|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পুলিশ হেফাজতে নির্যাতনে বডি বিল্ডার মিস্টার বাংলাদেশ ফারুক হোসেনের মৃত্যু হয়। মিথ্যা অভিযোগে গ্রেফতারের পর থানায় পুলিশ নির্যাতন করতে থাকে। মামলা থেকে বাঁচতে হলে দুই পুলিশের সাথে ফারুক স্ত্রীকে রাত কাটানোর প্রস্তাব দেওয়া হয় আর চাওয়া হয় টাকা।  
প্রশ্ন: বিনা অপরাধে পুলিশের নির্যাতন থেকে বাঁচতে হলে আমাদের মা বোনদের কি রাতে পুলিশের বিছানায় পাঠাতে হবে? 
খবরের লিংক.
'পুলিশকে খুশি করলে স্বামীকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলো'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ। অভিযুক্ত ব্যক্তিরা হল।
মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শাহ পরান সহসভাপতি, মুরাদ হোসেন সহসম্পাদক এবং সাব্বির হাসান কার্যকরী সদস্য। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের অনুসারী। সবাই মীর মশাররফ হোসেন হলে থাকেন। 
খবরের লিংক.
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১০:২৫
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আর কবে এগুলো বন্ধ হবে, দেশ ও মানুষ শান্তিতে থাকবে ?
৩|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১০:৪৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১০:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বিবেক জাগ্রত হবে না
সময়টা এখন অন্যসময়---------
৪|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১০:৫২
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১০:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী যে হচ্ছে দেশে । আল্লাহ আমাদের হেফাজত করুন
৫|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১১:১০
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১১:১০
শাহ আজিজ বলেছেন: সব কিছু আউলায়া যাচ্ছে , রাশ টেনে ধরার এইতো সময় । নাহলে পুলিশ পুরুষ ধর্ষণ শুরু করবে ।
৬|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১১:৩৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১১:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিলেট এম সি কলেজেও একই ভাবে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল। সে ঘটনার বা অন্য ঘটনাগুলোর দ্রুত ও কঠোর বিচার হলে আজকে এই দিন দেখতে হত না...
৭|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১১:৫৬
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১১:৫৬
আলামিন১০৪ বলেছেন: রাজার দলের লোক, কিচ্ছুটি হবে না
৮|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  দুপুর ১২:২৩
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  দুপুর ১২:২৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দেশে এত শত ধর্ষণ হয়, সে সবের সব গুলোর বিচার হলে, অমানুষগুলো এই সাহস পেত না। একটা নারীকে দেখলেই কেন আমার তাকে ছুঁয়ে দিতে ইচ্ছা করবে, তার সাথে থাকতে ইচ্ছা করবে? এই সাইকোলজিই আমার মাথায় ধরে না।
৯|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  দুপুর ১:০৫
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  দুপুর ১:০৫
অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই। খুবই দরকারি একটি লেখা আমাদের জন্য। প্রথম ঘটনা টিভিতে দেখে আমি যারপরনাই লজ্জিত, হতাশ। তীব্র ধিক্কার জানাই। অল্প বয়সী মেয়েটার সাক্ষাৎকার দেখে হতবিহ্বল হয়েছি। অল্প সময়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেখতে চাই।
পরের ঘটনাও একইভাবে ঘৃণ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ের ভিতরেই দুষ্কর্ম ঘটিয়েছে পশুগুলো। সিসিটিভি ফুটেজে এসেছে সব। একইভাবে এখানেও অল্প সময়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। কোন্ রসাতলে যে যাচ্ছে দেশ! আওয়ামী বিএনপির বিষয় নয়। মানুষ সমাজ পঁচে গেছে। 
শুভেচ্ছা থাকলো ভাই।
১০|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  বিকাল ৪:১২
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ বড় ভয়ঙ্কর।
১১|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪  ভোর ৪:৫৫
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪  ভোর ৪:৫৫
জাহিদ হাসান বলেছেন: উদ্বিগ্ন হচ্ছি
১২|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১১:১৯
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১১:১৯
ধুলো মেঘ বলেছেন: আইন শৃঙ্খলা পরিস্থতির অনেক উন্নতি হয়েছে। আ'লীগের বহুল প্রচারিত 'আমার মেয়েটা ছোট - একজন একজন করে আসো' পরিস্থিতি থেকে এখন '১০ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন' পরিবেশে উন্নীত হয়েছে। তবে আমি বিশ্বাস করিনা সুবর্ণচরের মামলায় একজনেরও ফাঁসী বহাল থাকবে। প্রভাবশালীরা নিজেদের জীবন রক্ষায় প্রয়োজনে সব কিছু দিয়ে আপিল বিভাগের বিচারকদেরকে হাত করে খালাস আদায় করতে চেষ্টা করবে।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১০:১৫
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১০:১৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমরা আর কবে মানুষ হবো ???? ----কবে আমাদের বিবেক জাগ্রত হবে ?????