নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোর সাথেই শুধু বন্ধুত্ব ...

অদ্ভুত_আমি

অদ্ভুত_আমি › বিস্তারিত পোস্টঃ

মিশন গ্লাস পেইন্টিংস ... .. .

০৩ রা মে, ২০১৩ সকাল ৮:৩৪


উৎসর্গঃ শায়মা আপু

শায়মা আপুর !!!রঙ যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে!!! এই পোস্টটি পড়ার পর থেকেই মাথার মধ্যে শুধু গ্লাস পেইন্টিং ঘুরপাক করছিলো । কিন্তু সময়ের অভাবে গ্লাস পেইন্টিং করার সুযোগ হয়ে উঠছিলো না । অতপর গত শুক্রবার আর মে দিবসের ছুটিতে শায়মা আপু দেখানো সাহস সম্বল করে কয়েকটি গ্লাসকে রাঙিয়েই দিলাম শেষ পর্যন্ত :) :) :)

















আর পেইন্টিং শেষে গ্লাস গুলি দেয়ালে সেট করার জন্য সেগুলি ড্রিলও করলাম নিজ হাতে, প্রথমে গ্লাস ড্রিল করার সময় ড্রিল মেশিন বারবার গ্লাসে স্লিপ কেটে সরে যাচ্ছিল, তারপরও ভাগ্য ভালো যে পেইন্টিং নস্ট হয়নি :) :) :)

গ্লাস পেইন্টিং করার প্রণালী শায়মা আপুর পোস্টে ডিটেইলস দেয়া আছে, কেউ করতে ইচ্ছুক হলে ঐ পোস্ট হতে হেল্প নিতে পারেন ।

তবে গুলশান ডিসিসি মার্কেটের বিভিন্ন গ্লাস পেইন্টিং বিক্রয় করে এমন দোকান গুলি ঘুরে আমার মনে হয়েছে প্রফেশনাল গ্লাস পেইন্টিং গুলি করার ভিন্ন কোন রং আছে, আমরা যে রং ব্যবহার করে এই পেইন্টিং গুলি করেছি ওরা হয়তো এই গুলি ব্যবহার করে না । কিন্তু ঐ রং গুলি কোথায় পাওয়া যায় তা জানিনা । ব্লগের কেউ জেনে থাকলে আশা করি কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে জানাবেন ।

পরিশেষে, আমার সকল পাগলামীকে প্রশ্রয়, সর্মথন ও উৎসাহ প্রদানকারী আমার আম্মু কে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ।



মন্তব্য ৭২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:২২

এম এম কামাল ৭৭ বলেছেন: অনেক সুন্দর। খুব ভাল লাগলো।

০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৪৩

অদ্ভুত_আমি বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:২৩

এম এম কামাল ৭৭ বলেছেন: খুব ভালো লাগলো।

০৩ রা মে, ২০১৩ বিকাল ৩:০৫

অদ্ভুত_আমি বলেছেন:
আবারও ধন্যবাদ ভাইয়া ।

৩| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৩৯

অন্ধকারের রাজপুত্র বলেছেন: গ্লাস পেইন্টিংসগুলি সেই রকম হৈছে ! :D

দেইখ্যা লোভ লাগে :(
এক বাংলাদেশের পতাকা, আম, নৌকা ছাড়া আর কিছু আঁকতে পারি না.. নাইলে আমিও চেষ্ঠা চালাইতাম ! /:)

++++++

০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৫৭

অদ্ভুত_আমি বলেছেন: রাজপুত্র ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ।

আর গ্লাস পেইন্টিং করা অনেক সহজ, একটু চেষ্টা করলেই হবে ।

শুভ হোক গ্লাস পেইন্টিং প্রচেষ্টা :) :)

৪| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৫০

স্লিপিং_প্রিন্স বলেছেন:
এক কথায় অপূর্ব :) :) :)

০৩ রা মে, ২০১৩ বিকাল ৩:০০

অদ্ভুত_আমি বলেছেন:
ধন্যবাদ ভাইয়া ।

৫| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:২৯

স্লিপিং_প্রিন্স বলেছেন: অনেক সুন্দর হয়েছে গ্লাস পেইন্টিং গুলি :) :) :)

০৩ রা মে, ২০১৩ বিকাল ৩:০৬

অদ্ভুত_আমি বলেছেন: আবারও ধন্যবাদ ভাইয়া ।

৬| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: অনেক অনেক খুশি লাগছে, আনন্দ লাগছে, মজা লাগছে এটা দেখে যে তুমি আমার পোস্ট দেখে শিখে শিখে এত এত সুন্দর আমার চাইতেও সুন্দর সব গ্লাস পেইন্টিং বানিয়ে ফেলেছো।

অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা ভাইয়া।:)

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৭

অদ্ভুত_আমি বলেছেন:

আপু,
আপনার কমেন্ট পড়ে অনেক উৎসাহ বোধ করছি :) :) । আপনি বাড়িয়ে বলছেন, কিন্তু আপনার গুলি সত্যিই অসাধারণ হয়েছে :) :)

৭| ২০ শে মে, ২০১৩ রাত ৯:৩২

মাহী ফ্লোরা বলেছেন: খুব সুন্দর তো!

