![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘বাজারের চিৎকারে’ আবগারি শুল্কে পরিবর্তন আনছেন মুহিত
অর্থমন্ত্রীর বাজেট পেশ করার পর পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যম গুলির মাধ্যমে জানতে পারলাম যে আবগারি শুল্ক বৃদ্ধি করা হয়েছে । সেখানে বলা হয়, বছরের যে কোনো সময় ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি স্থিতি থাকলে আবগারি শুল্ক বিদ্যমান ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হবে। পাশাপাশি ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ১ হাজার ৫০০ টাকার বদলে ২ হাজার ৫০০ টাকা, ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৭ হাজার ৫০০ টাকার বদলে ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি লেনদেনে ১৫ হাজার টাকার বদলে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
আজ ১৮ই জুন, ২০১৭ তারিখ রোববার সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১৮ সালের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আবগারি শুল্ক নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী । সেখানে তিনি বলেন-
“২০ হাজার টাকা থাকলেই আগে দিতে হত, এখন সেটা আমরা এক লাখ টাকা পর্যন্ত উন্নীত করে দিয়েছি। এক লাখ পর্যন্ত জিরো।”
তিনি আরও বলেন, “আমি ইতোমধ্যে বলেছি, এত চিৎকার যখন বাজারে আছে, সুতরাং এগুলো একটু সামন্য পরিবর্তন সেখানে হবে।
“কথাটা বললাম এজন্য যে কথাটি পার্লামেন্টে বলতে আমার অনেক দেরি হবে। পার্লামেন্টে বলতে ২৮ তারিখ পর্যন্ত চলে যাবে। তার আগেই যাতে একটু স্বস্তির নিঃশ্বাস অনেকে ফেলতে পারে, সেজন্য কথাটা বললাম।”
কিন্তু আজ অফিসে আবগারি শুল্ক সংক্রান্ত অর্থ মন্ত্রনালয়ের গেজেট পেলাম, যা আরও ভয়াবহ
একই সাথে বৃহৎ করদাতা ইউনিট কর্তৃক আবগারি শুল্ক সংক্রান্ত নির্দেশনা
যেখানে বাজেটে ৫০০ টাকা হতে ৮০০ টাকায় বৃদ্ধির কথা বলা হয়েছে, সেখানে উক্ত হার আরও বৃদ্ধি করে কিভাবে প্রজ্ঞাপন জারী হয় তা বোধগম্য নয় ।।
পরিবর্তন টা কি মাননীয় মন্ত্রী মহোদয় বৃদ্ধির মাধ্যমে করলেন !!!!!!
২| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৫৭
বিজন রয় বলেছেন: মালের অনেক বুদ্ধি!!!!
৩| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫২
নূর-ই-হাফসা বলেছেন: পুরাতন ব্লগার আবার নিয়মিত হোন ।
৪| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৬
শায়মা বলেছেন: Click This Link
ভাইয়া তোমার জন্য .....
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
সনেট কবি বলেছেন:
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: ব্লগে আপনাকে নিয়মিত দেখি না কেন?
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫
শায়মা বলেছেন: পোস্টটা বুঝার চেষ্টা করছি!