![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রোতের বিপরীতে যে জীবন
অনাস্থার ধ্রুম্রজালে জড়িয়ে গেছে জীবনের প্রতিটি বাঁক
সাফল্যের প্রতিটি চূড়া যেখানে বন্ধুর
সেখানে স্বপ্ন দেখাটা গর্হিত পাপ ছাড়া কিছু নয়।
তবুও আমার গর্হিত পাপের বোঝা দিনকে দিন ভারী হয়
কঠিন শিলার মতো হয়ে যায় আবেগ
মুমূর্ষু মানুষের মতো; সাপের বিষাক্ত ছোবলের মতো
কষ্টে বিদীর্ণ বিক্ষিপ্ত বিভাজিত হই আমি...............
ভেঙ্গে আবার গড়ি
গড়ে আবার ভাঙ্গি, বিভাজিত হই
হয়তো মানুষ এমনই
শুদ্ধ পরিশুদ্ধের; পাপের খেলা চলে জীবনভর
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
আমি শফিক বলছি বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬
মায়াবী ছায়া বলেছেন: বেশ ভাল লিখেছেন ।।
ভাল থাকুন