![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রীলংকা কি রান করার উর্বর ভূমি হইয়া গেলো নাকি? নাকি আমাদের দামাল ছেলেরা বিরান মরুভূমিতে উর্বরতায় বীজ বপন করে দিলো।
উত্তর দুইটাই। শ্রীলংকা উর্বর ভূমি আর বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারও কম যায় না। আশার ফুল আশরাফুলের নার্ভাস ১৯০ (খুব কষ্ট পাইছি) এবং তার সেই পথ ধরে স্কিপার মুশফিকুর রহিম আর ইয়ং ট্যালেন্ট নাসিরের সাফল্যমণ্ডিত পথচলা। যেন সব স্বপ্ন, বিস্ময়-জাগানিয়া সপ্তম আশ্চর্য।
এই ম্যাচে অনেক কিছুই অর্জন আছে। ডাবল সেঞ্চুরি, তিনটা সেঞ্চুরি (মুশফিকের ডাবল ধরলে চারটা),দলীয় সর্বোচ্চ রান, অনেক নবাগত খেলোয়াড়ের সন্নিবেশ ঘটেছে এই সিরিজে।
তবে আমার কাছে ভালো লেগেছে আশরাফুলের ফর্মে ফিরাটা। এই সর্ব কনিষ্ঠ সেঞ্ছুরিয়ানের অনেক মেধা থাকা সত্ত্বেও নিজের ভালোটা দেখাতে পারছিলেন না। সাধারণ পাবলিকরা ক্ষেপে যেতো যদি শুনত আশরাফুলকে জাতীয় দলে নেওয়া হয়েছে। বলতে দ্বিধা নেই সেই দলে আমিও ছিলাম। এর একটা কারণও আছে। যাকে বেশি ভালোবাসি তার কাছে আমরা বেশি কিছু প্রত্যাশা করি। মাঝখানে তার ব্যাটিং স্টাইল নিয়ে নাড়াচাড়া হয়েছে কোচের মাধ্যমে।
এখন আবার সেই পুরানো আশরাফুলকে স্বরূপে দেখতে পেলাম।
এতে কোন সন্দেহ নেই যে এই ১৯০ রানের স্কোর তাকে আত্মবিশ্বাসের ভিতটা লক্ষ ফুট উঁচু সমান চূড়ায় নিয়ে যাবে। আর আমার ভালো লাগাটা এখানেই। তো চলতে থাক এই বিজয়ের জয়োরথ। আরও সাফল্যমণ্ডিত হোক বাংলাদেশের ক্রিকেট, ছিনিয়ে আনুক রেকর্ডের বন্যা। শুভ কামনা রইল টাইগার তোমাদের জন্য .।.।.।.।.।.।।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
আমি শফিক বলছি বলেছেন:
২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১
খায়ালামু বলেছেন: বুঝতে হইব ভাই ... কৃষকের দেশের পোলাসব
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
আমি শফিক বলছি বলেছেন: ওরা মনে হয় ক্রিকেটের মাঠকে ক্ষেতের মাঠ ভাইবা স্বচ্ছন্দে খেলছে। সাফল্যের গোপন রহস্য মনে হয় এটাই
৩| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
সালটু বলেছেন: গত কয়েকদিন ধরে নেতিবাচক খবর শুনতে শুনতে মন একেবারে বিষিয়ে উঠে ছিল।টাইগারদের এই পশলা বৃষ্টি। শুভ কামনা রইল টাইগার তোমাদের জন্য ।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
আমি শফিক বলছি বলেছেন: সত্যি বলেছেন ভাই। একের পর এক দাঙ্গা হাঙ্গামায় জীবনটা দুর্বিষহ হইয়া গেছিলো। মনে একটু প্রশান্তি পাইলাম
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১
পরিবেশ বন্ধু বলেছেন: শুভ অভিনন্দন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কে