২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫

অদ্ভুত_আমি বলেছেন:
ধন্যবাদ মাহী ফ্লোরা আপু ।

৮| ২৬ শে মে, ২০১৩ রাত ৯:৪৮

সায়েম মুন বলেছেন: সুন্দর একটা পোস্ট।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:২৩

অদ্ভুত_আমি বলেছেন:
ধন্যবাদ ভাইয়া :)

৯| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫২

অপ্‌সরা বলেছেন: ভাইয়া শুধু গ্লাস পেইন্ট শিখলে চলবে?


ব্যালেরিনাদেরকে শিখাতে হবেনা? :P

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:১৯

অদ্ভুত_আমি বলেছেন: ব্যালেরিনাদেরকে শিখানোর জন্য খোপায় বেলী ফুল দেয়া আমার
অপ্‌সরা আপু আছে না ?

তোমাকে অনেক ধন্যবাদ আপু ।

১০| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:২২

জানতে চায় বলেছেন: :)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:২৯

অদ্ভুত_আমি বলেছেন: ধন্যবাদ ভাই :)

১১| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:২৪

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে তাহাই হৌক!!!:)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০

অদ্ভুত_আমি বলেছেন: :) :) :)

১২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬

ইখতামিন বলেছেন: :)

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৬

অদ্ভুত_আমি বলেছেন: :)

১৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

রাতজাগাপাখি বলেছেন: bhaiya... ekdin amar bashay dawat thaklo... amar showcase er 2ta glass last 2 bochor dhore paint kori kori kore kora hoye uthche na... amake inspire korar moto, baa amar kono srijonshil kaj ke appreciate korar moto keu nei :( ... rong niye boshle baba maa raag kore ei boyoshe amar paaglami dekhe... apni ashle nishchoi ekdin shahosh abong shomoy kore amio glass gulo rong korei felte parbo... bhalo thakben.

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

অদ্ভুত_আমি বলেছেন: ঠিক আছে আপু এক দিন ঠিকই চলে আসবো ... .. .
ভালো থেকো অনেক :)

১৪| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

তাসজিদ বলেছেন: glass painting.

ভিন্নতা আছে, স্বীকার করতেই হবে।

২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

অদ্ভুত_আমি বলেছেন: ধন্যবাদ ।

১৫| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

তাসজিদ বলেছেন: painting করতে মন চায়। কিন্তু পারি না।

২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪

অদ্ভুত_আমি বলেছেন:
মন চাইলে সবই সম্ভব ভাই । আর গ্লাস পেইন্টিং খুবই সহজ । হেল্প লাগলে আমরা তো আছিই :)


১৬| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

বটবৃক্ষ~ বলেছেন: :( :( :( আমিও এইরকম পোস্ট দিতে চাঈঈঈঈ!!
সেদিন আরেক্টা লাইনার কিনে এনেছি! তবে বসারই টাইম পাইনাই!! বাসায় বাচ্চা কাচ্চা থাকলে এইসব কামকাজ করা যায় শান্তিতে??? :( :(
খুব সুন্দর হয়েছে ভাইয়া!! :)

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৭

অদ্ভুত_আমি বলেছেন: ধন্যবাদ আপু ।

একটু সময় বের করে এমন একটি পোস্ট দিয়ে দেন, অপেক্ষায় রইলাম :)

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

অদ্ভুত_আমি বলেছেন: বটবৃক্ষ আপু, বাচ্চা কাচ্চা রা তো আমাকে ব্যপক সাহায্য সহযোগীতা করেছে পেইন্টিং গুলি করার সময় :) :) :) :)

আমার বোনের দুই পিচ্চি আছে, ওরা আমাদের নীচের ফ্লাটে থাকে, পেইন্টিং গুলি করতে দেখে ওরা ওদের যা যা আছে সব যেমন- তুলি, ওদের ওয়াটার কালার বক্স, রং মিশানোর পাত্র ইত্যাদি নিয়ে এসেছে আমাকে দেওয়ার জন্য :) :) :) :)

