![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনবে কি সে কথা
যা কানে কানে বলা হয়,
তোমার আমার আবেগের দ্বৈত পথচলা
হৃদয়ের সম্মতি, পাশাপাশি দুজনে
কি অদ্ভুতুরে জাগানিয়া বিস্ময়।
গাইবে কি সে গান
দুটি হৃদয়ের একীভূত এ গুঞ্জন,
ভেঙ্গে গড়ে হচ্ছি নিঃস্ব প্রতিনিয়ত
একি সর্ব-বিধ্বংসী প্লাবন!
এই চোখে রাখবে কি সেই চোখ
যার ভাষা এ চোখের প্রতিধ্বনি,
এই চোখে পড়লে সে ধ্রুপদী চোখ
কতো কি পড়ি কতো কি শুনি!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
আমি শফিক বলছি বলেছেন: আবেগে কাইন্দালাইছি
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
মায়াবী ছায়া বলেছেন: কতো সুন্দর কবিতা
অনেক ভাল লাগল
শুভ কামনা ।।