![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেবেকা বারনার্ডোর মা হৃদরোগে আক্রাšত্ম হয়ে ঘরে পড়ে আছে। তার আর কেউ নেই। কোনো কাজও পাচ্ছে না। হাইস্কুলে পড়া এ মেয়েটি তাই ইউটিউবে সতীত্ব বিক্রির প্র¯ত্মাব দিয়েছে। নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে এ ঘোষণা দেয়ার পর এখন পর্যšত্ম সর্বোচ্চ দর উঠেছে ৩৫ হাজার মার্কিন ডলার। সিএনএন
এ প্র¯ত্মাব দেয়ার পর রেবেকা বারনার্ডো যখন তার মরিচা পড়া লাল সাইকেল চেপে রা¯ত্মা দিয়ে যায় তখন তাকে দেখে অনেকে মুখ চেপে হাসে। গোলাপি রঙ স্লিভলেস টপ পড়ে রেবেকা ইউটিউবে তার প্রোফাইল দিয়ে বলেছে, ‘ হাই মাই নেম ইজ রেবেকা, আই এ্যাম হেয়ার টু অকশান অফ মাই ভার্জিনিটি’।
সিএনএন’ রেবেকা জানায়, কোনো কাজ না পেয়ে তার মা’কে বাঁচাতে এ ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছে সে। সে কিছুদিন আগে শুনেছে, ব্রাজিলের আরেক মহিলা ক্যাথরিনা মিগলিওরিনি তার সতীত্ব নিলামে তুলে ৭ লাখ ৮০ হাজার ডলার অফার পেয়েছিলেন। তবে এখনো বিষয়টি চূড়াšত্ম ফয়সালা হয়নি। যদিও ক্যাথরিনা যে ওয়েবসাইটে তার সতীত্ব নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন তার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ উঠেছে। তবে ক্যাথরিনা একাধিক প্রতিষ্ঠান থেকে মডেল হবার অফার পেয়েছে। যাদের মধ্যে প্লেবয় ব্রাজিল সংস্করণ অন্যতম।
রেবেকা জানায়, যখন আমার বয়স ১৮ পূর্ণ হল তখন আমি এমন সিদ্ধাšেত্ম পৌঁছেছি। একটি শোয়ার ঘর আছে এমন ছোট একটি বাড়িতে সে তার মা হৃদরোগে আক্রাšত্ম হয়ে বিছানায় পড়ে আছে। তাকে খাওয়াবার, দেখভাল করার এমনকি ধরে বাথরুমে নিয়ে যাওয়ার কেউ নেই। কাজের খোঁজ ছাড়াও কসমেটিকস বিক্রি কওে, কখনো ওয়েট্রেসের কাজ করলেও হাইস্কুল পাস না করায় সামান্য পয়সা নিয়ে তাকে সšত্মষ্ট থাকতে হয়।
সারাদিন কাজ করে রেবেকা ৭৫ ডলার পায়। যা খরচ করলে একজন হয়ত তার মা’কে দেখভাল করতে পারে। কিন্তু খাওয়া পড়ার খরচ কে দেবে। তার মা’কে বাসি স্প্যাগেটি খাওয়ানোর সময় রেবেকা বলেন, জীবনে কখনো কখনো চূড়াšত্ম সময় আসে যখন সিদ্ধাšত্ম নিতে হয় তুমি কি করবে সে নিয়ে। কখনো কঠিন সিদ্ধাšত্ম নিতে হয়। এক মাস আগে তাকে সতীত্ব নিলামে তুলতে তার বন্ধুর ইউটিউব এ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। যা প্রথম দিনেই হিট করে ৩ হাজার জন।
এদিকে ব্রাজিলের একটি টেলিভিশন রেবেকাকে তার মায়ের চিকিৎসা খরচ দেয়ার প্র¯ত্মাব দিয়ে তার সতীত্ব নিলামে তোলার বিষয়টি প্রত্যাহারের আহবান জানায়। এতে রেবেকা রাজি হলেও পরে টেলিভিশনটির পক্ষ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। রেবেকার পক্ষেও নতুন করে জীবন শুরু করা সম্ভব হয়নি। তবে রেবেকার এধরনের নিলাম প্র¯ত্মাব নিয়ে এখনো কোনো মিডিয়া সাড়া দেয়নি।
