নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ছায়ামানুষ

একজন ছায়ামানুষ › বিস্তারিত পোস্টঃ

ভাইয়েরা আমাকে একটু হেল্প করেন। বাংলাদেশ থেকে ইংল্যান্ড এ প্রোডাক্ট পাঠাবো। কিন্তু কি পাঠাবো একটু সাজেশন দেন।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

ভাই আমার একটা বড় ভাই আছে ইংল্যান্ড এ। আমরা দুইজন মিলে ইংল্যান্ড এ কিছু প্রোডাক্ট সাপ্লাই দিতে চাই।। আমি বাংলাদেশ টা দেখব আর বড় ভাই দেখবে ইংল্যান্ড এ। তো কি প্রোডাক্ট বা কোন ধরনের প্রোডাক্ট পাঠাবো সেটা ঠিক করতে পারছিনা। তাই আপনাদের হেল্প চাচ্ছি। একটু সাজেশন দেন। ধন্যবাদ

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯

চাঁন মিঞা সরদার বলেছেন:
অসংখ্য প্রডাক্ট আছে। যেমন শুটকি মাছ, গেঞ্জি, টাওয়াল,জুতা-মুজা,শার্ট-প্যান্ট, ড্রাইফুড, নোনা ইলিশ, শো-পিস, হস্ত-শিল্পের সামগ্রী,বুটিক্স, আতর, কাকড়া, কম্পিউটার সফটোয়্যার, ওইখান থেকে প্রিন্টিং এর কাজও আনতে পারেন। বাংলাদেশ থেকে প্রিন্ট করে দিলে অনেক কম প্রাইসে করে দিতে পারবেন। এছাড়া ডকুমেন্ট রাইটিং,স্কানিং বা লাইব্রেরী ডিজিটাল বা অনলাইন করার কাজও আনতে পারেন।

২| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩

জহির উদদীন বলেছেন: প্রোডাক্ট সাপ্লাই ও কি প্রোডাক্ট বা কোন ধরনের প্রোডাক্ট পাঠাবো সেটা ঠিক করতে পারছিনা।
অথচ আপনি আর বড় ভাই মিলে ব্যবসা করবেন, লাভ খাইবেন
আর পুরা বুদ্ধি দিবো ব্লগাররা ফ্রি.....
ভাল তো ভাল না.......

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮

শাখাঙয়াত বলেছেন: usually u can send Benson cigarette. coz 1 packet sold nearly 650 bdt at London

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫

নেক্সাস বলেছেন: এটা কেমন কথা অন্যে আপানকে আইডিয়া দিবে?

কি পন্য পাঠাবেন তা ঠিক করবে ইংল্যেন্ডের বাজার। আর সে বাজার বিশ্লেষন করবে আমার ভাই। যেহেতু তিনি সেখানে আছেন। তারপর বাণিজ্যের প্রশ্ন।

৫| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০

মদন বলেছেন: https://www.facebook.com/groups/uddokta/

৬| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১

রায়হান চৌঃ বলেছেন: ভাই......
আপনার আপত্তি না থাকলে খালেদা আর হাছিনা কে পাঠাই দেন.......!!

৭| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬

ডুয়েট বলেছেন: মাটির গহনা পাঠান।

৮| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

ভাইরাফাউনড বলেছেন: Please contact with me. I have some idea.
Cell: 01685118228

৯| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬

জামাল হোসেন (সেলিম) বলেছেন: বিপদে বা কোন সমস্যায় পরলেই লোকেরা কারো কাছে সাহায্য চায়। তবে যে রিপ্লাই গুলো দেখলাম! ওয়াও! :-*

১০| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

আবাব বলেছেন: এটা প্রায় সবাই করে। চেষ্টা করেন উল্টা, ১ম শ্রেনীর প্রয়োজনীয় কোন প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি। সব ভেজালের দেশে guaranteed ভালো পন্য যে কোন মূল্যে ক্রয় করার পাবলিক আছে। এছাড়া সেলবাজার, বিক্রয় ইত্যাদি তো আছেই।

১১| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

সৌভিক ঘোষাল বলেছেন: যা বাংলাদেশে বেশি এবং ব্র্যান্ডেড কিন্তু ইংলণ্ডে কম তা পাঠান, যেমন বোরখা, ফেজটুপি, সূতিবস্ত্র, ইলিশ মাছ, রসগোল্লা, বাসমতী চাল।
কি কি পাঠালেন তা আমাদের মমতাদিকে জানাবেন। উনি কোলকাতাকে লণ্ডন বানাবেন বলেছেন। তাই লন্ডনে যা যা গেল তা আমাদের কোলকাতাতেও আশা চাই।

১২| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

সৌভিক ঘোষাল বলেছেন: বলেছেন: যা বাংলাদেশে বেশি এবং ব্র্যান্ডেড কিন্তু ইংলণ্ডে কম তা পাঠান, যেমন বোরখা, ফেজটুপি, সূতিবস্ত্র, ইলিশ মাছ, রসগোল্লা, বাসমতী চাল।
কি কি পাঠালেন তা আমাদের মমতাদিকে জানাবেন। উনি কোলকাতাকে লণ্ডন বানাবেন বলেছেন। তাই লন্ডনে যা যা গেল তা আমাদের কোলকাতাতেও আসা চাই।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১

স্বপ্নসমুদ্র বলেছেন: গার্মেন্টস, নকশী কাঁথা, কাঁকড়া, পাটজাত দ্রব্য, মৌসুমী ফল, বেতের জিনিস। এগুলার ব্যপক ডিমান্ড। ট্রাই করে দেখেন।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

ভিটামিন সি বলেছেন: রায়হান চৌঃ বলেছেন: ভাই......
আপনার আপত্তি না থাকলে খালেদা আর হাছিনা কে পাঠাই দেন.......!!
ভাই এরশাদ রে পাডায়া দেন।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

এম আর ইকবাল বলেছেন: মানুষ পাঠানোর ব্যবসা মন্দ না । কি বলেন ।

মানে আদম ব্যবসা ।

মজা করলাম ।

আসলে যিনি ওখানে আছেন তিনি জানেন বাংলাদেশী কোন পণ্য ও খানে চলবে ।
না জানলে বাজার সার্ভে করতে বলুন ।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২

অলস_ছেলে বলেছেন: আপনার অবস্থা দেখে মনে হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে মাউন্ট এভারেষ্ট জয় করতে চাচ্ছেন :D ...

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: কি পাঠালেন জানাবেন। আর টাকা কতো লাগে তাও জানাবেন। :D

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩

কালো যাদু বলেছেন: গার্মেন্টস প্রোডাক্ট পাঠাতে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.