![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি ভাবতে পারো
কখনো কি ভেবেছো সম্পর্কটাকে ঠিক আমারি মতন?
তোমায় ছাড়া বর্গাকার এই ঘরের কোণে নিঃসঙ্গ যাপন
কি যেন নেই ক্যামন, সুখগুলো নেই সুখের মতন
আলো আঁধারের লুকোচুরি
মনে নেই কোন অনুভূতি, ভিতরে পুড়ি
পুড়ে যাই, দগ্ধ বিদদ্ধ হই
অচেনা আমি, এ যেন আমি নই
তোমায় ছাড়া আমি ক্যামন শুন্য একা
ভালবাসা ভালো থাকে না, না পেলে যবে তোমার দেখা
©somewhere in net ltd.