![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারা কখনো সমাজকে বদলে দেয়নি
বরং তারাই হরদম বদলে যায় বীভৎস রকম
ছিল টাকার আর ঘুণে ধরা সমাজের উদাত্ত স্বার্থান্বেষী আহ্বান
জাকঝমক জীবন আর লোভের লোলুপ দৃষ্টিতে দেশান্তরী তাদের মানবতা
তারা ভুলে যায় শিকড় আর আমাদের পিছুটান
তারা সদর্পে সগৌরবে পুণ্যের প্রাচীর নিয়ে ছেলেখেলায় মেতে উঠে বারংবার
রক্ত নিয়ে চলে রক্তারক্তির হোলি খেলা
তারা লাথি মেরে কেড়ে নেয় অনাথের আহার
কলি যুগে সত্য আশ্রয় নেয় গুহায়
পিছু পড়ে থাকে স্বর্ণালী গৌরবের অতীত
আহা মানবতা !
বিনম্রতার নেই কোন স্থান, বাসস্থান।
©somewhere in net ltd.