কচি মেয়ের সাথে গায়ে পড়ে ঝগড়া করেন পথে ঘাটে। মিষ্টি মিষ্টি কথা বলেন আর গায়ে পড়ে সাহায্য করতে চান। আপনার বর্ণনাগুলি অবশ্য বেশ ভালোই লাগে। আমি এঞ্জয় করি ঐ পোস্টগুলি। কিছু মনে বানাইয়া লিখে থাকেন। যাই হোক তারপরেও মজার।
আমি কোন বিশ্রী কথা আপনাদের বলি নাই। আপনি গায়ে পড়ে নিজের উপরে নিচ্ছেন না বুঝে।
১৪| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এদের কথাবার্তা শুনে মনে হয় এরা রাজনৈতিক দলের নেতা।
তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে। সমন্বয়ক পদের নামে যে ছেলেগুলো নেতৃত্ব দিতেছে তাদের কথাবার্তা ঠিক বিএনপির কথাবার্তার মতই। মন্ত্রীদের পদত্যাগ চাওয়া তাদের কাজ না। তাদের কথাবার্তায় শুরু থেকেই মনে হয়েছে তারা রাজনৈতিক দল।
দুর্ভাগ্য সাধারণ জনগণের। এই সমস্ত আন্দোলন নামের নৈরাজ্যে দুর্ভোগ পোহাতে হয় তাদেরই। মারা যেতে হয় তাদেরই।
এটাও ঠিক যে সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে ২০১৮ সালেই এই সব কোটা ইস্যু শেষ করে দেওয়া যতো । এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু উভয় পক্ষের বেশি বাড়াবাড়ির কারণে দেশের ও দশের ক্ষতি হয়ে গেছে যেটার পূরণ হবার নয়
। মাঝখান থেকে দেশে কিছু নতুন নতুন নেতা পাওয়া যাচ্ছে । নেতায় নেতায় ভরে যাবে বাংলাদেশ।
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সরকার তো ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছে। তাই এই সরকারের পদত্যাগের দাবি যে কোন নাগরিকই করতে পারে, ছাত্ররাও পারে। কারণ তারা এই দেশের নাগরিক। বিএনপি করা তো দোষের কিছু না। রাজনীতি করাও দোষের কিছু না। কোটা সংস্কার চাওয়াটাও রাজনীতি। জনগণের যে কোন সমস্যা নিয়ে কাজ করা হল রাজনীতির অংশ। তাই অনেকে বোকার মত বলে যে ছাত্ররা কেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। কোটা সংস্কার চাওয়াটাও রাজনীতির অংশ। ছাত্রদের এই ন্যায্য দাবি যে কোন রাজনৈতিক দল সমর্থন করতে পারে। রাজনীতি অনেক ব্যাপক জিনিস। মানুষের জীবনের উন্নয়নের জন্যই যে কোন বিষয় নিয়ে রাজনীতি কাজ করে। কোটাটাও ঘুরে ফিরে রাজনৈতিক ইস্যু। কারণ কোটার সাথে পুরো দেশের মানুষের স্বার্থ জড়িত।
ছাত্রলীগের নেতাদের চেয়ে এই নতুন নেতারা নস্যি। ছাত্রলীগের মত এরা তো রাস্তায় বন্দুক নিয়ে ঘুরতে পারবে না। এটা হল নতুন নেতাদের ঘাটতি।
১৫| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি কি বলছেন আপনি নিজেও জানেন না। জামাতকে রাজাকার না বলে কি বলব? মুক্তিযোদ্ধা? আই এম স্যরি বাট আই মাস্ট সে আপনার প্রাই সব পোস্টই আড্ডা বা ক্যাচালময়।
আমাদের চট্টগ্রাম আজ থেকে উত্তপ্ত। লড়াই শুরু হয়ে গেসে। ছাত্রলীগ কাল রাস্তার মোড়ে মোড়ে কাদেরের নির্দেশে অবস্থান নিবে ছাত্র জনতা ঠেকাতে। এখন ক্যাচাল করার সময় নয়। কাল নাকি ছাত্রদের নিউমার্কেট যেতে দিবেনা। ছাত্রলীগ নিজেদের ফেবু ওয়াল থেকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে এই বলে যে - আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ। মনে হচ্ছে ভয়ংকর কিছু হতে যাচ্ছে দেশে।
