নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার হাজার কোটি টাকা খরচ করলেন। ইন্ডিয়া-চায়না-রাশা আপনাদের সাথে। দেশের সব প্রতিষ্ঠান আপনার সাথে। পুলিশ আপনার, নির্বাচন কমিশনার আপনার, জুডিশিয়ারী আপনার।
তাও ১৫% ভোটার আপনাকে ভোট দেয় না।
বিএনপির সিনিয়র লিডারশীপ পুরা জেলে। কারো কোনো প্রেজেন্স নাই পেপার-টিভিতে। শুধুমাত্র ফেইসবুক ছাড়া কোথাও বিএনপিকে দাড়াতে দেওয়া হয় না। বিএনপি যে ভোট বর্জনের ডাক দেয় - সেই খবরও ছাপা যায় না।
এই যে পুরা দেশ প্র্যাকটিক্যালি ভোট বর্জন করছে - তারা কার সাথে আছে?
শুধুমাত্র গোপালগঞ্জ ছাড়া শেখ হাসিনা পুরা দেশে যেকোনো সীটে ফেয়ার এলেকশান হলে হারবে। ঐখানেও হারতে পারে।
২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০
বিজন রয় বলেছেন: ১৫% কোথায় পাইলেন?
আমি তো দেখছি ৮%।
আপনি যা বলেছেন তা ঠিক আছে, কিন্ত আপনি বলেছেন দলীয় দৃষ্টিকোন থেকে।
এখন অন্যদল হলেও আওয়মীলীগের মতো করবে।
০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬
তানভির জুমার বলেছেন: ১৫% হল আওয়ামীদের ভাষ্য যদি তাদের ভাষ্য ধরেও নিই। সার্কাস কমিশন বলতেছে ৪০% ভোট পড়েছে। ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন, তারপর ১ ঘন্টায় ১৬% ভোট পড়েছে এইসব কথা তো পাগলও বিশ্বস করবে না।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: সাতকানিয়ায় ৯০% জামাত শিবির ভাই। ১/২ টা আসন দিয়ে পুরা বাংলাদেশের চিত্র মাপেন কেন ভাই?
৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: বিজন দা ৮% ভোট কাস্ট হয়েছে এই তথ্য কতটুকু অথেনটিক?
৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৯
আঁধারের যুবরাজ বলেছেন: সারাদিনে ১২৬ ভোট; আধাঘণ্টার ব্যবধানে ৭০০ প্লাস!
৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৭
৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৮
নয়ন বড়ুয়া বলেছেন: দুঃখের কথা কী আর কমু!
দুইবার ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গেছি, দুইবারই দুর্বৃত্তরা ককটেল ফাটাই দিছে...
পরে, সেই কেন্দ্রই বন্ধ করে দিছে...
৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
জ্যাকেল বলেছেন: Click This Link
এই হলো সারা দেশের অবস্থা
১০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
নূর আলম হিরণ বলেছেন: আওমীলীগ যদি ভোট বর্জন করতো তাহলে কত পারসেন্ট ভোট পরার সম্ভাবনা থাকতো তখন?
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫
তানভির জুমার বলেছেন: আওমীলীগ ভোট বর্জন আমি দেখিনি অতীতে। আওয়মীলিগ বলে ভবিষৎ বাংলাদেশে কোনকিছু এগজিস্ট করবে না।
১১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
জ্যাক স্মিথ বলেছেন: বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে তারা বুঝতে পাড়তো কত ধানে কত চাল, তখন কোটি কোটি মানুষ এক যোগে নৌকা মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রুখে দিতো। বিএনপির রাজনৈতিক দলের মৃত্যু হয়েছে তারা এখন জনবিচ্ছান্ন চোরাগুপ্তা হামলার জঙ্গি দলে পরিণত হয়েছে।
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩
তানভির জুমার বলেছেন: ২০১৮ বিএনপি গিয়ে যে ভুলটি করেছিল এবার তারা ভুল থেকে শিক্ষা নিয়েছে। আওয়ামী সন্ত্রসী কি কি করতে পারে বিএনপি জানে।
১২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৫
জ্যাক স্মিথ বলেছেন: আসলে বিএনপির' পক্ষে জনবল নেই যে কারণে আওয়ামীলীগের সাথে পারে না।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৬
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ওকে,মানুষ ভোট দিতে কম আসছে, তার মানে ধরে নিলাম সবাই বিএনপির নির্বাচন বর্জনের পক্ষে ছিল।
এখন এটাই যদি লজিক হয়, তাহলে বিএনপির হরতাল অবরোধের সময় রাস্তায় জ্যাম লাগে কেন?
অসহযোগের মানুষ অফিস আদালতে যায় কেন?
ব্যাংক থেকে টাকা তুলে ফেলা,বিল না দেয়ার আহবানে সাড়া দেয় না কেন?
তখন কি সবাই আওয়ামী লীগ ছিল?
১৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: জনগণ কারও সাথেই নেই। প্রাণের ভয়ে লোক সমাগম কম হয়েছে। কাউকে ভালোবেসে বা কাউকে ঘৃণা করে নয়।
১৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:০৪
জিকোব্লগ বলেছেন:
জনগণ আগামী ৫ বছর হাসিনার কমান্ড-ই মেনে চলবে।
কাজেই, প্রমাণ হল জনগণ হাসিনার সাথেই আছে।
"The BNP is a terrorist organisation," Hasina told reporters after casting her vote. BBC News
মোটিভ বলে, এবার হাসিনা বিএনপি কে পুরাপুরি নিশ্চিহ্ন-ই
করবেন। আর সেই ভাবেই নীল নকশা সাজাচ্ছেন। রোম
যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। বিএনপি শুধু
চেয়ে চেয়ে দেখবে, আর কিছুই করতে পারবে না।
১৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।
১৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৫
রানার ব্লগ বলেছেন: জনগন তারেক রহমান কে রামছাগল, গর্ধভ এবং উল্লুক মনে করে। বিএনপির নেতাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
১৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪১
তানভির জুমার বলেছেন: এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ওকে,মানুষ ভোট দিতে কম আসছে, তার মানে ধরে নিলাম সবাই বিএনপির নির্বাচন বর্জনের পক্ষে ছিল। এখন এটাই যদি লজিক হয়, তাহলে বিএনপির হরতাল অবরোধের সময় রাস্তায় জ্যাম লাগে কেন?
অসহযোগের মানুষ অফিস আদালতে যায় কেন? ব্যাংক থেকে টাকা তুলে ফেলা,বিল না দেয়ার আহবানে সাড়া দেয় না কেন?
তখন কি সবাই আওয়ামী লীগ ছিল?
আপনার প্রশ্নগুলো ভালো লেগেছে। আমি বিএনপির কোন কর্মীও নই। আওয়ামী আপশাসনে অতিষ্ট হয়ে বিএনপির সমর্থক বলতে পারেন।
সবারই পেট আছে। ইভেন বিএনপির একটিভ যে কর্মী তারও কাজ করে খেতে হয়। দেশে টানা ১৫ বছর ধরে স্বৈরশাসন চলতেছে। বিএনপির নামে লক্ষ লক্ষ মামলা-হামলা নির্যাতন- একটিভ সবাই মোটানুটি জেলে বন্দি। গত ১৫ বছর যে দলটার উপর রাষ্ট্রীয় পিষ্টপোষকতায় এমন কোন নি্যাতন নাই যা তার উপর চালানো হয়নি. তারপরও তো দলটা জিজের শক্তি নিয়ে টিকে আছে। দেশের প্রতিটা প্রতিষ্ঠান খুব নোংরাভাবে আওয়ামীকরণ করা হয়েছে। জনগণ আরো কষ্ট এলেও স্বৈরশাসন সময় চুপ থাকে । বুক বরাবর গুলি করলে কয়জন মানুষ আন্দোলনে যেতে চায়? একজন কে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের হামলা-লুটপাট চালালে কে আন্দোলনে যেতে চায়? যে কর্মসূচি পালন করলে তার কোন সমস্যা হবে না এটা সে স্ব-ইচ্ছায় পালন করে। যে কোন রাজনৈতিক আন্দোলনেই সরাসরি সাধারণ জনগণের সংশ্লিষ্ট কম ছিল। প্রশাসন যদি ৩০% ও নিরপেক্ষ থাকতো এতদিন কবে আওয়ামীলিগের পতন হয়ে যেত। তবে আওয়ামীলিগের পতন হবে সেটা খুব খারাপভাবে। পৃথিবীর অন্য স্বৈরশাসকদের মতই আওয়ামীলিগ হারিয়ে যাবে।
১৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখন রিজভী সাহেব কী করবেন?
তিনি কি প্রকাশ্যে আসবেন নাকি অজ্ঞাত স্থান থেকেই কঠোর কর্মসূচী চালিয়ে যাবেন?
২০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪০
হাসান রাজু বলেছেন: আওয়ামীরা জনগণকে ইডিয়েট আর অশিক্ষিত মনে করে না। মনেকরে - গাধা। এবং তারা সঠিক ।
২১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭
প্রামানিক বলেছেন: কি যে বলবো খুঁজে পাই না
২২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০০
জীবনের খেরোখাতা বলেছেন: এইসব গাঁজাখুরী তথ্য, উপাত্ত কোথায় পান?
২৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৫
জ্যাক স্মিথ বলেছেন: যতদিন আল্লাহ পাক শেখ হসিনার সাথে আছেন ততদিন শেখ হাসিনার কোন ভয় নেই। একটা জাতির জন্য স্বয়ং আল্লাহপাক নিজে যৌগ্যতম শাসক নির্ধারণ করিয়া দেন। ক্ষমতা দেয়া এবং ক্ষমতা কেড়ে নেয়ার মালিক একমাত্র আল্লাহ। বর্তমানে যারা ক্ষমতায় নেই তাদের ধৈর্য ধারণ করা উচিৎ, আর যারা ক্ষমতায় আছেন তাদের শুকরিয়া আদায় করা উচিৎ। একদিন না একদিন আ্লাহ পাক বাংলাদেশকে ইহুদী নাসাড়ার দেশ আমেরিকার থেকেও বেশী শক্তিশালী করে দিবেন, সারা পৃথিবীতে বাংলাদেশের পতাকা পতপত করে উড়িবে। - আমিন।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৫
তানভির জুমার বলেছেন: নরসিংদী সদর আসন, নুরালাপুর হাই স্কুল কেন্দ্রে. কোন ভোটার আসেনি. পুলিশ এবং স্থানীয় পোলাপান মিলে স্কুল মাঠে ক্রিকেট খেলতেছে. এটাই ভোটের চিত্র. ভিডিও লিংক ]