নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

কেন নির্বাচন নামের এই সার্কাস থেকে আপনার দূরে থাকা উচিত?

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৬





১। শেখ হাসিনার আসন সহ ১৭৪ আসনে প্রতিদ্বন্দ্বীতা নেই। তার মানে তফসিল ঘোষনার দিনই আওয়ামীলিগ বিজয়ী। আপনার ভোট
দেওয়া না দেওয়া সমান।
২। নৌকা-ঈগল- লাঙ্গল-ট্রাক সবাই আওয়ামীলিগের প্রোডাক্ট। যাকেই ভোট দেন সবাই আওয়ামিলীগ। সবাই শেখ হাসিনার কাছে আসন
ভিক্ষা চেয়ে নিয়ে নির্বাচন করতেছে।
৩। আপনার বিকল্প বেছে নেওয়ার কোন অপশন নেই।
৪। কিছু জায়গায় নৌকা কে হারিয়ে স্বতন্ত্র কে বিজয়ী দেখানো হবে। যা পূর্বেই নির্ধারিত।
৫। স্বৈরাচার আর ফ্যাসিবাদ যত দীর্ঘ স্থায়ী হবে দেশের জন্য ততবেশী ক্ষতি হবে। দেশ কে বাচাঁতে আপনার দায়িত্ব আপনি পালন করুণ।



মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

নয়ন বড়ুয়া বলেছেন: তবে ভোট দিতে যাবো। নেতা-কেথাদের দেখানো উচিত আমি যে ভোট দিতে যায় সেটা...
শুভ সকাল দাদা...

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২১

তানভির জুমার বলেছেন: নেতা-কেথাদের দেখানো কিছু নাই, আপনার ভোট দেওয়া না দেওয়াতে তাদের কিছু আসে যায় না। ভোট দেওয়া থেকে বিরত থাকাই আপনার প্রতিবাদ।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫

বাকপ্রবাস বলেছেন: তাহার সার্কাস করিতে থাকিবে, ভান ধরিবে দেশের জন্য জানপ্রাণ। সার্কাসের ফাঁকে লুটের কাজটাও সমান তালে চলিবে। এসব করতে হলে এমন ভোট প্রয়োজন। ক্ষমতায় থাকলে সার্কাস এর বিচার হয়না

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৪

তানভির জুমার বলেছেন: দেশ ধ্বংস হোক তাতে এদের কিছু আসে যায় না। যে কোন মূল্যে ক্ষমতায় থাকাই এদের উদেশ্য।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৯

বিজন রয় বলেছেন: গতকাল শাহ আজিজ ভাইয়ের পোস্টে বলেছি, সার্কাস, সার্কাস!!
আপনিও আজকে বললেন সার্কাস, সার্কাস।

বিচিত্র দেশে বিচিত্র ভোট, সেলুকাস!

আপনি যে পয়েন্টসগুলো বললেন সব যুক্তিযুক্ত।

তবে অন্য কেহ হলে কি অন্য কিছু করতো?

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

তানভির জুমার বলেছেন: অন্য কেহ হলেও আপনার-আমার অবস্থান এর বিরোদ্ধে থাকতে হবে। অন্যায়ের বিরোদ্ধে অবস্থান না নিলে আপনি মানুষের কাতারেই না, অন্যায়টা যার সাথেই হোক না কেন। আসন ভাগাভাগি করে ক্ষমতায় থাকলে ৭১ দেশ স্বাধীন হত না।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



অবশ্যই আমি আমার ভোটাধিকার প্রয়োগ করবো ।
এটা আমার গণতান্ত্রিক অধিকার।
এটাকে যারা বাধাগ্রস্ত করে তারা জাতির শত্রু।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



অবশ্যই আমি আমার ভোটাধিকার প্রয়োগ করবো ।
এটা আমার গণতান্ত্রিক অধিকার।
এটাকে যারা বাধাগ্রস্ত করে তারা জাতির শত্রু।

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৯

তানভির জুমার বলেছেন: যারা স্বৈরাচারের দালাল তারাও জাতির শত্রু।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৮