আসুন সবাই এক হয়ে রাজাকার ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ি।
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি কি বলেছি যে জামাতকে রাজাকার বলা যাবে না। আপনি বুঝতে পারেন নাই আমার কথা।
আড্ডা বা ক্যাচাল পোস্ট দেয়া দোষনীয় কিছু না। এই ব্লগে লেখার ব্যাপারে প্রত্যেকের স্বাধীনতা আছে। আপনাকে সেটা বুঝতে হবে।
ছাত্রলীগ কালকে বাড়াবাড়ি করবে বোঝা যাচ্ছে। রক্ত নিয়ে তারা কত দিন ক্ষমতায় থাকবে। এগুলির শেষ আছে।
১৬| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:১৬
সোনাগাজী বলেছেন:
আমি কোন সরকারের সাপোর্টার নই, কোন "সাধারণ ছাত্রদের" সাপোর্টার নই, আমি আপনার মতো ছুপাদের সাপোর্টার নই; আমি শেখ, মওলানা ও মুক্তিযোদ্ধাদের সাপোর্টার; সরকার ও "সাধারণ ছাত্ররা" কি করছে, আমি দেখছি; আপনি ব্লগের মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করা বন্ধ করেন।
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: সাধারণ ছাত্রদের বোঝার ক্ষমতা আপনার লোপ পেয়েছে। আপনি সঠিকভাবে বুঝতে পাড়ছেন না। আমি কোন কটূক্তি আপনাদের করছি না। তবে আপনার বোধোদয় হোক এটা চাচ্ছি। কিন্তু আপনি একটু ঘাউরা টাইপের তাই কোন লাভ হবে না বুঝিয়ে। ইগো নিয়ে থাকেন আর নিজের মত বোঝেন। কারও কথার গুরুত্ব দেন না। এটাই সমস্যা।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৩৪
জটিল ভাই বলেছেন:
ভাইরে ভাই! পোস্ট পইড়াতো হাসুম না কান্দুম ডিসাইড করতে পারতেছিনা এই ক্রান্তিলগ্নে! তারচেয়ে চলেন নিচের ভিডিওটা দেখি.....
০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৭:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ ভাই। একদম পারফেক্ট একটা ভিডিও দিয়েছেন। এই ভিডিওটা উপরের একজনের দেখার দরকার আছে।
১৮| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৪২
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: সাধারণ ছাত্রদের বোঝার ক্ষমতা আপনার লোপ পেয়েছে।
তথাকথিত "সাধারণ ছাত্রদের" সাথে আপনার মিল আছে; ইহারা আমার সাপোর্টার পাবার মত কেহ নন। ওরা আমাদের সাপোর্টের জন্য বসে নেই; ওদের দরকার আপনার সাপোর্ট।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৭:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: দেশের ৯৫% মানুষ এখন সাধারণ ছাত্রদের সাথে আছে। আপনার মত কিছু নির্বোধ এখনও এই ছাত্রদের তথাকথিত 'সাধারণ ছাত্র' বলছে। ছাত্ররা ছাড়া অভিভাবক, শিল্পী, লেখক, কবি, শিক্ষক, মানবাধিকার কর্মী, অর্থনীতিবিদ, সামরিক কর্মকর্তা থেকে শুরু করে প্রতিটা পেশার মানুষ এখন আন্দোলনে শরিক হয়েছে ছাত্রদের সাথে। তারা ভাংচুর করছে না। আওয়ামীলীগের পেটোয়া বাহিনী এখনও পুলিশের পাশে অস্ত্র হাতে গুলি করছে। আন অফিসিয়ালি মৃত্যুর সংখ্যা ২৫০ এর অনেক বেশী হবে। আহত হবে কয়েক হাজার। জেলে বন্দি আছে ১০,০০০ থেকে ১৫,০০০। মামলা হয়েছে কয়েক হাজার।
আপনাদের শুভবুদ্ধির উদয় হউক।
১৯| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:৪৩
