নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সজীব ওয়াজেদ বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে তিনি (জয়) বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন। সামনে এগিয়ে যেতে তিনি তাদের (বিএনপি) সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি। আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি। আমরা সব সময় সমঝোতার পথ খুঁজতে পারি।’ প্রতিশোধের রাজনীতি পরিহার করি। আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি—তা (জাতীয়) ঐক্য সরকার হোক, বা অন্য কিছু হোক।’
খবরের লিংক.
২| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৭
তানভির জুমার বলেছেন: আমাকে একজন বললো যে গোপালগঞ্জে নাকি কোনো চুরি-ডাকাতি হচ্ছে না। বাংলাদেশের চোর-ডাকাতদের মধ্যে এই যে একটা মিউচুয়াল রেস্পেক্ট - এটি কিন্তু শিক্ষণীয়।
ভাই কেন ভাইয়ের বাড়ীতে ডাকাইতি করবে?
৩| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫০
সোনাগাজী বলেছেন:
সে কোমলমতিদের সাথে কাজ করতে চায় না?
৪| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১২
ইমরান৯২ বলেছেন: আবালের কথায় কেউ কান দিবেন না
৫| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আওয়ামীলীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রতিটা হত্যাকাণ্ডের এবং নির্যাতনের সুস্থ বিচার করতে হবে। এদেরকে ছাড়া যাবে না।
৬| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৯
নতুন বলেছেন: সত্রুর সত্রু বন্ধু।
ধান্দাবাজদের সত্রু দেশপ্রমিকরা।
যারা দূনিতি বন্ধ করতে চায়, তাদের বিপক্ষে যারা তারা একদল হয়ে হুক্কা হুয়া তো বলবেই।
জয় তো চাইছিলো মোদি যেন সেনা পাঠায় তারেক পাকি সেনা আনতে চাইবে।
এমনকি দুজন মিলে পাকি + ভারতীয় যৌথ বাহিনির প্রস্তাবও করতে পারে....
ধান্দাবাজদের পেটে লাথি দিয়েছে ছাত্রদের এই আন্দোলন।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৫
আহলান বলেছেন: তার দল এক সময় জামাতকে নিয়েও রাজনীতি করে মসনদে অধিষ্ঠিত হয়েছিলেন। পরবর্তী ইতিহাস সবাই জানে। এখন ছলে বলে কৌশলে বাংলার মসনদ ধরে রাখতে ভারতের গুটি হিসাবে কাজ করছে তিনি। আমার যা মনে হয়।