নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকে বলে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত ৫ আগস্ট ২০২৪ তারিখে দেশ থেকে পলানোর সময় নাকি পদত্যাগ পত্র জমা দেন নাই। যার কারণে শেখ হাসিনা এখনও নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন। তাই এখনও মাঝে মাঝে দেশবাসীর উদ্দেশ্যে ওয়াজ নসিহত করে থাকেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও নাকি পদত্যাগ করে পালিয়ে গেছেন। উনি ওনার পদত্যাগ পত্র ঠিক মত জমা দিয়েছেন তো? আমি এই ব্যাপারে জানি না।
শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত আরেকটা থিউরি হল, আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব সম্ভবত শেখ হাসিনার দেয়া পদত্যাগপত্র হারিয়ে ফেলেছেন। কারণ উনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন যে উনি শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন। পরে আবার তিনি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে বলেছেন যে উনি পদত্যাগ পত্র পাননি। পদত্যাগপত্র হারিয়ে গিয়ে থাকলে থানায় ডাইরি করা উচিত ছিল।
শেখ হাসিনা যাওয়ার সময় জামাকাপড় বেশী নিতে পারেননি বলে শোনা যায়। বাসার আল আসাদ জামাকাপড় নিয়েছেন কি না সেটা এখনও জানা যায়নি। শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়েছেন এটা মানুষ প্রথম দিনই জানতে পারে। কিন্তু বাশার আল আসাদ পালিয়ে কোথায় গিয়েছেন এটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। অনেকে ধারণা করছেন যে ওনাকে বহন করা বিমানটা বিধ্বস্ত হয়েছে। যদিও নিশ্চিত কিছু জানা যাচ্ছে না। শেখ হাসিনা যাওয়ার আগে সামরিক বাহিনীর প্রধানদের গাল মন্দ করেছেন। বাশার আল আসাদ এই ধরণের কাজ করেছেন কি না এটা এখনও আমরা জানি না। বাশার আল আসাদের পক্ষে ছিল রাশিয়া আর শেখ হাসিনার পক্ষে ছিল ভারত। উভয়েই বহু বছর দেশ শাসন করেছেন, পরে পালিয়ে গেছেন। কার পালানোটা বেশী এডভেঞ্চারাস ছিল এটা হয়তো কয়েকদিন পরে জানা যাবে। পালানোর পরে উভয়ের বাসভবনে জনতা লুটপাট চালিয়েছে। শেখ হাসিনার জন্য এখনও অনেক ভক্ত 'আপা' 'আপা' বলে ফোনে কান্নাকাটি করে। আসাদের জন্য কান্না করার লোক আছে কি না জানি না। শেখ হাসিনা কিংবা বাশার আল আসাদ পুনরায় কি ক্ষমতায় ফিরে আসতে পারবে? এটা মনে হয় বিলিয়ন ডলার মূল্যের একটা প্রশ্ন।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০২
সাড়ে চুয়াত্তর বলেছেন: শেখ হাসিনার আমলে ভালো ঘি পাওয়া যেত। এখন পাওয়া যায় না। আফসোস। তাই ভালো মত ঘি খেতে পাড়ছি না।
২| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:০৬
কামাল১৮ বলেছেন: শেখ হাসিনা পালিয়ে গেছেন কিনা এ বিষয়ে বিতর্ক আছে।এই দুই সরকারের একটা বিষয়ে মিল আছে তা হলো দুই দেশই মুসলিম প্রধান দেশ।যেখানে গনতান্ত্রিক ব্যবস্থা খুবই দুর্বল।কোন মুসলিম দেশেই ভালো গনতান্ত্রিক ব্যববস্থা নাই।গনতন্ত্র ও ইসলাম সাংঘষিক।ইসলাম খিলাফতে বিশ্বাসী।আমাদের শাসকরাও খিলাফতের স্বপ্নে বিভোর।
১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: হেলিকপ্টার ওঠার দৃশ্য থেকে বোঝা যায় উনি পালিয়ে বেঁচেছেন। শোনা যায় মোদীজিকে উনি বিমান পাঠাতে বলেছেন।
গনতন্ত্রে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশেরও ভোটাধিকার থাকে। ফলে অযোগ্য লোক ক্ষমতায় আসে। যেমন এখন খুনি হাসিনার জন্য অনেকে মায়া কান্না করছে। ইসলামের নিয়ম হল সমাজের গ্রহণযোগ্য নেতারা জাতির নেতা (খলিফা) নির্ধারণ করবে। এটাই সঠিক। গণতান্ত্রিক দেশে হারাম কাজকে জায়েজ বানানো হয় আইন পাস করার মাধ্যমে। ফলে পরকালে মানুষ বিপদে পড়বে।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুই জনের কেউই আর কোনদিন ক্ষমতায় আসতে পারবেনা।
১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমারও তাই মনে হয়। ভারত না নাচালে শেখ হাসিনা এতো নাচতে পারতো না এখন।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৮
কাছের-মানুষ বলেছেন: ইতিহাসে পলাতকদের পুনরায় ক্ষমতায় আসার নজির তেমন নেই!
তবে পদত্যাগপত্র হারানোর কারণে আমাদের মতো বিপদে পড়ার সম্ভাবনাও তেমন নেই!
১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করা যায় একজন ফ্যাসিস্টের হাত থেকে আমরা বাচলাম।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১১
জটিল ভাই বলেছেন:
এমন গুরুত্বপূর্ণ একটা পোস্ট পড়ে আমার হাসি পাচ্ছে কেনো?
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৬
নিমো বলেছেন: ব্লগে ইতোমধ্যেই আসাদকে নিয়ে কান্নাকাটি করে পোস্ট এসেছে। ভালো মত ঘি খাচ্ছেন না, মনে হয়।