সোহানী বলেছেন: কোন একটা ট্যাগ দিয়ে তাদের খুন জায়েজ করছে। এতোদিন সবাই ভয়ে চুপ ছিল, এখন সম্ভব নয় আর।
কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা.... স্বাধীনতার ৫৩ বছর পর সে সব হিসেব উর্ধে। নতুন প্রজন্ম এসব নিয়ে আর ভাবে না। যথেস্ট হয়েছে। এখন একটাই চাওয়া দেশ ভালো থাকুক।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৭:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকারের সমর্থক না হলেই তাকে বলা হচ্ছে সে জামাত, বিএনপি, রাজাকার এবং তার উপর নির্যাতন করা হচ্ছে। বিএনপি, জামাতের শক্তি কি সরকারি দলের চেয়েও বেশী হয়ে গেছে যে তারা তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে। আর সরকারি দল তাদের সাথে পাড়ছে না। সমাজের সকল শ্রেণীর মানুষ এখন রাস্তায় নেমে এসেছে। মানুষ এখন ভয় পাচ্ছে না। সামরিক বাহিনীও বলেছে যে তারা নিরীহ মানুষের উপরে অস্ত্র তুলবে না।
দেশের ক্ষতি এখন সরকারি দল বেশী করছে রাজাকারদের চেয়ে। দেশের স্বার্থ বিরোধী কাজ সরকারী দল এখন বেশী করছে। এটার বিরুদ্ধে বললে সে হয়ে যাচ্ছে জাতির শত্রু , জামাত, রাজাকার। রাজাকার হল এখনকার রাজনীতির ট্রাম্প কার্ড। এটা প্রয়োগ কারও উপরে করা গেলে তাকে ঘায়েল করা সহজ। দেশের মানুষের ভালো না করে এই ট্রাম্প কার্ড যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে।
২০| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ২:৫৫
কামাল১৮ বলেছেন: সোহানীর ছেলে মেয়ে এই আন্দোলনে সহীদ হয়েচে।এই জন্য দুঃখ প্রকাশ করছি।সে আমার এক মন্তব্যের প্রতিউত্তরে বলেছে এই কথা।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: কোন প্রসঙ্গে বলেছে আমি জানি না। তাই এটার উত্তর ব্লগার সোহানি দিতে পারবে।
২১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৩:২৮
রানার ব্লগ বলেছেন: সোহানী বলেছেন: কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা.... স্বাধীনতার ৫৩ বছর পর সে সব হিসেব উর্ধে।
না একদম না !! মাকাল ফল আজীবন মাকাল ফল ওটাকে বেল ভাবার কোন উপায় নাই ।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: এখন রাজাকারের চেয়ে সরকারী দল এবং তাদের সহযোগীরা দেশের ক্ষতি বেশী করছে। জামাত, রাজাকার এরা তো কোণঠাসা হয়ে পড়েছে। এদের ভয়ে মনে হচ্ছে সরকারী দল খুব উদ্বিগ্ন। জামাতের হাজারে হাজারে নেতা কর্মী তো জেলে পড়ে আছে নইলে দৌড়ের উপরে আছে।
২২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ ভোর ৪:১০
ভুয়া মফিজ বলেছেন: সোহানী বলেছেন: কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা.... স্বাধীনতার ৫৩ বছর পর সে সব হিসেব উর্ধে।
ঠিক কইছেন। এইটা শেখ হাসিনার চাইতে ভালো আর কে বোঝে? সেইজন্যই তো ক্ষমতার লোভে রাজাকারদের পাশে নিয়া আন্দোলন করছিলো, তার লোকজন গোলাম আজমরে কদমবুছি কইরা দোয়া নিছিলো। এই রাজাকার প্রেমরে পরিপূর্ণ রুপ দেওয়ার জন্য নিজের মেয়েরে রাজাকার পরিবারে বিয়াও দিছিলো। রাজাকার বেয়াইরে মন্ত্রী বানায়ে বাংলাদেশের পতাকাওয়ালা গাড়িতে চড়নের ব্যবস্থা করছিলো.................আহা...........কি পিড়িতী!!!!
