নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বুঝে সমর্থনের দরকার নেই

িনরুপমা.কম

গঠনমূলক সমালোচনা করুন।

িনরুপমা.কম › বিস্তারিত পোস্টঃ

সাতদিনের নাম কিভাবে এলো

২৩ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৬



সাত দিনের নামের ইতিহাস সংক্ষিপ্তভাবে দেয়া হলো:



শনিবার(Saturday)ঃ প্রাচীন রোমান সাম্রাজ্যে স্যাটার্ন নামক একজন দেবতা ছিলেন। চাষাবাদের দেবতা স্যাটার্নকে খুশি করার জন্য তখন একটা দিনের নামকরন করা হয় স্যাটাডেইজ, যার অর্থ হলো স্যাটার্নের দিন। যা বর্তমানে স্যাটারডে নামে পরিচিত।



রোববার(Sunday)ঃ বহু বহু প্রাচীন কালে দক্ষিন ইউরোপের লোকেরা ধারনা করতো একজন দেবতা আকাশে আলোর বল আকঁতো। এই বলকে ল্যাটিন ভাষায় সসিল বলা হতো। এই সসিল অনুসারে একটি দিনের নামকরন করা হয় ডেইজ সসিল বা সূর্যের দিন। উত্তর ইউরোপের লোকেরা একে বলতো সান ডেইজ যা এখন সানডে।



সোমবার(Monday)ঃ দক্ষিন ইউরোপের লোকেরা প্রচীন কালে আকাশে রুপার বল দেখত । তারা তার নাম দিয়েছিল লুনা। লুনা থেকেই সাপ্তাহের একটি দিনের নাম হয়েছিল লুনা ডেইজ। অনেক পরে উত্তর ইউরোপের লোকেরা এই দিনটিকেই মোনানডেজ বলতো। আস্তে আস্তে পরিবর্তীত হয়ে বর্তমানে তা মানডে।



মঙ্গলবার(Tuesday)ঃ প্রাচীন ইউরোপের লোকেরা বিশ্বাস করতো টিউ নামক দেবতা যুদ্ধক্ষেত্রে যোদ্ধাকে সাহায্য করতেন এবং যুদ্ধক্ষেত্রে যারা মারা যেত দেবতা তাদেরকে টিউ পর্বত থেকে নেমে এসে মহিলা কর্মীর সাহায্যে বিশ্রামের জন্য সুন্দর একটা জায়গায় নিয়ে যেত। লোকেরা একে বলতো টুইস ডেইজ। তাই এখন টুয়েসডে।



বুধবার(Wednesday)ঃ উত্তর ইউরোপের লোকেরা বিশ্বাস করত সবচেয়ে শক্তিশালী দেবতা উডেন জ্ঞানান্বেষনের জন্য সর্বত্র ঘুরে বেড়াতেন। এজন্য তাকে একটি চোখও হারাতে হয়েছিল । তাই তিনি চোখের এই অবস্হা ঢেকে রাখার জন্য লম্বা টুপি পরতেন। দুটো কালো পাখি দিনে দেবতা উডেনের কাধেঁ বসা থাকত আর রাতের বেলা পৃথিবীতে চলে যেত এবং সকালে ফিরে এসে রাতে দেখা সব ঘটনাবলী বর্ননা করত। এভাবেই উডেন পৃথিবীর সব ঘটনা জানতেন। তখন লোকেরা দেবতা উডেনের নামানুসারে সাপ্তাহের একটি দিনের নাম রাখেন ওয়েডনেইসডে যা এখন ওয়েডনেসডে।



বৃহস্পতিবার(Thursday)ঃ প্রাচীন ইউরোপিয়ানরা বিশ্বাস করত দেবতা থর ছিলেন বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর দেবতা। তিনি ছাগল দ্বারা চালিত গাড়িতে থাকতেন আর সেই গাড়ির চাকার শব্দই হলো বজ্রপাত। তিনি রেগে গেলে আকাশে বড় একটি হাতুরি ছুরে মারতেন। দেবতা থরের প্রতি সন্মান জানিয়ে একটি দিনের নাম রাখা হয়েছিল থরসডেইজ। বর্তমানে এই দিনটিই থার্সডে নামে প্রচলিত।



শুক্রবার(Friday)ঃ প্রাচীন যুগে শক্তিশালী দেবতা ও ডিনের স্ত্রী দেবী ফ্রিগ ছিলেন খুব সুন্দরী, নম্র ও ভদ্র। তিনি ছিলেন ভালবাসার দেবী। তিনি প্রকৃতির উপরও কতৃত্ব করতেন। দেবী ফ্রিগের নাম অনুসারে একটি দিনের নামকরন করা হয় ফ্রিগডেইজ।পরবর্তীতে ফ্রিগডেইজ থেকেই হয় ফ্রাইডে।





সংগ্রহঃ যুগান্তর (২৯.০৫.০৫)

মন্তব্য ১৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৯

রাজনীতি বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।

২৩ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

িনরুপমা.কম বলেছেন: জেনে খুশি হলাম, ধন্যবাদ।

২| ২৩ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

নীল চাঁেদায়া বলেছেন: ভালো হয়েছে

২৩ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

িনরুপমা.কম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২৩ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

কালপুরুষ বলেছেন: ভাল তথ্য।

২৩ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

িনরুপমা.কম বলেছেন: ধন্যবাদ।

৪| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৩০

নিসর্গ পথিক বলেছেন: আগে পড়ছিলাম..কিন্তু ভুলে গেছিলাম...আবার জানলাম...ধন্যবাদ...

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫১

িনরুপমা.কম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২২ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

অবিরাম বলেছেন: অবশ্যই ভাল তথ্য।

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১১

িনরুপমা.কম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫০

অন্ধ দাঁড়কাক বলেছেন: বাংলা নামগুলা কিভাবে আসছে?

১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩১

িনরুপমা.কম বলেছেন: আমি জানি না

৭| ২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:০১

শিহাদ বলেছেন: ভাল লাগলো" :) সরাসরি প্রিয়তে।

১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩৯

িনরুপমা.কম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.