![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের পতাকা নিজামি – মুজাহিদের গাড়িতে তুলে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় যে কষাঘাত করা হয়েছিল তা দেশের স্বাধীনতার স্বপক্ষের মানুষ তথা তরুন প্রজন্ম কখনও মেনে নিতে পারেনি।
সেই বিবেকের তাড়নায়, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে ২০০৮ সালের নির্বাচনে মহাজোটকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছিল দেশের আপামর জনগন।
আজ মুজাহিদ- সাকা-কাদেরের ফাঁসি দেখে যখন ক্ষত- বিক্ষত বাঙ্গালি হৃদয় স্বস্তির নিঃশ্বাস ফেলা শুরু করেছে ঠিক তখনই বেগম খালেদা জিয়া, অলি সাহেব আর গয়েশ্বর চন্দ্ররা মহান স্বাধীনতার মৌলিক বিষয় নিয়ে ধারাবাহিক বিভ্রান্তি ও বিকৃতি শুরু করেছে।
পাকিস্তানী প্রেতাত্মাদের বলে দিতে চাই, মুক্তিযুদ্ধের চেতনার উপর কোন আঘাত বাঙ্গালি জাতি আর মেনে নেবেনা। ভুলে যাবেন না ! এটা বিজয়ের মাস ডিসেম্বর, আর এই বিজয়ের মাসেই প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন।।
পরিশেষে বলতে চাই, আপনাদের অতীত, বর্তমান কার্যকলাপ আর কথাবার্তায় জনগণ বুঝে গেছে আপনাদের ‘ ধানের শীষে’ কোন ধান নেই সব ‘চিটায়’ ভরা।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
রাফা বলেছেন: বিএনপি নির্বাচনে এসেছেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য।প্রতিদ্বন্দিতা করার জন্য তারা আসে নাই।স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব প্রতিপত্তি ব্যাবহার করার নজির সব সময় ছিলো ও আছে।হঠাৎ করেই সবাই ভালো হয়ে গেছে বা যাবে এটা ভাবার কোন কারন নেই।মানুষের বিপুল অংশগ্রহণই নির্বাচনকে সঠিক করতে পারে ।নির্বাচনে যত বেশি টার্নআউট হবে ততই সঠিক নির্বাচন হবে।
বার্থ কোন দল নির্বাচনে জয়ী হওয়ার আশা করাটাই মূর্খতা।সব দলই ক্ষমতায় ছিলো ,মানুষ সব কিছুই জানে।মানুষকে গবেট ভাবার কোন কারন নেই।পৃথিবীর ইতিহাসে নেই একটা দেশের সকল মানুষ বলবে সরকার ভালো চালাচ্ছে।যত ভালোই করুকনা কেনো।বিশেষ করে বিপরীত দর্শনের লোক যারা ক্ষমতার খুব কাছাকাছি থাকে তারাতো ভালো নেই থাকতে পারেনা।তারাই বিভ্রান্ত করে মানুষকে বুঝাতে চায় দেশ ধ্বংস হয়ে যাইতেছে।তাই তাদেরকে নির্বাচিত করে দেশকে রক্ষা করতে হবে।
মানুষ পুড়িয়ে তারপর যে তারা জনগণের কাছে ভোটের জন্য যেতে পেরেছে এটাই যথেষ্ট।শুধু বাংলাদেশের মানুষ বলেই এটা সম্ভব হয়েছে।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫
শাখাওয়াত হোসেন রবিউল বলেছেন: হু । কথাটা কিন্তু হাছা কইছেন
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩
চাঁদগাজী বলেছেন:
ধান হলো আমাদের প্রাণ; ধান নিয়ে যেন খালেদা, গয়েশ্বর আর ইলেকশান করতে না পারে, সেটার ব্যবস্হা করেন।