![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টাকে সময় দিয়ে কতো সময় চলে গেছে
কতো ভুলের ফুলে আঘাত শেষে
বুঝেছি সবই মিছে।
কতো ক্লান্ত দুপুর
অবস্রান্ত হয়ে বিকেলে লুটায় পড়ে
কতো স্বপ্ন বিভোরতা অবিনশ্বর হয়ে বেঁচে থাকা মনে
ভেঙ্গে পড়ে শোকের ভরে।
আজ অতীতটাকে ভীত করে সব
প্রাণচঞ্চলতা থেমে যায়
আজ পায়ের নিচে শূন্যতা অসীম
তন্দ্রাহীন চোখে দিগন্তহীন দীঘল রজনী অসহায়।
চলবে.............
©somewhere in net ltd.