![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে ছেড়ে পালাবি কোথায়
দিগ্বিদিক যেখানেই ছুটে চলিস
দিগন্ত জোড়া আমার সাম্রাজ্য প্রাচীরের আস্তরণ
ঠিকই তোকে আনবো ধরে বাহুর সন্নিকটে।
পথ ভুলে তুই যে পথেই পা বাড়াস না কেন
আমার অতন্দ্র প্রহরী চোখ দিব্যি তোকে চেনে নেবে
জুহুরির চোখকে কি আর যায়রে ফাঁকি দেয়া
বল আমাকে ছেড়ে পালাবি কোথায়?
আমার নেই সেই শক্তিধর আশ্চর্য প্রদীপ
নেই সেই লোমহর্ষক প্রকাণ্ড দৌত্যের আশ্চর্য ক্ষমতা
নিমিষেই চোখের পলকে যে পাকড়াও করবে তোকে !
তবুও তুই পালাবি কোথায়
আমার হৃদয়ে যে তোর দিব্বি আনাগোনা !
এই হৃদয়টাকে ভালোবেসে দেখিস বোকা মেয়ে
অগ্নিকণায় অহর্নিশ অকুতোভয়ে দিতে পারি ঝাঁপ
একবার ভালোবেসে দেখিস
আমি শরাবের লহর চাই না; নান্দনিক কোন ফুল বাগিচাও নয়
আমি কণ্টকাকীর্ণ পথে রক্তাক্ত হবো সারাক্ষণ
বিষে বিষে বিষাক্ত হয়ে নীলাভ হবে সারাটা শরীর
তবুও আমার চোখে দেখবি তোকে পাওয়ার হাসি
অন্তহীন মহাকালের মতোই হাসবে সারাক্ষণ
বল আমাকে ছাড়া পালাবি কোথায়
বহির্গমনের সব পথই তো আমার করায়ত্তে
ঠিকই চিনে আনবো তোকে বাহুর সন্নিকটে।
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯
আমি শফিক বলছি বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ মারুফ মুকতাদীর
২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
আমি শফিক বলছি বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ মারুফ মুকতাদীর
৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭
মুহাম্মাদ মেহেদী বলেছেন: অকতুভয়ে=>টাইপিং মিসটেক ঠিক করুন। সামান্য মিসটেক বিরাট ছন্দপতন ঘটিয়েছে।
@@আমার হৃদয়ে যে তোর দিব্যি আনাগোনা!@@ "দিব্যি" শব্দের পুনরাবৃত্তি রচনার গতিশীলতায় বাধা সৃষ্টি করেছে।
ভাষাশৈলী বেশ ভালো লাগলো। গঠনমূলক মন্তব্য করার জন্য দুঃখিত।
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
আমি শফিক বলছি বলেছেন: গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
কিছুটা ঠিক করা হয়েছে
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
মারুফ মুকতাদীর বলেছেন: ভালো লাগলো! +++