নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্নের ফেরিওয়ালা, স্বপ্ন বেঁচে খাই

সাদাকালো সাহেদ

আমি স্বপ্নের ফেরিওয়ালা, স্বপ্ন বেঁচে খাই

সাদাকালো সাহেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রথম অনলাইন ট্রাভেল এজেন্ট

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৫



রেজা সাহেব প্রতিদিনের মতই সারাদিনের ব্যস্ততা সেড়ে রাত আটটায় বাসায় ফিরলেন। পরিবারসহ তিনি চট্টগ্রামে থাকেন। তার মা থাকেন ঢাকায় ছোট ভাইয়ের সাথে। খাওয়া-দাওয়া সেড়ে ঘুমিয়ে পড়লেন তিনি। রাত তিনটায় হঠাৎ ঢাকা থেকে তার ছোটভাই ফোন করে জানালেন মা খুব অসুস্থ। রেজা সাহেব খুব দুঃচিন্তায় পরে গেলেন। ঠিক করলেন কাল দুপুরের মধ্যেই ঢাকায় যাবেন। কিন্তু বাসে যাবেন না তিনি। চিন্তা করতে লাগলেন প্লেনের টিকেট এতো রাতে কোথায় পাবেন! হঠাৎ তার মনে পরলো ফেসবুকে “এমি” নামের একটি অনলাইন ট্রাভেল এজেন্টের বিজ্ঞাপন দেখেছিলেন। দেরি না করেই এমির ওয়েবসাইটে গিয়ে খুঁজে দেখলেন সকাল ৭টার একটি ফ্লাইট আছে। সাথে সাথে উনি তার ক্রেডিট কার্ড দিয়ে টিকেট ইস্যু করে ফেললেন।

ভোরে ঘুম থেকে উঠেই এয়ারপোর্ট চলে গেলেন। ঢাকায় ছোট ভাইয়ের বাসায় পৌঁছে দেখলেন মা সম্পূর্ণ সুস্থ। তাকে দেখে হাসছে। কিছুই বুঝে উঠতে পারলেন না তিনি। মা তাকে কাছে ডেকে বললেন, বাবা তুই তো খুব ব্যস্ত মানুষ। মাকে দেখার একটু টাইম হয়না তোর। গতকাল তোকে দেখতে খুব ইচ্ছে হল। তাই তোর ভাইকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। রেজা সাহেব আবেগে আপ্লূত হয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন।

এই ছিল রেজা সাহেবের গল্প। রেজা সাহেবের মতই ব্যস্ত মানুষদের জন্য “এমি” নিয়ে এসেছে অনলাইন টিকেটিং সেবা। ২০১৬ সালে যাত্রা শুরু হয় এমির, যেটি বাংলাদেশের প্রথম অনলাইন ট্রাভেল এজেন্ট। বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশের এয়ারলাইন্সের টিকেট পাবেন এমিতে। ইন্সট্যান্ট টিকেটসহ এমিতে আছে ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট সুবিধা। ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা রকেট দিয়ে সহজেই যেকোন স্থান থেকে যেকোন সময় এয়ার টিকেট করতে পারবেন আপনি এমি দিয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩৪

মা.হাসান বলেছেন: এখন পর্যন্ত কোন অনলাইন টিকেট বুকিং সাইট ব্যবহার করিনি যেখানে সার্চ করতে গেলে আগে একাউন্ট খুলে লগ ইন করতে হয়। আমার স্কাইস্ক্যানার বা গো আইবিবো অনেক ভালো।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৩

সাদাকালো সাহেদ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ব্যবসায়িক স্বার্থে হয়তো তারা এমনটা করেছেন। কিন্তু ভেবে দেখুন, এটি সম্পূর্ণ বাংলাদেশের ডেভেলপারদের দ্বারা তৈরী বিশ্বমানের অনলাইন ট্রাভেল এজেন্ট। ধীরে ধীরে আরো অনেক সুবিধা হয়তো তারা এড করতে পারেন। তবে নিজের দেশের বানানো সেবা নিতে আমার বা আপনার আপত্তি থাকার কথা নয়। একটু অসুবিধা হলেও নিজের দেশের বানানো পোর্টাল আমাদের ব্যবহার করা উচিৎ। আপনি বরং অন্য দেশের পোর্টালের সাথে এমির কি কি পার্থক্য আছে সেটি তুলে ধরতে পারেন। এতে করে তারা এই পোর্টাল আরো ইউজার ফ্রেন্ডলি করে তুলতে পারবেন।

২| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: আচ্ছা।

৩| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.