০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৮:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি তো হাটে হাড়ি ভাইঙ্গা দিলেন একেবারে। এই সব সত্যি কথা এখন বলা যাবে না। আমার ধারণা শেখ হাসিনা মনে করেছে যে বিয়া শাদীর মধ্যে আবার কিসের রাজাকার আর মুক্তিযোদ্ধা। রাজাকার আর মুক্তিযোদ্ধা হল রাজনীতির মাঠের ট্রাম্প কার্ড। দরকার না হলে গলাগলি, দোয়া আর কদমবুসি আর টাইট দিতে চাইলেই রাজাকার কার্ড খেলা সময় মত।
২৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ ভোর ৫:৩৫
মেঠোপথ২৩ বলেছেন: ভাই লেবু আর চিপবেন না। এই প্রজন্ম তিতা হয়ে গেসে এই মুক্তিযোদ্ধা , রাজাকার শব্দগুলো শুনতে শুনতে । এই শব্দগুলো যাদুঘরে রাখার ব্যবস্থা করা হোক। এইটা নিয়া সকল তর্ক বিতর্ক চিরতরে বন্ধ হোক। কথা হোক দেশ বিক্রি করা এক জালিম সরকারের বিরুদ্ধে। মুল ফোকাস থাকুক সেটাই।
০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক।
২৪| ০৪ ঠা আগস্ট, ২০২৪ ভোর ৬:০৪
সামরিন হক বলেছেন: সব মুক্তিযোদ্ধাই দেশপ্রেমী নয়
তবে সব দেশপ্রেমীই সহযোদ্ধা।
০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: সব মুক্তিযোদ্ধাই যুদ্ধের সময় দেশপ্রেমী ছিলেন। পরে বিভিন্ন কারণে নগণ্য সংখ্যক মুক্তিযোদ্ধা সমাজ বিরোধী কাজ করেছেন। এগুলি ব্যতিক্রম। সাধারণভাবে মুক্তিযোদ্ধারা আমাদের কাছে অনেক সম্মানী মানুষ।
দেশপ্রেমী মানুষই এখন রাস্তায় নেমেছে। তারাই এখন সহযোদ্ধা। রাজনৈতিক ফায়দা লুটতে সামান্য কিছু লোকের সংমিশ্রণ থাকতে পারে।
২৫| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৭:১৫
সোনাগাজী বলেছেন:
@সামরিন হক
আপনি বলেছেন, " সব মুক্তিযোদ্ধাই দেশপ্রেমী নয় "।
আপনার জন্য প্রশ্ন: আপনার পরিবারে কোন মুক্তিযোদ্ধা ছিলেন?
০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি উত্তর দিয়েছেন নীচে। ওনার পরিবারের একাধিক সদস্য মুক্তিযোদ্ধা।
২৬| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৩
রাােসল বলেছেন: শুরুতেই আমি ১৯৭১ সালের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতি আমার যথাযোগ্য সম্মান ও কৃতজ্ঞতা জানাই। অবশ্যই সেনাবাহিনীর ভূমিকার জন্যও কৃতজ্ঞতা ।
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার এই সত্য লেখার জন্য। যা ১৯৭১ সাল হতে সত্য। আমি ১৯৭১ পরবর্তী প্রজন্ম, তবে ইতিহাস পাঠের মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধাদের ১৯৭১ পরবর্তী ভালো মন্দ অনেক কার্যক্রম সম্পর্কে জেনেছি, যার উদহারণ আমার লেখার প্রয়োজন নাই, যেহেতু আপনি মন্দ উদহারণগুলো তোলে ধরেছেন এবং আমিও মুক্তিযোদ্ধাদের খারাপ কার্যক্রম সম্পর্কে কথা বলতে চাই।
অভিযোগ করা হয় রাজাকারদের জন্য দেশের মঙ্গল করা যাইতেছে না। আমাদের মহান মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা যুদ্ধ কালে রাজাকারদের উপর আধিপত্য বিস্তার করতে পেরেছে, তবে যুদ্ধ উত্তর কেন পারবে না, কারণ সহজ- ইচ্ছার অভাব। তবে কি- মন্দ উদহারণ সৃষ্টিকারী মুক্তিযোদ্ধাদের লক্ষ্য হলো পাকিস্তানিরা কেন বাংলাদেশ শোষণ করবে, আমরাই দেশ শোষণ করব।
০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: বর্তমানে দেশে লুটতরাজ করছে সরকারী দল ও তাদের সহযোগীরা। জামাত, রাজাকার অনেকেকই হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, জেল আর রিমান্ড দেয়া হয়েছে। বর্তমানের রাজনীতিতে রাজাকারের কোন ভুমিকা নেই বললেই চলে। সরকারের কাজে হস্তক্ষেপ করার ক্ষমতাও তাদের নেই। বর্তমানে গায়ের জোরে এবং ক্ষমতার জোরে সবচেয়ে শক্তিশালী হল সরকারী পাণ্ডারা আর সরকারী দলের কিছু নেতা, কর্মী, এমপি, মন্ত্রী। দেশের ক্ষতি এরাই করছে। সাথে আছে সরকারী দল ঘেঁষা অসৎ ব্যবসায়ী, আমলা, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য।
এদের কথা হল শোষণের অধিকার কেবল আমাদেরই আছে। যেমন মুক্তিযুদ্ধের সকল ক্রেডিট তারা নিতে চায়।
২৭| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১১:১২
আহলান বলেছেন: বর্তমানে মুক্তিযুদ্ধ ও রাজাকার শব্দটি দিয়ে যতটা না ৭১ কে ঘিরে বোঝানো হয়, তার চেয়ে বেশী রাজনৈতিক ফায়দা লুটতে ব্যবহৃত হয়। বর্তমানে সেক্টর কমান্ডার জিয়া উর রহমানও রাজাকার ... আর সাড়ে নয় মাস পকি ভাতা হজম করেও তারা মুক্তিযোদ্ধার ফেরওিয়ালা ...