ওদের আনন্দ দেখে আমিও অনেক উৎসাহ বোধ করেছিলাম তখন, তাই ওদেরকেও কয়েকটি গ্লাস পেইন্টিংস করে দিয়েছিলাম । ওরা এক জন প্লে তে, অন্য জন ক্লাস ওয়ান এ পড়ে ।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১১

অস্পিসাস প্রেইস বলেছেন:
৩নং ও ১৬নং কমেন্টে সহমত B-)

কাঁচছবি গুলো দারুন । যে কারো ভালো লাগবে। আমারও লাগলো। + ।

আপনার নতুন পোস্টের আকাঙ্খায় রইলাম।

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০

অদ্ভুত_আমি বলেছেন: ধন্যবাদ ভাই ।

আর চেষ্টা করলেই পারবেন, খুবই সহজ পেইন্ট করা । নিরন্তন ভালোবাসা রইল ।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

একলা ফড়িং বলেছেন: অনেক সুন্দর!! ময়ূরেরটা আর শেষেরটা বেশি সুন্দর :) :)


আমারগুলা এতো সুন্দর হয়নি :(( এইগুলো দেখে আমার আর দেরী সহ্য হচ্ছিলো না। পরদিনই গ্লাস আর রং কিনে এনেছিলাম। কিন্তু দুঃখের কথা হল যে খুলনায় কোথাও গ্লাস পেইন্ট খুঁজে পাইনি তখন :(( :(( পরে সিনথেটিক এনামেল পেইন্ট কিনে এনেছিলাম, যেটা দিয়ে জানালার গ্রিল রং করে :((

পরে অবশ্য এই রং পাওয়া যাবে এমন দোকানের খোঁজ পেয়েছিলাম, কিন্তু আর যাওয়া হয়নি আর করাও হয়নি।

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

অদ্ভুত_আমি বলেছেন: ইস্ তোমার তো তাহলে অনেক কষ্ট হয়েছে আপু :( :( :(
এনামেল পেইন্ট তো অনেক thick হবার কথা, আঁকতে তো অনেক ঝামেলা হবার কথা ।

আব্বু সরকারী কর্মকর্তা ছিল বিধায় আমার জীবনের বেশ কিছুটা সময় খুলনাতে কেটেছে, অনেক সুন্দর শহর :) :) । ডাক বাংলা মোড়ের ডানের দিকের মার্কেট রব মার্কেট বা তার পাশের মার্কেটটাতে পাওয়া যাবার কথা, ঐ মার্কেট হতে ফেব্রিক পেইন্ট কিনে কিছু পোস্টার করেছিলাম একদা :P :P :P

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

একলা ফড়িং বলেছেন: ডাকবাংলাতেই খুঁজেছি, পাইনি। তবে নিউমার্কেটে আছে সম্ভবত। এনামেল পেইন্টের জন্য থিনার পাওয়া যায়, থিনার ইউজ করেছিলাম। রং করতে বেশি কষ্ট হয়নি, কষ্ট হয়েছিল আউটলাইন দিতে।

খুলনাকে সুন্দর বলার জন্য ধন্যবাদ ভাইয়া :) :)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

অদ্ভুত_আমি বলেছেন: হুম, লাইনার ছাড়া আউট লাইন দিতে তো কষ্ট হবেই :(

খুলনাকে আসলে আমি আমার নিজের শহর বলেই মনে করি :)

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

অপ্রচলিত বলেছেন: অসাধারণ হয়েছে :)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

অদ্ভুত_আমি বলেছেন: ধন্যবাদ অপ্রচলিত :)

২১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

সকাল রয় বলেছেন: বেশ লাগলো কিন্তু

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

অদ্ভুত_আমি বলেছেন: ধন্যবাদ সকাল রয় ভাই।

২২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

সকাল রয় বলেছেন: বেশ লাগলো কিন্তু

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক সুন্দের হইছে :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

অদ্ভুত_আমি বলেছেন: অনেক ধন্যবাদ কাগজের নৌকা ।

২৪| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ কাজ! বড় ভালো লাগলো।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৭

অদ্ভুত_আমি বলেছেন: ধন্যবাদ আপনাকে । আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে ।

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

নিশীতা বলেছেন: অনেক সুন্দর পেইন্টিং গুলো, আই লাইক ইট।

আপনার কাছে কিছু জানতে চাই, গ্লাসে পেইন্ট করতে হলে জল রঙ মাষ্ট লাগবে নাকি ফেব্রিক দিইয়েও করা যাব?

