![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি না থাকে মরার ভীতি
করতে পারো রাজনীতি।
ভালবাসা ভাসা ভাসা
কেন খুঁজে পাইনা
আস্তে করে কপালে টিপ
আর কিছু তো চাই না।
পাশের বাড়ির প্রতিবেশী
ইটিসপিটিস চায়
তোমার মনে কি যে আছে
বুঝা বড় দায়।
নির্বাচন এলে প্রতিশ্রুতির
বন্যায় ভাসে দেশ,
নির্বাচিত হইয়া গেলে
উধাও সবাই, খুব ভালো, বেশ বেশ বেশ।
সব কিছু বাড়ে
কাঁচাবাজার, পাকাবাজার সব কিছুরই দাম
স্থির হইয়া বইসা থাকে
বাড়ে না ইনকাম।
দেনাদার কত্ত ঘুরায়
করে না টাকা পরিশোধ
নেক্সট টাইমে আইসো ঘুঘু
কড়ায় গণ্ডায় হবে সব শোধবোধ।
©somewhere in net ltd.