নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ছায়ামানুষ

একজন ছায়ামানুষ › বিস্তারিত পোস্টঃ

আমি LP GAS বিজনেস করতে চাই। কয়েকটি প্রশ্নের উত্তর চাই। যদি কারো অভিজ্ঞতা থাকে প্লিজ শেয়ার করুন।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

আমি একটা LP GASএর একটা দোকান দিতে চাচ্ছি । আমি গ্যাস ছাড়া চুলা বা অন্যান্য জিনিশ ও রাখবো। হোম সার্ভিস দিবো। তার জন্য কয়েকটি বিষয় জানতে চাচ্ছি।



. যারা ডিলার আছেন তাদের কাছে কি পুরো টাকা দিয়েই গাস+বতল আনতে হবে?

. ওরা কি আমাকে আমার দোকানে এসে গ্যাস দিয়ে যাবে?

. আমি যদি কোনওদিন দোকান ছেড়ে দেই তখন খালি বোতল বা অবিক্রিত বোতল কি ফেরত নিবে? যদি নেয় তাহলে কি টাকা কেটে নিবে?

. এই ব্যাবসার লাভ কেমন হয়?

. কোনও রিস্ক আছে? সামনে যদি সরকার গ্যাস লাইন ওপেন করে দেয় তাহলে কি হতে পারে?

. প্রথম ইনভেস্ত কত হলে ভালো হয়?

. সর্বোপরি ব্যবসা টা কি করবো?



ভাই আপনাদের সাজেশন আর মন্তব্য চাই। এছাড়া যদি কারো কোনও অভিজ্ঞতা থাকে প্লিজ শেয়ার করবেন।



ধন্যবাদ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

শামীম হাদী বলেছেন: মেইল করুন: [email protected]

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

মরণের আগে বলেছেন: ভাল ব্যবসা করতে পারেন লস এর সম্ভবনা খুব কম বা নাই বললেই চলে , আপনি আজকে যে বোতল কিনবেন অবশ্যই যখন ব্যবসা ছেরে দিবেন দাম বেশিপাবেন , তবে আগে দেখে নেন আপনার এলাকাতে চাহিদা কিরকম আর দকান কয়েটা আছে !

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

একজন ছায়ামানুষ বলেছেন: হা আমি এসব দেখসি।। যেখানে দিতে চাচ্ছি সেখানে এই দোকানের পরিমান কম

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

টেকনিসিয়ান বলেছেন: দাম সবসময় উঠা-নামা করে বেশীর ভাগই উঠে (এদেশের সিন্ডিকেট যে নিয়ম) সামনে ভাল ব্যবসা হবে কারণ সরকার সিলিন্ডার গ্যাসের আরো ৫টি লাইসেন্স বিতরণ করেছে আওয়ামী ব্যবসায়ীদের, তারা সহ বসুন্ধরা লিঃ মিলে গৃহস্থলীতে গ্যাস বিতরণ বন্ধ করার চেষ্ঠা চলছে এবং তারাই মিডিয়া দিয়ে (আজকের পত্রিকায়ও এ ব্যাপারে লিখছে সাঙ্গু গ্যাস শেষ পর্যায়ে) এরকম কৃত্তিম গ্যাস সংকটের সৃষ্টি করে বোতল জাত গ্যাসই সারা বাংলাদেশে বিক্রির চেষ্ঠা চলছে।

* পূবেই বলেছি লাভ + +
* বোতলে গ্যাস চুরি ১২ কেজির মধ্যে ১২ কেজি থাকে না। লাভ ++++
* আরো বিস্তারিত জানার জন্য পেট্রোবাংলার অফিসে যোগাযোগ করুন।
*

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

একজন ছায়ামানুষ বলেছেন: আরো বিস্তারিত জানার জন্য পেট্রোবাংলার অফিসে যোগাযোগ করুন। ...মজা পাইলাম.........

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

টেকনিসিয়ান বলেছেন: লেখক বলেছেন: আরো বিস্তারিত জানার জন্য পেট্রোবাংলার অফিসে যোগাযোগ করুন। ...মজা পাইলাম.........

চট্টগ্রামে আমার বন্ধুও আপনার মত এজেন্ট/ডিলার এসব নিতে চায় তাই অন্য বন্ধু থেকে খোজ নিয়ে জানতে পারল এ বিষয়ে লাইসেন্স নিতে হলে পেট্রোবাংলায় যেতে হবে। আপনিও একটু ওয়েবে ঢুঁ মেরে দেখুন

http://www.petrobangla.org.bd

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

বিডি আইডল বলেছেন: দেশের গ্যাস সম্পদ যে পর্যায়ে আছে, বাসা-বাড়িতে পাইপলাইনে আর কেউ গ্যাস পাবে না। সেক্ষেত্রে এই ব্যবসা দিন দিন বাড়বে।

তবে আপনাকে আমি দুটো উপদেশ দেবো...মেনে চলবেন...কোনদিন ব্যবসায় লস করবেন নাঃ

১. কাস্টোমারকে ঠকাবেন না
২. কাস্টোমার সার্ভিসে কখনও কার্পণ্য করবেন না

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

একজন ছায়ামানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে সৎ ভাবেই ব‍্যবসা করতে চাই। দোয়া করবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.