![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই সুস্মিতা প্রিয়ংবদা প্রেমাসুর কথা ভুলবো না
সে এসেছিলো ক্ষণিকের তরে স্মৃতি রেখে গেছে যেন মহাকাল
তার সেই ফাল্গুনী উৎসবে মাতম হাওয়ায় এলোমেলো চুল,
খোঁপায় এঁটে থাকা কৃষ্ণচূড়া ফুল
প্রগার উৎসবে বাসন্তী রঙ্গের শাড়ি আর সফেন কপোলে একটি কালো টিপ
কি অদ্ভুদ মনোহারিণী; মনে আকস্মিক ঝাঁপটা বাতাসে হৃদয়ে উঠে কি যে শিহরণ!
তাকে দেখছি অতঃপর আর ভালো নেই
এখন উৎসব এলেই তাকে খুঁজি অজান্তে
অস্থিরতা খুবলে খুবলে খায় আমায় অন্তরের অন্তঃস্থলে
হন্যে হয়ে খুঁজি; দিগ্বিদিক ছুঁটে বেড়াই
প্রেমাতুর চোখে জাগে কেবলই তৃষ্ণা;
ওই চোখ খুঁজে ফিরি ওই চোখের স্মিত হাসি খুঁজে ফিরি বারবার
নেই কোথাও নেই
একবার এসেছিলো
চলে গেছে হৃদয়টাকে নাড়া দিয়ে অলক্ষ্যে
আর তাকে মনে রেখে প্রতিটা বসন্ত কাছে নির্দয়ভাবে
©somewhere in net ltd.