নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ছায়ামানুষ

একজন ছায়ামানুষ › বিস্তারিত পোস্টঃ

সাইকেল কেনার ব্যাপারে হেল্প চাই।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫

আমার মিরপুর থেকে ধানমণ্ডি অফিস করতে হয়। কিন্তু কিছুদিন ধরে যাওয়া আসা অনেক কষ্টকর হয়ে গেছে। বাস পাওয়া মুশকিল জ্যাম এইসব কারনে ডিসিশন নিলাম সাইকেল কিনব। কিন্তু বর্তমানে যেসব সাইকেল আছে সেগুলি সম্পর্কে আমার কোন ধারণা নাই। আমার একটা সমস্যা হল আমি প্রচুর ঘামি। যেসব সাইকেল চালাতে কম শক্তি খরচ হয় সেসব সাইকেল সম্পর্কে ধারণা দিবেন। তাই যাদের সাইকেলের ব্যাপারে অভিজ্ঞতা আছে তারা আমাকে এ ব্যাপারে সাজেশন দিয়ে হেল্প করেন। আমার বাজেট কম ১০০০০ এর মধ্যে।

বিঃদ্রঃ আমার পায়ে ভেরিকস ভেইন্স আছে। সাইকেল চালালে কি আমি আমার এই সমস্যার কোন উপকার পাব?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪

গেরিলা রুমি বলেছেন: বেটার হয় আপনি যদি কোন সাইকেল দোকানদার অথবা এখানেই ডট কমের মতো কোন সাইটে ঢুঁ মারেন। আর বিঃ দ্রঃ এর ব্যাপারে কোন চিকিৎসকের সাহায্যা নিন।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৪

একজন ছায়ামানুষ বলেছেন: কমেন্টস এর জন্য ধন্যবাদ। আমি অভিজ্ঞদের সাজেশন চাচ্ছি।

২| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাই সাইকেল ক্রয়ের পূর্বে এখানে ঢু মারতে ভুলবেন না

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২

একজন ছায়ামানুষ বলেছেন: ধন্যবাদ। ওয়েবসাইটটা আমি আগে দেখেছি। আমি এক্সপার্ট দের সাজেশন চাচ্ছি।

৩| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আমার ছেলের জন্য ছোট সাইকেল কিনতে গিয়ে তাজ্জব হয়ে গেছি ।
একই মাল চায়নারটা ৩২০০ আর দেশীটা ৬ হাজার টাকা ।

দেশীটা দেখার পর চায়নারটাকে খেলনা মনে হয় ।

নেট ঘেঁটে দেখলাম , বাংলাদেশ বিশ্বের ৫ম শীর্ষ সাইকেল রপ্তানি কারক দেশ ।
পিচ ১০০ থেকে শুরু করে ১৫০০ ডলার মূল্যের পর্যন্ত সাইকেল রপ্তানি করে বাংলাদেশ ।
চায়না ফায়নার দিকে ভুলেও নজর দিবেন না , দেশিটাই কিনুন । গিয়ার সংযুক্ত সাইকেল কিনলে , একই পরিশ্রমে স্পীড বাড়াতে কমাতে পারবেন ।
আপনার সাইকেল কেনার সিদ্ধান্তকে স্বাগত জানাই ।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৪

একজন ছায়ামানুষ বলেছেন: কমেন্টস এর জন্য ধন্যবাদ।

৪| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: বংশাল চলে যান। বংশাল হচ্ছে সবচেয়ে উত্তম স্থান। তবে একটু সতর্ক থাকতে হবে কারণ সেখানকার বিক্রেতারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির। সাথে একজন বিশেষজ্ঞ নিয়ে যেতে পারেন। আশেপাশেই পেয়ে যাবেন। আজকাল ঢাকায় সাইকেল বিশেষজ্ঞের অভাব নেই।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫

একজন ছায়ামানুষ বলেছেন: কমেন্টস এর জন্য ধন্যবাদ।

৫| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩

নাবিক সিনবাদ বলেছেন: ♥ দেখে শুনে কিনে ফেলুন একটা সাইকেল, আপনার জন্য শুম কামনা। ♥

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫

একজন ছায়ামানুষ বলেছেন: কমেন্টস এর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.