নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ছায়ামানুষ

একজন ছায়ামানুষ › বিস্তারিত পোস্টঃ

সবাই শুধু সানি লিওন সানি লিওন কইরা চিল্লা চিল্লি করছে। কিন্তু প্রভা আমাদের সমাজকে কি দিয়েছে এবং কি দিয়ে যাচ্ছে? প্রভা আর সানি লিওন এর মধ্যে পার্থক্য কোথায়?

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯

কয়েকটা দিন ধরে খেয়াল করছি যে, ব্লগে অনেকেই সানি লিওন ড্রেস নিয়ে গলা ফাটাচ্ছে এই বলে যে, এতে আমাদের সামাজিক, মানসিক অবস্থার অবনতি ঘটেছে। কিন্তু একটা জিনিস সবার চোখ এড়িয়ে যাচ্ছে যে, প্রভা কিন্তু নিজের অবস্থান শক্ত করে ফেলেছে।। পেপারে ওর নিউজ রেগুলার ই পাওয়া যায়। টিভিতেও তাকে রেগুলার দেখা যায়। সে বিরদরপে ঘুরে বেরাচ্ছে। নাটক করে বেরাচ্ছে। যেখানে অন্য কারো ভিডিও বাজারে ছরিয়ে পরলে ভিক্তিম নিজেকে লুকিয়ে ফেলে সেখানে প্রভা বিরদরপে নাটক বেরাচ্ছে। সে আমাদের সমাজ কে কি শিক্ষা দিয়ে যাচ্ছে। এখনও প্রভা সার্চ দিলে তার ক্লিপ গুলি শো করে। প্রভা কে যখনি দেখি তখনি তার আর রাজিবের দৃশ্য গুলি চোখে ভেসে উঠে। তাই সাথে সাথে চ্যানেল চেঞ্জ করে দেই। কিন্তু ওর যারা সহকর্মী ওকে দেখলে তাদের কি সেই ভিডিওর কথা মনে পরেনা? আমার মনে হয় দুই একটা বিষয় ছাড়া সানি লিওন আর প্রভার মধ্যে তেমন পার্থক্য নাই। পার্থক্য শুধু এটাই যে সানি লিওন টাকা এবং বিভিন্ন মানুষের সাথে তার ভিডিও গুলি শুট করেছে। আর বাকি সব ক্ষেত্রেই সানি লিওন আর প্রভা সমান। অনেকে হয়তো আমার কথায় বিরক্ত হবেন। আমি হয়তো কথা গুলি গুছিয়ে বলতে পারি নাই। সে জন্য দুঃখিত।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৬

তারেক বলেছেন: এজন্যই আমাদের সবা্ইকে পর্দা করতে হবে।আখেরাতের ভয় যদি আমার দিলে থাকে তাহলে আমার পক্ষে কোন নগ্ন ছবি দেখা সম্ভব হবে না,আর কোন মেয়ের দিলে যদি আল্লাহ ও আখেরাতের ভয় থাকে তার পক্ষে অশ্লীল কাজ করা সম্ভব হবে না।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: প্রভা এই জাতি ও সমাজকে যা দিয়েছে, এরপরও তার নাম বাদ দিয়ে সানি লিওনের নামে ড্রেস বানানো উচিৎ হয়নাই।

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

একজন ছায়ামানুষ বলেছেন: সহমত। প্রভা ড্রেস হলেই বেশি ভালো হত। দেশী পণ্য কিনে হন ধন্য।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৩

সুজন পাল বলেছেন: প্রভা ড্রেস :-B

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

খাটাস বলেছেন: অহে ভায়া আপনি মার্কেটিং নিয়া কাজ করেন। পুভা ড্রেস। =p~ =p~ মজা পেলাম।


( অফ তপিকঃ একজন অপরাধীর পুরান অপরাধ নিয়ে খোঁচাখোঁচি করলে সে কখনই ভাল হবে না, সঠিক পথে ফিরবে না। তবে কেও বারবার অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কথা বলা উচিত)

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:১৮

ভীতু সিংহ বলেছেন: এখনও প্রভা সার্চ দিলে তার ক্লিপ গুলি শো করে। প্রভা কে যখনি দেখি তখনি তার আর রাজিবের দৃশ্য গুলি চোখে ভেসে উঠে। তাই সাথে সাথে চ্যানেল চেঞ্জ করে দেই।

মাশাল্লাহ !!!! এই না হলে বাঙ্গালী X( X( X( দেখবেন আবার গালিও দিবেন। একটা বিষয় মনে রাখবেন, আমরা দেখি বলেই তারা দেখায়, আমরা কিনি বলেই তারা বিক্রি করে।

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৭

পাস্ট পারফেক্ট বলেছেন: প্রভা একজনের আক্রোশের স্বীকার। আর সানি লিওন হইতাছে দেহ বিক্রি কইরা খায়। ২ জনে সমান হয় কোন দিক দিয়া। কিছু হইলেই প্রভারে টাইনা আনার বদ নিয়ত আর আপনাগো গেল না????
ব্যক্তি প্রভা একজন অভিনেত্রি মাত্র। সে কামুক হইতারে, যা খুশি তাই হইতে পারে, তার সমাজের প্রতি দায় নাইবা থাকলো, সমাজ উচ্ছন্নে গেলে তার কিছু যায় আস্তে নাই বা পারে, তাই বইলা আপনে যত দোষ নন্দ ঘোষ এ বিশ্বাসি হইয়া তারে হেনস্তা করতে পারেন না।

৭| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১

খালিদ ফারহান বলেছেন: lol. এখনো প্রভাকে নিয়ে সার্চ দিলে ...। আর আপনারাই সমাজ নিয়ে কথা বলেন আবার। ছাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.