![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুর বড় সম্পদ হলেন প্রবাসী ব্লগাররা। তারা সবসময়ই বিদেশে পড়াশুনার ব্যপারে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছেন। আমরা তাঁদের কাছে এজন্য কৃতজ্ঞ। তারা প্রবাস জীবনের এত ব্যস্ততার মধ্যে কিভাবে এত সময় পান জানিনা, কিন্তু এটা জানি যে এসব তথ্য অনেক সময় পয়সা খরচ করেও পাওয়া যায়না।
তবে সবাই বিদেশ যেতে চায়না। অনেকের যাওয়ার সামর্থ নেই, অনেকের ইচ্ছা নেই। আমাদের মধ্যে অনেকেই দেশে চাকরি করেই জীবন কাটাবেন। তাদের জন্য বেশি দরকার চাকরির তথ্য।
সরকারি চাকরির তথ্য পেপার পত্রিকার কল্যাণে মোটামুটি সহজলভ্য। তাদের সিলেকশন প্রসেসটাও সাধাসিধা। সরকারি চাকুরির অনেক গাইডবই আছে, কোচিং আছে।
সমস্যা হলো বেসরকারি চাকুরি পাওয়ার কোনো গাইডলাইন নাই। সামুর ব্লগাররা যারা বিভিন্ন বেসরকারি/মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করেন, তারা আমাদেরকে গাইডলাইন দিতে পারেন এ ব্যপারে। কিছু পয়েন্ট আমি উল্লেখ করতে পারি।
১। ইংরেজি অথবা অন্য ভাষা জানার প্রয়োজনীয়তা।
২। লিংক-রেফারেন্সের গুরুত্ব।
৩। একাডেমিক রেজাল্টের গুরুত্ব।
৪। চাকুরির সুবিধা+অসুবিধা।
৫। সরকারি চাকুরির সাথে মিল/পার্থক্য।
৬। রিক্রুটমেন্ট প্রসেস।
৭। আরো যা যা লাগে।
যেখানে বেসরকারি ইউনিভার্সিটির পর্যন্ত ভর্তি গাইড আছে, সেখানে বেসরকারি চাকুরির জন্য কিছু নাই অথচ আমাদের বড় একটা অংশের গতি সেখানেই হবে। তাই আসুন যে যা জানি শেয়ার করি।
কেউ যদি এরকম কোন পোষ্টের ব্যপারে জানেন তাহলে দয়া করে কমেন্টে লিন্ক দিয়ে দিবেন।
সবাইকে ধন্যবাদ।
২| ১৫ ই মে, ২০১২ দুপুর ২:০০
আজমান আন্দালিব বলেছেন: বেসরকারি চাকুরিতে কানেকশন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়। আর অনেক প্রতিষ্ঠান সিভি জমা রাখে। প্রয়োজন হলে পরে ডাকে। চেষ্টা করে দেখতে পারেন।
৩| ১৫ ই মে, ২০১২ দুপুর ২:০৫
অর্ফিয়াস বলেছেন: আজমান আন্দালিব ভাই ঠিক কথা বলেছেন। যারা ভালো পদে চাকরী করেন তাদের সাথে যোগাযোগ রাখুন। তাদের আপনার যোগ্যতার বিষয়টি জানিয়ে রাখুন আর আপনার মোবাইল নম্বরটি দিয়ে রাখুন যাতে প্রয়োজন হলেই ডাকতে পারেন। আমি অফিসের জরুরী প্রয়োজন মেতাতে এমন ২ জনকে নিয়েছি মাত্র ১ দিনের নোটিশে।
তারা আগেই আমার কাছে সিভি জমা দিয়ে রেখেছিলো। যখনই আমার অফিসে প্রয়োজন হয়, আমি তাদের ডেকে বসের সাথে বসিয়ে দেই এবং সুপালিশ করি।
৪| ১৫ ই মে, ২০১২ দুপুর ২:৪৯
আহসান২০২০ বলেছেন: আমি দেশে জব করতে চাই। কেউ কি আমার জন্য সুপারিশ করবেন? আমি খুব ভালা পোলা। ইভ টিজিং করি না (বউ আছে
, সিগারেট টানি না, কারও কথা লাগাই না, জোরে কথা বলি না, নাক ডেকে ঘুমাই না, থানায় যাই না, ইত্যাদি অসংখ্য গুনের অধিকারী আমি।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১২ দুপুর ১:৩০
সংবাদিকা বলেছেন: যদি খুব নামকরা বিশ্ববিদ্যালয়ের ভেলেডিক্টোরিয়ান হউন তবে ইউনি থেকেই রিক্রুটমেন্ট......
ইউনিতে রিক্রুটেড না হতে পারলে লিংক-রেফারেন্সের গুরুত্ব সর্বাধিক........ এটা ছাড়া গতি নাই এবং রেজাল্ট আসলেই সে ক্ষেত্রে ফ্যাক্টর না...... লোয়ার কা্ট আফ GPA 3 অথবা GPA 2.5....