নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শফিক বলছি

তোমার আমার ভালোবাসা আরব্য রজনীর কল্পকাথা নিশ্ছুপ হয়ে শুনবে সবাই যেন নিঝুম রাতের নীরবতা

আমি শফিক বলছি › বিস্তারিত পোস্টঃ

নতুন করে আর কি বলবো ভালোবাসি !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

নতুন করে আর কি বলবো ভালোবাসি !

তুমি আমার ভিতর বাহিরে অক্ষত অবিনশ্বর সমকালীন হয়ে আসো

বাসন্তীর প্রগাঢ় উৎসবে।

তোমায় সেই প্রথম দেখা, আন্দোলিত প্রতিটি চোখের ভাষা

ভিতর বাহিরে প্রগাঢ় অস্থিরতা...

কি সাংঘাতিক কতোটা নির্মম কতোটা হৃদয়গ্রাহী

হঠাৎই যেন নির্ভরশীলতার মহাশূন্যতায় ডুবে গেছি আমি!!

তবুও স্থিতিস্থাপক হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা সেই ব্যস্ত নাগরিকতায়।



এখনো আমি সেই আমিই;

সামনে তুমি দাঁড়ালে প্রতিটিদিনই নতুন করে তোমায় কাছে পাই

অনুভূতি অনুভবে অষ্টপ্রহরে যতটা দূরে তুমি যেন ততটাই কাছে

আর যখন সামনে এসে দাঁড়াও, ভালবাসার কাছে আমি ঠুনকো, ভেঙ্গে গড়ছি নিত্য নতুন

সব সৌন্দর্যকে ছাপিয়ে যায় তোমার ক্ষণিক কাছে আসা

তাবৎ বসুন্ধরা তোমার কাছে বিনম্রভাবে আজ পরাভূত

নতুন করে আর কি বলবো ভালোবাসি !



হৃদয়টা তো তোমার কাছে বন্দী তোমার হৃদয়ের অভয়াস্রমে

তুমি ছাড়া অস্তিত্বহীন, আমি বিলীন।

নতুন করে আর কি বলবো ভালোবাসি

তোমার কাছে আমার সুপ্ত আবেগের বর্ণিল বহিঃপ্রকাশ

তোমাতেই আমি গড়ে নিয়েছি জীবন কাব্য সাজানো ভালোবাসার উপন্যাস

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

বটবৃক্ষ~ বলেছেন: সব সৌন্দর্যকে ছাপিয়ে যায় তোমার ক্ষণিক কাছে আসা
তাবৎ বসুন্ধরা তোমার কাছে বিনম্রভাবে আজ পরাভূত
নতুন করে আর কি বলবো ভালোবাসি !

সুন্দর বলেছেন ...
নিরন্তর শুভেচ্ছা!~~

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

আমি শফিক বলছি বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ আপনার মতামতের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.