![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি ও বিজ্ঞানই পারে মানুষ , রাষ্ট্র ও সমাজকে পরিবর্তন করতে
বলতে পারেন বাংলাদেশে খুনির সংখ্যা কত?
পারছেন না?
তাহেলে নিচের সহজ অঙ্কটি কষে বের করুন। অঙ্কটি এতই সহজ যে এরজন্য পড়ালেখা খুব বেশি জানার কোন দরকার নেই। নকল করে কিংবা প্রশ্নপত্র ফাঁস করে এস এস সি পরীক্ষায় পাস করলেও চলবে, পাস না করলেও সমস্যা নাই। এটি একটি সহজ সরল ঐকিক নিয়মের অঙ্ক। আপনি ষষ্ঠ শ্রেণিতে যে ঐকিক নিয়ম শিখেছেন তাতে তিনটি ধাপ ছিল, এই অঙ্কটি এতই সহজ যে মাত্র দুইটা ধাপেই এর ফল এসে যাবে।
প্রশ্ন: যদি তিনজন খুনির জন্য একজন ডাক্তার হয় তবে বাংলাদেশে খুনির সংখ্যা কত? ধরুন বাংলাদেশে ডাক্তার সংখ্যা ১৫২৩৭ জন। (তথ্যমতে দেশে সরকারি ডাক্তার রয়েছে ১৫২৩৭ জন)
সমাধান:
১ জন ডাক্তার সমান ৩ জন খুনি।
অতএব, ১৫২৩৭ ’’ ’’ ’’ ১৫২৩৭ × ৩
= ৪৫৭১১ জন।
[ফুট নোট: সরকারি এই ১৫২৩৭ জন ডাক্তার থেকে যে কয়জন ডাক্তার খুনিদের চিকিৎসা না করার জন্য ওয়াদাবদ্ধ হবেন তত সংখ্যাকে ৩ দিয়ে গুণ করে গুণফল উক্ত সংখ্যা থেকে বিয়োগ করলে প্রকৃত খুনির সংখ্যা পাওয়া যাবে। অন্যথায় ফলাফলে কিছুটা ভুল থেকে যাবে। ]
©somewhere in net ltd.