নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শফিক বলছি

তোমার আমার ভালোবাসা আরব্য রজনীর কল্পকাথা নিশ্ছুপ হয়ে শুনবে সবাই যেন নিঝুম রাতের নীরবতা

আমি শফিক বলছি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা ভালো থেকো

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

তপ্ত মরুর বালু রপ্ত করেছি

শির খাঁড়া করে সূর্যের মুখ পানে তাকিয়ে রই সারাক্ষণ

যে ব্যথা বাজে ভিতর বাহিরে

সেখানে এসব নস্যি মাত্র নিঃশেষিত এ জীবন



যার ভালোবাসাতে হেঁটে চলেছিলাম দুর্গম কানন গিরি

দীঘল রজনী ক্লান্ত শুভ্র ভোর এসেছিলো ফিরি ফিরি

তবুও হেসেছিলাম কষ্টে শেষে কেউ আসবে হেসে

এসেছিলোও তায় শেষ বলতে বিদায়



বৈশাখী ঝড় ফাল্গুনী হওয়া

সবকিছুকে আবার ফিরে পাওয়া

শুধু পাওয়া হয়না তার হারিয়ে যাওয়া

শুধু পাওয়া হয় না তার হারিয়ে যাওয়া সুস্মিত চাওয়া

বিনিদ্র এ চোখের পানে

নীরবে নিবৃতে সঙ্গোপনে।



সে ছিল চলে যাবার

তাই চলে গেলো

সুখ গুলো নিয়ে ব্যথাগুলো আবার ফিরিয়ে দিলো

ভাবান্তর তার অন্তরটাকে একটুও দেয় না দোলা

পথে পথে ফিরি

তার জন্য কেঁদে মরি

সে যে আত্মভোলা।



ভুলে থাক আমিও পারলে ভুলে যাবো

ক্ষণিক এ জীবনে আমি আর কতোটা কষ্ট পাবো?











মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

বোকামন বলেছেন: তবুও হেসেছিলাম কষ্টে শেষে কেউ আসবে হেসে
এসেছিলোও তায় শেষ বলতে বিদায়

:(

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

আমি শফিক বলছি বলেছেন: ভাইয়া কষ্ট কি বাড়াইয়া দিলাম নাকি??

২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬

বোকামন বলেছেন: 8-| B:-) =p~ =p~ =p~

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

আমি শফিক বলছি বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.