![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছু পাবার ছিল
দেবার ছিল অনেক কিছুই
অনেক কিছুই অনেক ছিল
যা চেয়েছি এখনো ছুটছি পিছুই
অনেক কিছু দেখার ছিল
ভাবার ছিল অনেক ভাবনা
যে ভাবনা ভাবি এখন
আঁশটে পিষ্টে রয় যাতনা
অনেক পথের পথিক ছিল
আমার পথে কেউ ছিল না
হেঁটেছি দূর পথ পাওয়ার নেশায়
পথের শেষে কেউ এলো না।
অনেকের তাগে স্বার্থ ছিল
আমার ত্যাগ বৃথাই রল
আকাশ মেঘে ছেয়ে গেলো
রয়ে গেলো দুর্ভাবনা।
কষ্ট শেষে ক্লান্তি ছিল
সময় শেষে মিলিয়ে গেলো
আমার ক্লান্তি রয়ে গেলো
হয়ে গেলো সঙ্গী বিশেষ।
কারো কথা দেয়া মানে নিয়ম ভাঙার
কষ্টের অতলতা বুঝিয়ে দেবার
সময় শেষে ফিরিয়ে নেবার
দিয়েছিল যা ঠিক আমার বলে।
কত দুঃস্বপ্ন কতভাবে বুঝিয়ে দিলো জীবনটাকে
দুঃসময়ে দোষে সবাই পারতপক্ষে পাশে কেবা থাকে?
কেবা মনে রাখে শুকিয়ে যাওয়া ফুলের আদল গন্ধ বিশেষ
কেবা মনে রাখে অমাবস্যায় চাঁদের আলো যদি হয় শেষ?
নিয়ম ভাঙ্গার গড়েছি জীবন
ভেঙ্গে চলি যখন তখন
আমিও একসময় মানুষ ছিলাম
তোমরা অমানুষ ছিলে যখন
২| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: কষ্ট শেষে ক্লান্তি ছিল
সময় শেষে মিলিয়ে গেলো
আমার ক্লান্তি রয়ে গেলো
হয়ে গেলো সঙ্গী বিশেষ।
পোস্টে অনেক ভাললাগা।
৩| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪১
বোকামন বলেছেন: ভালোলাগা ++
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।