প্রামানিক বলেছেন: আগের ইলেকশনে বলেছে ভোট দিতে আসলে ঠ্যাং ভাংগবো এ ইলেকশনে বলছে ভোট দিতে না আসলে ঠ্যাং ভাংগবো আমি এখন কোন দিকে যাবো।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫

শাহ আজিজ বলেছেন: ট্রেনে আগুন দেওয়ার পর আমি নড়ে চড়ে বসেছি যে লক্ষন তো ভাল নয় । এদের ঠেকাতে হবে যে কোন মুল্যে ।

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৩

তানভির জুমার বলেছেন: সারাদেশে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার মোতায়েন। রাস্তায় রাস্তায় পুলিশের তল্লাশি থাকার পরেও ট্রেনে আগুন।
তারপর ঢাকার রাস্তা ফাকা থাকার পরও ফায়ার সার্ভিস ১ ঘন্টা পরে আসে। আপনার বিবেক কি জাগ্রত হবে না?? কিছুদিন আগেও গাজীপুরে ট্রেনে আগুন দিয়েছিল। কারা কারা গ্রেফতার হয়েছে? তদন্ত প্রতিবেদন কোথায়? কার কার বিচার হয়েছে?

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৯

শেরজা তপন বলেছেন: ভোট তো দিতাম ভাই- আর কোনদিন সুযোগ পাই না পাই তাঁর ঠিক আছে!!
আপনি গ্যারান্টি দিবেন এই জীবনে এদেশে কোন একদিন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে পারব?

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩

তানভির জুমার বলেছেন: কেউ স্বৈরতন্ত্র কে সাহায্য করে, কেউ প্রতিবাদ নিয়ে স্বৈরতন্ত্র বিরোদ্ধে দাড়াঁয় । আপনি ভোট দিতে গেলে কেউ আপনাকে বাধা দিবে না, বরং টাকাও পেতে পারেন। আমাদের এলাকায় ভোট দিতে গেলে অটো-রিস্কা-গাড়ী, বাড়ীর গেটের সামনে থেকে এসে নিয়ে যাবে এও বলেছে। আপনি যাকে ইচ্ছা ভোট দেন তাতে তাদের কোন সমস্যা নেই।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কোন একটি দল বলল যে ভোট বর্জন করতে হবে । আর তাতেই আমরা ভোট দেব না এটা কোন কথা হতে পারে না যেই রাজনৈতিক দলগুলো ভোট বর্জনের কথা বলছে , দেশকে সমৃদ্ধ করতে দেশের সমস্যাগুলো দূর করতে তাদের কোন কর্মসূচি বা তাদের কোন পরিকল্পনা আছে কিনা তা আজও বাংলাদেশের মানুষ জানতে পারে নাই। বিগত দিন গুলিতে আমরা শুনে এসেছি তারা ঈদের পর সবকিছু করে ফেলবেন। কমপক্ষে ২৫ টা ঈদ চলে গেছে। তারা কিছুই করতে পারেন নাই। তাদের নাই কোন দর্শন , নাই কোন রাজনৈতিক বা অর্থনৈতিক পরিকল্পনা । তাদের নাই কোন নেতা

অবশ্যই আমি আমার ভোটাধিকার প্রয়োগ করবো ।
এটা আমার গণতান্ত্রিক অধিকার।
এটাকে যারা বাধাগ্রস্ত করে তারা জাতির শত্রু।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

নয়ন বড়ুয়া বলেছেন: কাদের জন্য বিরত থাকবো দাদা? যারা ট্রেনে আগুন ধরিয়ে দেয়, বাসে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দেয় তাদের জন্য? নিজের লাভ হেতু, অন্যের ক্ষতির কারণ হয়, তাদের জন্য?

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৬

তানভির জুমার বলেছেন: সারাদেশে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার মোতায়েন। রাস্তায় রাস্তায় পুলিশের তল্লাশি থাকার পরেও ট্রেনে আগুন

১১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

নাহল তরকারি বলেছেন: আওয়ামীলীগ তো মুক্তিযোদ্ধের সপক্ষের শক্তি। তারা প্রগতিশীল সমাজের প্রতিনিধি। তারা স্বাধীনতা চেতনায় বিশ্বাসী। তারপরেও তাদের নামে এত বদনাম কেন?

