নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশকে ভালোবাসি

সাধারণ নাগরিক

"দেশেক ভালোবাসি এবং আজীবন ভালোবাসতে চাই "

সাধারণ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কি তবে আফগানিস্থান বা পাকিস্তান হতে চলেছে???

১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করলে আমরা যে সারাংশ পাই তা হলঃ

১) আওয়ামী লীগ তথা ১৪ দল সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বদ্ধপরিকর।

২) বি,এন,পি –জামাত তথা ১৮ দল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ গ্রহন করবেনা এবং দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে তুলতে নির্বাচনী ট্রেন মিস করবে।

৩) তৃতীয় জোট ও অন্যান্য দল ছাগলের ৩ নং বাচ্চার মত গুঁতাগুঁতি করবে।

৪) পরাশক্তি দেশ গুলি চোরকে চুরি করতে বলবে আর সাধু কে বলবে ধরতে। বলতে পারেন ‘যত দুর্যোগ তত সুযোগ’ এই অপেক্ষায় থাকবে।

৫) প্রশাসন, সেনাবাহিনী, মিডিয়া, ব্যবসায়ী, পেশাজীবী,মানবধিকার সংগঠন এবং সুশীল সমাজ –CIA,RAW,ISA প্রভাবে প্রভাবিত হবে।

৬) আম-জনতাকে কুমিরের বাচ্চা বানানো হবে সাথে সবদিক থেকে প্যাঁদানো হবে।

৭) নির্বাচন কমিশন নির্বাচন শেষ করবে।



ফলাফলঃ

১) আওয়ামী লীগ তথা ১৪ দল আবার ক্ষমতায় আসবে।

২) বি,এন,পি নেতারা জেল হাজতে আর দল ভাঙ্গা ঠেকাতে কঠোর থেকে কঠোরতোম আন্দোলনের ডাক দিবে। জামাত আন্ডার গ্রাউন্ডে চলে যাবে।

৩) আম-জনতাকে মাঝে মাঝে বোমা হামলায় মরতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.