০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: বর্তমানে সরকার এই শব্দটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করে থাকে। সরকারে বিপক্ষে বললেই সে হয়ে যায় জামাত বা রাজাকার।
২৮| ০৪ ঠা আগস্ট, ২০২৪ বিকাল ৩:২২
বিষাদ সময় বলেছেন: রাজাকার শব্দটির অর্থ পাকিস্তানিদের কাছে ছিল এক রকম, আমাদের কাছে ছিল আরেক রকম আর এখন এ শব্দটি অর্থ মাল্টি ডাইমেনশনাল।
কোন মুক্তিযোদ্ধার যুক্তিযুক্ত সামলোচনা করা যেতে পারে কিন্তু গোষ্টিগত ভাবে মুক্তিযোদ্ধাদের প্রতি কেউ যদি কোন অবমাননাকর শব্দ প্রয়োগ বা আচরণ করেন তবে তাকে রাজাকার বলাটা খুব একটা অন্যায় মনে করিনা।
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৮:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজাকার শব্দটার বর্তমান অর্থ সম্পর্কে আপনার সাথে একমত। পরের অংশের সাথেও একমত। ব্যক্তিগতভাবে সামান্য কিছু মুক্তিযোদ্ধা বিপথে গিয়েছে। তাদের সমালোচনা করা যেতেই পারে। তবে গোষ্ঠীগত ভাবে মুক্তিযোদ্ধারা সাধারণভাবে সম্মানের পাত্র।
২৯| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৮:০২
সোনাগাজী বলেছেন:
@সামরিন হক ,
আপনার মামা শহীদ হওয়ায় পরিবার বাড়ী পেয়েছে, বাকী ৩০ লাখ শহীদের পরিবার কি পেলো? আপনাদের পরিবার কোন না কোনভাবে প্রভাবশালী ছিলো।
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৮:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার পরিবার সম্পর্কে না জেনে কথা বলা বন্ধ করেন। একই কাজ করছেন বর্তমানের ছাত্র এবং জনতার আন্দোলন সম্পর্কে। রাস্তায় আর্মি এখন সাধারণ জনগণকে রক্ষা করছে। প্রয়োজনে আওয়ামীলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে গুলিও করছে আর্মি। একটা ভিডিওতে দেখলাম, মিরপুরে সম্ভবত। আপনি দূরে বসে ভুল ধারণার মধ্যে আছেন। আপনি বাংলাদেশের সাধারণ জনগণের বিপরীতে দাড়িয়ে আছেন। আপনার শুভবুদ্ধি হউক।
৩০| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৮:৪১
করুণাধারা বলেছেন: দেশ এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিদিন এত মানুষের রক্ত ঝরছে, যাদের প্রায় সকলেই কিশোর এবং তরুণ। এরা শুধু মানুষ না, এরা আমাদের দেশের মানুষ। এরা আমাদের মতই একই ভাষায় কথা বলে, আমাদের মতই স্বপ্ন দেখে, হাসে এবং কাঁদে... যেকোনো সংবেদনশীল মানুষই এখন দুঃখবোধে আক্রান্ত। এই সময় সোনাগাজী কেবলমাত্র প্যাচাল পেরে গেছেন এতগুলো মন্তব্য করে। মনে হয় মনুষ্যত্ব বিবর্জিত।
ভালো লেগেছে সোহানীর মন্তব্য...কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা.... স্বাধীনতার ৫৩ বছর পর সে সব হিসেব উর্ধে।
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৮:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজি সাহেবের মাথা খারাপ হয়ে গেছে। উনি সাধারণ জনতার বিপরীতে অবস্থান নিয়েছেন। ওনার শুভ বুদ্ধির উদয় হউক।
এখন 'স্বাধীনতার চেতনা', 'রাজাকার' ইত্যাদি শব্দ রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যবহার করা হয়। রাজনীতি করতে কিছু ইস্যু লাগে। বর্তমানের অযোগ্য নেতারা আর কোন ইস্যু না পেয়ে এগুলিকে ব্যবহার করে। পৃথিবীর কোন দেশের রাজনীতিবিদরা এতো বেশী অতীতমুখী না। জনগণকে বোকা বানানোর চেষ্টা। কিন্তু জনগণ অনেক সচেতন এখন। বিশেষ করে নতুন প্রজন্মকে বোকা বানানো কঠিন কাজ। আওয়ামীলীগ নতুন প্রজন্মকে তুচ্ছ জ্ঞান করেছে। যেটার পরিণতি হল আজকের এই অভূতপূর্ব গণবিস্ফোরণ।
