নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাত্ররা নিজেদের 'রাজাকার' বলে যে সিম্বোলিক প্রতিবাদ করেছে তা শতভাগ যৌক্তিক। কোন ফ্যাসিস্ট শক্তি যে ট্যাগ ব্যবহার করে মানুষকে নিপীড়ন করে, সেটিকে সর্বাত্মক প্রত্যাখ্যান করাই সময়ের দাবি। তাই ফ্যাসিস্ট শক্তি যদি বলতে চায় 'তুই রাজাকার', তাহলে আপনি রাজাকার নন প্রমাণ করার বলদে বলুন- 'হুম আমিই রাজাকার'। ফ্যাসিবাদের মুখের উপর এরচেয়ে বড় কোন চপেটাঘাত আর হয় না।
আমার আপনার ও সবার উপর যে মাফিয়াতন্ত্র জেঁকে বসেছে তার আত্মা হলো 'মুক্তিযুদ্ধের চেতনা', বলতে পারেন আওয়ামীদের নির্মিত ভুয়া চেতনা। তাই এই মিথ্যা 'চেতনা' ও বয়ানের উৎপাটন না করতে পারলে আপনার মুক্তি নাই।
২| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ৯:০০
ধুলো মেঘ বলেছেন: কোনভাবেই না। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার - এই স্লোগান কোনভাবেই স্বাধীন দেশে বসবাস করা বাঙালি মেনে নিতে পারেনা।
তবে, 'চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার' - এই স্লোগানের সাথে আমি শতভাগ সহমত।
তবে এসব স্লোগান দেখে জুনাইদ পলকদের কুত্তা পাগল হয়ে যাওয়া আমি বেশ উপভোগ করেছি।
৩| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ৯:০৯
এক্সম্যান বলেছেন: তাদের স্লোগান ছিল
আমি কে তুমি কে, রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে, সরকার সরকার।
এখানে কি তারা নিজেদের রাজাকার ঘোষণা করেছে নাকি বলেছে সরকার তাদের রাজাকার বলেছে?
কিন্তু ইসলাম বিদ্দেশিরা যেমন আউট অফ কনটেক্সটের খেলা খেলে এখানেও একই খেলা খেলছে। তারা শুধু আমি কে তুমি কে, রাজাকার রাজাকার নিয়েই লাফাচ্ছে, বাকিটা বাদ। তাদের লাফানো দেখে মনে হচ্ছে এটাই তাদের পরিকল্পনা ছিল। প্রথমে রাজাকার বলে উত্তেজিত করো, তারপর তারা রিয়াকসন দিলে সেই রিয়াকসনের উপর ভিত্তিকরে সন্ত্রাসী লেলিয়ে দাও। শিবির বানাও, জামাত বানাও।
৪| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ৯:১৭
হাসান কালবৈশাখী বলেছেন: ২০১৮ আন্দোলনেও "আমি রাজাকার" ব্যানার ছিল।
স্লোগান একটাই ছিল "আমি রাজাকার" একরাত ও একদিন ব্যাপি ।
এরপর প্রবল বিতর্ক উঠায় স্লোগান পরিবর্তন হয়েছে।view this link
৫| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ৯:২৮
নূর আলম হিরণ বলেছেন: যারা এ ধরনের স্লোগান দিয়েছে তারা পুরো আন্দোলনটাকেই মাটি করে দিয়েছে! কে কি বলেছে সেটা বিষয় নয় এ ধরনের স্লোগান মুখ থেকে বের হওয়াটাই নির্বুদ্ধিতা।
৬| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
রাজাকারকে রাজাকার বলা হলে একমাত্র রাজাকার বাদে অন্যকারো গায়ে লাগার কথা না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি শিশু? যে শব্দটি গালির চেয়েও জঘন্ন খারাপ তা দিয়ে নিজের পরিচয় ঘোষণা করছে?
এটা যে রাষ্ট্রোদ্রোহীতার সামিল সেই বোধটুকু নেই।
ওদের চিরদিনের জন্য শিক্ষা হোক। পিটিয়ে পাছার চামড়া তুলে ফেলতে হবে।
৭| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০১
এক্সম্যান বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
রাজাকারকে রাজাকার বলা হলে একমাত্র রাজাকার বাদে অন্যকারো গায়ে লাগার কথা না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি শিশু? যে শব্দটি গালির চেয়েও জঘন্ন খারাপ তা দিয়ে নিজের পরিচয় ঘোষণা করছে?
এটা যে রাষ্ট্রোদ্রোহীতার সামিল সেই বোধটুকু নেই।
ওদের চিরদিনের জন্য শিক্ষা হোক। পিটিয়ে পাছার চামড়া তুলে ফেলতে হবে।
একজন সন্ত্রাসী ভারতের দালালের মুখে এই ধরনের কথাই শোভা পায়।
এবারই প্রথম নয়, নিরাপদ সড়ক আন্দোলন, আগের কোটা সংস্কার আন্দোলন, শিক্ষকদের আন্দোলন সব আন্দোলনেই ফর্মুলা এক। সন্ত্রাসী বাহিনি লেলিয়ে দিয়ে লাস ফেলে দাও বাকিগুলো এমনি চুপ হবে।
৮| ১৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০৪
নতুন বলেছেন: প্রথমে তাদের স্লোগান ছিলো আমি কে তুমি কে, রাজাকার রাজাকার
সেটা কোন ক্রমেই সমর্থন করা যায় না।
তবে, 'চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার' - এই স্লোগানের সাথে আমি শতভাগ সহমত।
প্রধানমন্ত্রীও হয়তো ছাত্রদের রাজাকার বোঝায়নাই। তিনি বলেছিলেন যে কোটা মুক্তিযোদ্ধাদের নাতীদের দেবো না কি রাজাকারদের। তার অর্থ তিনি আন্দলনকারীদের রাজাকার বলেন নাই।
জামাত/ শিবিরেরের পোলাপাইনই আমি কে তুমি কে, রাজাকার রাজাকার
স্লোগান দিতে পেরে তৃপ্তি পাবে।
সাধারন ছাত্ররা সেটা বুঝতে পেরে এখন স্লোগান পাল্টেছে, এটা ভালো দিক।
এটা গোছানো আন্দোলন না। তাই এমনটা হয়েছে।
কিন্তু জামাতী/শিবিরের তৃপ্তি পাবার কিছু নাই। সাধারন জনগন এখনো পাকীপন্হি মনভাব ঘৃন্যা করে। আয়ামী বিরোধিতা করা পাকীপ্রেম না, এটা তাদের বোঝা উচিত।
৯| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা কোন সঠিক কথা হতে পারে না।
১০| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৪
বিদ্রোহী পুরুষ বলেছেন: বঙ্গবন্ধু বেচে থাকলে আজ তিনি লড়তেন এই বৈষম্যের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই চেতনা ব্যবসায়ীদের বিরুদ্ধে।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ৮:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: মুক্তিযুদ্ধকে অপমান করে কোন বাঙালী ছাত্র এ ধরণের স্লোগান নিতে পারে না। শান্তিপুর্ণ এই আন্দোলনে আপনারা মানে, জমাত-শিবির অনুপ্রবেশ করে মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলনে পরিণত করেছেন, ইহা আর এখন কোটা আন্দোলন নেই ইহা পাকিস্তানি আন্দোলনে পরিণত হয়েছে।