তবে রেবেকোর এ ধরনের নিলাম প্র¯ত্মাব নিয়ে সারা ব্রাজিলে হৈ চৈ শুরু হয়েছে। এমনিতে দেশটিতে পতিতাবৃত্তি বৈধ। তবে রেবেকার এক প্রতিবেশী জানান, ওর কারো কাছে যাওয়ার জায়গা নেই, কেউ তাকে সাহায্য করছে না, তাই নিজেকে নিলামে তোলা ছাড়া আর কী করার আছে। আরেক প্রতিবেশী বলেন, রা¯ত্মাঘাটে অনেকেই তাকে লক্ষ্য করে পয়সা ছুড়ে মারছে। যা বিব্রতকর। তবে প্রতিবেশীরা রেবেকাকে বেশ ভালভাবেই দেখে। রেবেকার একটি বোন ছিল, তাও মারা গেছে। আর সে তারা বাবাকে কখনো দেখেনি।
রেবেকার আরেক প্রতিবেশী বলেন, প্রত্যেকেরই অধিকার আছে তার নিজের শরীর নিয়ে সিদ্ধাšত্ম নেয়ার। তার যদি কোনো উপায় না থাকে তাহলে কীইবা করার আছে।
তবে রেবেকার মা চান না সে নিলামে উঠুক। তার মতে এটা অন্যায়, তার কাজ খোঁজা দরকার। পতিতাবৃত্তি বেছে নিলে রেবেকার সর্বনাশ হয়ে যাবে বলেই তার মা মনে করে। শেষ পর্যšত্ম রেবেকা কি করবে ভেবে পাচ্ছে না। চোখে তার পানি এসে যায়। তারপরও রেবেকা বলে, ‘সত্যিই আমি প্রস্তুত নই’।
লিঙ্ক এখানে
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
নেক্সাস বলেছেন: ..
হে দারিদ্র তুমি মোরে
করিয়াছে ব্যার্থ অসহায়
তুমি মোরে দিয়েছো গ্লানিময় জীবন
অপমান অবহেলায়
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
মদন বলেছেন:
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
আবহমান বাংলা বলেছেন: আগেকার দিনে নারীরা নিজেদের অমূল্য সতীত্ব বাঁচাতে মহামুল্য জীবন দিয়ে দিত, কিন্তু ইজ্জত অন্যের হাতে তুলে দিতনা। ঘর কলিকাল তাই এখন জীবন চালাতে হলে সতীত্বকে নিলামে তুলতে হয়। মেয়েটির বাবার কি আদৌ কোন পরিচয় আছে? ধরে নিলাম সে জারজ, তাই প্রিয়জনের ভালবাসা থেকে আজীবন বঞ্চিত থাকতে হয়েছে।
দুনিয়া একটি যুদ্ধক্ষেত্র। এ যুদ্ধে কেউ টিকে থাকে কেউবা থাকেনা। কিন্তু সবাইকেই যুদ্ধ চালিয়ে যেতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। মেয়েটির জন্য শুভকামনা রইল। আশা করি কোন বিত্তবান সহৃদয় তার যুদ্ধে সহযোদ্ধার ভুমিকায় অবতীর্ণ হবেন।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
খাটাস বলেছেন: অন্নের খোঁজে নিজে পণ্য। মর্ম স্পর্শী সত্য।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
আব্দুর রহ্মান বলেছেন: খাটাস বলেছেন: অন্নের খোঁজে নিজে পণ্য। মর্ম স্পর্শী সত্য।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
ভুদাই আমি বলেছেন: ক্রেতা হিসাবে নয়, মানবিক মানসিকতার পরিচয় দিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
রিওমারে বলেছেন: পৃথিবীতে লক্ষ কোটি নারী পতিতা বৃত্তি করে জীবন বাচাচ্ছে যার কোণ বিজ্ঞাপন নাই। রেবেকা বিজ্ঞাপন দিয়েছে তাই এত সহানুভুতি । আসুন সব পতিতাদের জন্য সহমর্মিতা জানাই। আর যেন কার ও মাবোনমেয়ে র এই পথে পা বাড়াতে না হয়।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
সোনালীমাঠ বলেছেন: শুধু এই দেশে নয় তথাকথিত সভ্য দেশেও পেটের দায়ে এমন হয় !!!
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: হায় মানব সভ্যতা। ধিক্কার নিজেদেরকে।