![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মতো কার পুড়েছে
ঘর দোর এই বারান্দা সমেত
ঝুল বারান্দার বিটবীর নবপত্র পল্লব বিশেষ
প্রজ্জলিত অগ্নিশিখায় পুড়েছে কার হৃদয় অমন
কালো ধোঁয়ার কুণ্ডলীতে বাষ্পীভবন আকাশ জুড়ে
ধ্বংসাবশেষ কালোর মাঝে কষ্টগুলো পড়ছে ফুঁরে?
কার পুড়েছে অনাহারে অতৃপ্ত এক বেদনাতে
কে ছুটেছে সুখের আশায় আকাশ কাঁপিয়ে ঊর্ধ্বশ্বাসে?
পৃথিবীর এমন কোমলতায়
বিরান মরুভূমিতে কার সুখ পুড়ে যায়?
আমার হরহামেশা পুড়ে যেমন
কষ্ট বুকে নষ্ট হয়েছি
পথ ভুলে হাঁটি যেখানে যখন।
আমি যেন নিশ্চল
নীরব পৃথিবীর মতো থেমে গেছি
চলেছে ঘুরে পৃথিবী তবু
তবুও সবাই কানামাছি।
বেঁচে আছি মরার মাঝে
দিব্বি চলেছি তবুও সকাল সাঁঝে
কারো প্রেমারদ্রো চোখ কিংবা ভালোবাসায় আশায়
©somewhere in net ltd.