![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় এখনো ফুরিয়ে যায়নি
তাই তোমার প্রত্যাবর্তন নেহাতই আশাশূন্য নয়
লুকিয়ে রেখে চাঁদ আমি চাই না লুকাতে অপবাদ
উত্থান পতনে নয় ছয়ে কিঞ্চিৎ আজ জাগে ভয়
জানি হৃদয়ের দৃঢ় সংকল্পে
অপচয় নয় এ প্রতীক্ষা তোমার পথো চেয়ে।
সময় চলছে সমান্তরাল তুমি নিজেকে করে আড়াল
লুকাবে কোথায় কোন ধোঁয়াশার অন্ধকারে
ও পথ তোমার কানাগলি
জেনে কিংবা মনের অগোচরে আসতে হবে ফিরে
আমার দৃষ্টিসীমা তোমায় ছুবে
আসতে হবে ফিরে এ পথিকের পথের কাছে
অষ্টপ্রহর অবারিত ভিতর বাহিরে যে তোমায় যাচে।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২
মাক্স বলেছেন: আসতেই হবে!