আর, একটু বড় সাইজের ব্রাশ কোথায় পাওয়া যাবে? আমি ঢাকার বাইরে থাকি । তাই কি রকম দোকানে গেলে এসব পাওয়া যায় তা যদি কোনভাবে জানাতেন উপকৃত হতাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১

অদ্ভুত_আমি বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

১) গ্লাসে পেইন্ট করার জন্য আলাদা রং কিনতে পাওয়া যায়, যেগুলি জল রং বা ফেব্রিক রং এর থেকে ভিন্ন, তবে সম্ভবত ফেব্রিক দিয়েও করতে পারেন । “একলা ফড়িং” আপুতো এনামেল পেইন্ট দিয়েও গ্লাস রাঙিয়ে দিয়েছেন :)

২) পেইন্ট/ব্রাশ এই গুলি স্টেশনারী দোকানে পাওয়া যাবে ।

২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

নিশীতা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে...... 8-|

০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

অদ্ভুত_আমি বলেছেন: Welcome.

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮

একলা ফড়িং বলেছেন: কেমন আছেন অদ্ভুত আপনি?? ব্লগে সবসময় ঘুরে বেড়ান কিন্তু নিজের ওয়ালে পোস্ট নেই কেন!

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৪

অদ্ভুত_আমি বলেছেন: ধন্যবাদ, খোঁজ নেয়ার জন্য । অফিস, বাসা, ভবিষ্যৎ এই গুলি নিয়ে নানা চাপ ও অনিশ্চয়তার মধ্যে আছি, মন ও ভালো নেই । আর তাছাড়া পারি ও না কিছু তেমন :( :( :(

আপনার কি খবর, পড়ালেখা শেষ ? ঢাকা আসার কথা ছিলো ?

২৮| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

একলা ফড়িং বলেছেন: শেষ হইয়াও হইল না শেষ! মাস্টার্স আর এক সেমিস্টার বাকি আছে, থিসিস! ঢাকায় গেছিলাম মাঝে দুই বার, একবার এক্সাম দিতে একদিন ছিলাম, আর পরের বার বেশ কয়েকদিন ছিলাম। তবে কিছু ব্যক্তিগত কারণে এতো আপসেট ছিলাম যে একরকম গৃহবন্দী দিন কাটিয়েছিলাম।

কোন এক কমেন্টে দেখলাম বাপ্পার আমি ই তোমার গানটা খুঁজছেন, পেলেন?

০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

অদ্ভুত_আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, গানটা অনেক দিন ধরে মনের মধ্যে ঘুরছিল, কিন্তু খুজে পাচ্ছিলা না কেননা কার গান বা শিরোনাম ই বা কি সেটা না জানার জন্য । আপনার জন্য গানটা খুঁজে পাওয়া গেল :) :) :)

২৯| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৫:২২

বড় বিলাই বলেছেন: amar kopal kharap. Puran amoler phone, image gulo open y holo na. :(

৩০| ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫১

বড় বিলাই বলেছেন: ছবিগুলো অবশেষে দেখতে পেয়েছি। খুব সুন্দর।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

অদ্ভুত_আমি বলেছেন: ধন্যবাদ ।

৩১| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!

অচিরেই আমার নিউ মিশন পাগলামীগুলো নিয়ে আসছি!!!!!!!!! :)


জাস্ট একটা স্যাম্পল দেখো-



৩২| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: পুরাই পিচবোর্ড বক্স কেটে কেটে বানিয়েছি ভাইয়ু!!!!!!!!:)





১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

অদ্ভুত_আমি বলেছেন: অনেক সুুন্দর হয়েছে আপু ।

৩৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: :) :) :)

৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

বাংলার ফেসবুক বলেছেন: অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা ভাইয়া

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

অদ্ভুত_আমি বলেছেন: ধন্যবাদ বাংলার ফেসবুক ।

৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও! খুব সুন্দর।আমারও করতে ইচ্ছা করছে, উপায় জানানোর জন্য অনুরোধ করতে চাচ্ছিলাম , দেখলাম শায়মা আপু লিঙ্কও দেয়া। বোনাস প্রাপ্তি !!! অনেক ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

অদ্ভুত_আমি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।

৩৬| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:০০

রাকু হাসান বলেছেন: চমৎকার ..আমার দ্বারা সম্ভব না :|| ..

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

অদ্ভুত_আমি বলেছেন: অসম্ভব বলে কিছু নেই । চেষ্টা করলেই পারবেন, খুবই সহজ পেইন্ট করা ।

৩৭| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে আপনার কাজগুলো।
মন্তব্যে অনেক পাঠক-পাঠিকা প্রাণ খুলে কাজের প্রশংসা করেছেন এবং তাদের নিজেদের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন, এটা দেখে ভাল লাগলো।
পোস্টে প্লাস + +

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭

অদ্ভুত_আমি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

৩৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.