নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শফিক বলছি

তোমার আমার ভালোবাসা আরব্য রজনীর কল্পকাথা নিশ্ছুপ হয়ে শুনবে সবাই যেন নিঝুম রাতের নীরবতা

আমি শফিক বলছি › বিস্তারিত পোস্টঃ

এটা একটা শিরোনামহীন কবিতা -৫

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৯

আমি রাজনীতি বুঝি না

সত্য মিথ্যার প্রতিশ্রুতি বুঝি না

কে কাকে মেরে মেরে বড় লোক হল তাও বুঝতে চাই না

ইট ডাজ নট ম্যাটার,

কিচ্ছু যায় আসে না আমার

চাই ক্ষুধায় অন্ন, চাই ঘামের শ্রম

গরিব শ্রমিক পাক পেট পুরে আহার।



আমি মিছিল মিটিং বুঝি না

গ্রেনেডের স্প্রিঙটারে ক্ষত বিক্ষত লাশের সূক্ষ্ম বিশ্লেষণ আমার কাজ নয়

সুশীল সমাজ আর টক শো'র ঘ্যানঘ্যানানি বুঝি না

যখন আমার পিঠ আর পেটে অস্তির বলীরেখা

যখন আমার পাকস্থলী সংকুচিত হয় ক্ষুধার জ্বালায়

উষ্ণ মরুভূমির বালুর মতোই যখন জ্বলছে

ঠিক তখনই

তোমাদের দীর্ঘ কিংবা নাতিদীর্ঘ বক্তৃতার পূর্বে

আমি পেট পুরে আহার চাই

প্রতিশ্রুতি নয়

আমাকে বাঁচতে দাও

তোমার সত্য মিথ্যা প্রতিশ্রুতি শ্রবণ করার জন্য

রাজনীতি নিয়ে তোমরা হালচাষ করো

আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠো রাতারাতি

আমি শুধু অন্ন চাই, বস্র চাই বাসস্থান চাই

ব্যাস

এতোটুকু চাওয়া কি তোমরা দিতে পারো , পেরেছিলে!! পারবে কোনদিন?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫১

মোমেরমানুষ৭১ বলেছেন: আমি শুধু অন্ন চাই, বস্র চাই বাসস্থান চাই
ব্যাস
এতোটুকু চাওয়া কি তোমরা দিতে পারো , পেরেছিলে!! পারবে কোনদিন?

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

ডট কম ০০৯ বলেছেন: ভাল লাগে নাই

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

আমি শফিক বলছি বলেছেন: ভালো লাগে নাই ভালো কথা :)

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

ডট কম ০০৯ বলেছেন: :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.