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

তানভির জুমার বলেছেন: আওয়ামীলীগ তো মুক্তিযোদ্ধের সপক্ষের শক্তি। তারা প্রগতিশীল সমাজের প্রতিনিধি। তারা স্বাধীনতা চেতনায় বিশ্বাসী। এই শব্দগুলোকে আওয়ামীলিগ সবচেয়ে বেশী বিতর্কিত করেছে।

১২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

রাজনৈতিক নেতা নামধারী কতিপয় গণ শত্রুর জ্বালা পুড়াও নীতির প্রতিবাদে দেশের মানুষের সুন্দর ভবিষ্যতের দাবিতে দলে দলে ভোটকেন্দ্রে হাজির হওয়া এখন সময়ের দাবি।

চলুন আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করি।
দেশের শত্রুদের প্রত্যাখ্যান করি।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭

আহমেদ জী এস বলেছেন: তানভির জুমার,



আমার প্রতিবাদের ভাষা
আমার প্রতিরোধের আগুন
দ্বিগুণ জ্বলে যেন......

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৬

নয়ন বড়ুয়া বলেছেন: লেখক বলেছেন: সারাদেশে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার মোতায়েন। রাস্তায় রাস্তায় পুলিশের তল্লাশি থাকার পরেও ট্রেনে আগুন
আপনার কী মনে হয়, সত্যিই আওয়ামীলীগের এর পেছনে হাত আছে? একটা ক্ষমতাশালী সংগঠন, সবকিছুই তাদের কন্ট্রোলে, অতচ তারা চাচ্ছে দেশে অরাজকতা চুলুক! হাস্যকর না বিষয়টা? আপনি কিংবা আমি ক্ষমতায় থাকলে কী করতেন সেটাও একটু ভেবে দেখুন। আপনি সম্ভবত তারেক রহমানের লাইভটি দেখেননি। আমি দেখেছি। ওখানে স্পষ্ট তিনি স্পষ্ট বলেছেন, ভোট ভন্ডুল করার জন্য যা যা করার দরকার সব করুন। একজন নেতার যদি লাইভে এমন বক্তব্য হয়, তাহলে আমরা সাধারণ জনগণ কাকে বিশ্বাস করবো? আমি ব্যক্তিগত ভাবে আওয়ামীলীগও না, বিএনপিও না। আমি একজন সাধারণ মানুষ। সাধারণ নাগরিক। আমার চাওয়াও সীমিত। আমি চাই দেশে শান্তি বিরাজমান থাকুক। আমার চারপাশ ভালো থাকুক।

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬

তানভির জুমার বলেছেন: ইতিহাস কিছু পড়ুন। দেশের ইতিহাস পড়ুন অতীতে কারা আগুন সন্ত্রাস চালিয়েছিল। হিটলারও নিজের লোক দিয়ে আগুন লাগিয়ে কমিউনিস্টদের ব্যাপকভাবে দমন করে ছিল। এখন যে কোন আগুনের ঘটনারই দায়ই বিরোধীদের উপর সহজে চাপানো যায়। নির্বাচন পূর্ব দেশে অরাজকতার লাভ কার? ২৮ তারিখের বিএনপি সমাবেশের হামলায় সরাসরি সরকার দলীয় লোক জড়িত এটা জাতীয় সংঘও বিবৃতি দিয়ে বলেছে।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭

অর্ক বলেছেন: শেখ হাসিনা সফল। তিনি বিজয়ী।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভারতের প্রার্থী?
অবস্থা ভয়াবহ!

১৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: জয় বাংলা। শেখ হাসিনা টানা ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী। অগ্রীম অভিনন্দন।

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩২

তানভির জুমার বলেছেন: মিশরের হোসনি মোবারক, লিবিয়ার গাদ্দাফি, জিম্বাবুয়ের মোগাবে, তিউশিয়ার বেন আলী। সবারই খুব বাজেভাবে পতন হয়েছে। আমরা চাই না শেখ হাসিনার এভাবে পতন হোক। পৃথিবীর কোন স্বৈরাচারই আমৃত্যু ক্ষমতায় থাকতে পারেনি।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪

কথামৃত বলেছেন: গল্প করি আসেন

১৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: আমি ভোট দিতে যাবো না।

২০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

রানার ব্লগ বলেছেন: আপনাদের কে মানা করছে ভোটে দাড়াতে। একজন উজবুকের তালে নেচে আপনাদের দশা আরো খারাপের দিকে যাবে।

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

তানভির জুমার বলেছেন: ইডিয়েট ছাড়া কেউ এ রকম ভোটে দাড়াবে না।

২১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভোট দেওয়ার ইচ্ছে নেই

২২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৭

নিমো বলেছেন: ছুডু ভাই, আগে এই দুই পয়সার বলগে একটু গণতন্ত্র আমদানি করে দেখান দেখি! সামান্য রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য কিংবা পছন্দের ন্যাকা আপুমনি অথবা দাদুদের বিপরীতে মন্তব্য সহ্য হয় না, কিন্তু হাসিনার পতন চেয়ে গণত্ন্ত্র কায়েম! হা-হা! হা-হা! পারলে এই বলগ নামক সার্কাসটা ঠিক করেনতো! ওহ! পারবেন না, আপনারা আবার বলগ দিয়ে ইন্টারনেট চলান কিনা!

২৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪০

ঢাবিয়ান বলেছেন: আপনারা না বললেও নির্বাচন থেকে মানুষ দুরেই থাকবে এবং ফাকা মাঠে গোল দিয়ে আওয়ামিলীগ আবারো সরকার গঠন করবে বিগত দুই নির্বাচনের মতই। এর দায় অনেকটাই বিএনপির উপড় বর্তায়। দেশের বৃহত্তম বিরোধী দল হিসেবে তারা কি কখনো চেষ্টা করেছে জনগনের কাছাকাছি যেতে ? নেত্রীর বিদেশে চিকিৎসার আবদার ছাড়া জনগনের দাবী দাওয়ার বিষয়ে মানুষ কি কিছু শুনেছে বিএনপি নেতাদের মুখে ? আর তাইতো নির্বাচনের প্রাক্কালে প্রায় দশ হাজার নেতাকর্মী কারাবন্দী হলেও দেশের মানুষ কোন উচ্চবাচ্য করে না তাদের সম্পর্কে। অথচ দীর্ঘকাল ধরে স্বৈরতন্ত্র জারী করে রাখা সরকারী দলের বীপরিতে দেশের বৃহত্তম বিরোধী দলের প্রতি মানুষের সহাভুতি ও নির্ভরতা থাকার কথা ছিল।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪

তানভির জুমার বলেছেন: মানুষের সহাভুতি ও নির্ভরতা বিএনপির উপড়ই আছে। ভিবিন্ন ইন্টারভিউ এবং জনমত জরিপগুলো দেখুন। সমস্যা হচ্ছে দীর্ঘদিনের চরম স্বৈরাচারী একটা সরকার যার ভয়ে মানুষ এখনও সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতেছে না।

২৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:১৫

আরোগ্য বলেছেন: ভেবেছিলাম এবার রক্ষা মিলবে কিন্তু কিছুই করতে পারলো না। অবশেষে রাত গেলেই নির্বাচন।

২৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১৫

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: ইডিয়েট ছাড়া কেউ এ রকম ভোটে দাড়াবে না।


কি চাচ্ছেন? কেউ এসে আপনাদের কোলে ক্ষমতার মসনদ তুলে দেবে? সাধারন জনগনের উপর বিশ্বাস আপনাদের নাই?

২৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জনগণের এখন কী কী দায়িত্ব পালন করা উচিত? আপাতত বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত?

২৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: আগামী ৫ বছরে বিএনপি বিলীন হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.