৩১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৪
সামরিন হক বলেছেন: @ সোনাগাজী
৩০ লাখ শহীদ কি পেলো সেটার উত্তর তো আপনি দেবেন আপনারা দিবেন আমি তো মুক্তিযুদ্ধ করিও নি আর তখন ছিলামও না দুনিয়াতে।যুক্তি অনুযায়ী জানানোর দায় আপনার আমার নয়।
আমার পরিবার প্রভাবশালী ছিল মেনে নিলাম কিন্তু আপনার মহান নেতা কিভাবে এতে প্রভাবিত হলেন !!!? তিনি তো ন্যায়ের মূর্তি তিনি তো সাধারণ জনতার জন্য ছিলেন আপনারাই বলেন । তাহলে সাধারণ মানুষের জন্য কিছু না করে কেন প্রভাবশালীদের জন্যই করতেন ?
আপনিই বলুন এবার দু’রকম কথা কেন বলছেন? একদিকে বলছেন নেতা মহান আর অন্যদিকে বলছেন প্রভাবশালীরা তাকে প্রভাবিত করতে পারতেন ( অর্থাৎ তাকে দিয়ে অন্যায় করানো যেতো )।
অন্যায় ,মহান নেতা শব্দের সাথে যায় না।
যাইহোক নেতা শেখ মুজিব কে আমি মানুষ মানি সম্মান করি। আপনারা এমন এমন কথা বলেন মাঝে মাঝে যার জন্য মহান নেতা শব্দটি শেখ মুজিবের আগে প্রশ্নবিদ্ধ হয়ে যায় । বাকশাল কে আমি তার একটি ভুল হিসেবে রাখি ।যদিও এটিকে অন্যায় হিসেবে দেখার অনেক সুযোগ রয়েছে।)
৩২| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৩
সামরিন হক বলেছেন: @সাড়ে চুয়াত্তর
আমার ২৮ নং কমেন্টটি ডিলিট করার অনুরোধ জানাচ্ছি।
ওনার কোন কথা ব্যক্তিগতভাবে নিচ্ছি না।
সম্ভবত আলোচনা করতে ভালোবাসেন তিনি।কোন সমস্যা নেই।
৩৩| ০৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৪
সোহানী বলেছেন: কামাল১৮ বলেছেন: সোহানীর ছেলে মেয়ে এই আন্দোলনে সহীদ হয়েচে।এই জন্য দুঃখ প্রকাশ করছি।সে আমার এক মন্তব্যের প্রতিউত্তরে বলেছে এই কথা।
অবশ্যই, সাঈদ আমার ছেলে, মুগ্ধ আমার ছেলে, ফারহান আমার ছেলে। যাক্ এতে আপনি দু:খটা অন্তত প্রকাশ করেছেন। কারন আপনিতো এখন নব্য রাজাকার বা দালাল শ্রেনীর দলে। এ শ্রেনীরতো আবার দু:খবোধ টোড নেই।
আমি অবাক হই আপনি নিজেকে মুক্তিযোদ্ধা বলেন!! আমার পরিবারের পরিচয় আর দিলাম না। তাদের পরিচয় খবরের কাগজে আসে মুক্তিযোদ্ধা হিসেবে। তারা মুক্তিযোদ্ধা পরিচয় ফেরী করে বেড়ায় না আপনার মতো। সত্যিকারর মুক্তিযোদ্ধা যেকোন মূল্যে দেশের ভালো চায়, দেশের মানুষের ভালো চায়। দাদালগিরি করে বেড়ায় না।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ২:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে দুই একজন বুড়ো লোকের মাথা খারাপ হয়েছে।
৩৪| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১২
জি এইস মেহেদী বলেছেন: ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ধারী হলে তাদের বলা সমালোচনা করুন, আসল মুক্তিযোদ্ধারদের মধ্যে লোভ লালসা নাই তারা সব সময় ত্যাগী ছিলো
১০ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: কথাটা ঠিক না। অনেক খাঁটি মুক্তিযোদ্ধা বিপথে গেছে পরে। আমার পোস্টে উল্লেখ করেছি কয়েকটা নাম। যেমন খোকা, মায়া, কাদের সিদ্দিকি।
৩৫| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মোটামুটি সবগুলি উইকেট তো পড়ে গেছে পদত্যাগের কারণে ।
এবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা যেতে পারে।
বড্ড দেরি হয়ে যাচ্ছে ।
তাড়াতাড়ি রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা হোক।
১০ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: পুতুল রাষ্ট্রপতি থাকলেও কোন সমস্যা নাই।
৩৬| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৬
শায়মা বলেছেন:
এই নাও এতগুলো খানা পিনা নিয়ে আসলাম!
১৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক খুশি হয়েছি আপনার খানা পিনা পেয়ে। জানি এগুলি খাওয়া যাবে না। কিন্ত আপনি আন্তরিকভাবে দিয়েছেন, তাই আমার মনে হল সত্যিই মনে হয় কেউ আমাকে খাবার খেতে দিল। অনেক ধন্যবাদ আপনাকে। আন্তরিকতাটাই বড় কথা।
৩৭| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৯
জুল ভার্ন বলেছেন: আওয়ামী লীগ করা অনেক মুক্তিযোদ্ধা রাজাকারেরও অধম! উদাহরণ- সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী।
৩৮| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৫
অপু তানভীর বলেছেন: ইবলিশ শয়তানের কথাই চিন্তা করেন । সে তো আগে ফেরেস্তা ছিল এখন যদি তার সেই আগের ফেরেস্তা পরিচয়ের জন্য তাকে সম্মান করতে বলি ব্যাপারটা কেমন হবে বলেন দেখি? মানুষের আগের পরিচয় থেকে বর্তমানের কর্ম দিয়েই তার বর্তমান পরিচয় নির্ধাতি হবে। আগে মুক্তিযোদ্ধা করেছে কিন্তু পরে ডাকাতি করলে সে খুনীই !
আমাদের জেলার এমপি সাহেব ছিলেন বীর মুক্তিযোদ্ধা। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি আর তার ভাই মিলে এমন কোন অপকর্ম নাই যে করেন নাই। এখন তার সমালোচনা করলে কি মুক্তিযুদ্ধের বিরোধীতা করা হবে? এই কন্সেপ্ট আওয়ামী শাসকের তৈরি । নিজেদের আকাম কুকাম ঢাকতে তারা মুক্তিযুদ্ধকে ঢাল হিসাবে ব্যবহার করে আসছে ।
আমাদের ব্লগের সোনা মিয়ার কথাই যদি ধরি । ওনাকে চিনি সেই ২০১৪ সাল থেকে । প্রথমে উনার আচরণের জন্য পাব্লিক সেই গালি দিত । সেই সময়ের বডু লাথি দিয়ে ব্লগ থেকে দুর করতো । কতগুলও নিক খেয়েছে তার ঠিক নেই । তারপরই উনি দেখলেন যে মুক্তিযোদ্ধাদের এই ব্লগে আলাদা সম্মান করা হয় । তারপরই নিজেকে মুক্তিযোদ্ধা ঘোষণা করলেন । নিজের ঢাক হিসাবে এই মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করতে লাগলেন । এর থেকে বড় ধান্দাবাজি আর কি হতে পারে।
ব্লগের মোদীর ভাই নুরুল্লাহ/কামাল১৮ও কিন্তু নিজেকে মুক্তিযোদ্ধা প্রমানের চেষ্টা চালিয়ে যাচ্ছে । কিন্তু হালে পানি পাচ্ছে না !
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:১৩
সোনাগাজী বলেছেন:
আপনি ব্লগের মুক্তিযোদ্ধাদের নিয়ে খারাপ মন্তব্য করেছেন; এখন দেখছি, বিরাট গরুর রচনা লিখে ফেলেছেন;