![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি দূরে গেলে কার মন পুড়ে
দীঘল ভয়ার্ত রাত্রি কি কেবল আমাকেই ফেলে দেয়
কষ্ট-ক্লিষ্টের এক জীবন মহাশূন্যতায়
তুমি দূরে গেলে
আমার দীর্ঘশ্বাসের তীব্র ধোঁয়া বাতাসে মেশে
নীলাভ আকাশ ধূসর রঙ্গে ক্ষণিকেই কেমন সেজে উঠে
ঘুরুম ঘুরুম আওয়াজ তুলে মাতম হাওয়ায়
লণ্ডভণ্ড করে দেয় হৃদয়ের সব উষ্ণ আবেগ।
নাকি তুমিও যাচ
পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ঠিক সন্ধ্যে হলে
ঝড় জঞ্ছা ঝাঁপটা এলে তোমারও কি কঠিন হৃদয় গলে
খুঁজো কি আমায় অতীতের কোন স্নেহার্দ্র উষ্ণ ক্ষণে
এমন করে যেমনটা যাচি তোমাকে আমি সঙ্গোপনে
দূরে গেলে হৃদয় পুড়ে
কাছে এসো খুব আদরে বেঁচে থাকি দিবা নিশি
©somewhere in net ltd.