নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনু্য্য

কে এ এম শফিউল আলম প্রিন্স

কে এ এম শফিউল আলম প্রিন্স › বিস্তারিত পোস্টঃ

কোন এক মঞ্চনাটকে

২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৪১

কোন এক আর্তনাদে কেটে গেছে রাতভরা ঘুম ।
শুনেছি কোন এক নারী তাঁর শাড়ির আঁচলে লুকিয়েছে ব্যথা ।
কতগুলো নিশি পাখি বুক ফেটে দিয়ে গেছে জল ।
পথের চলন্ত ধূলো থেমে গেছে মাইক্রোবাসের পাশে ।
দেখে গেছে পশুদল, অবিকল মানুষের মত ।
হাত আছে, দেহ আছে, দেহে আছে সম্ভ্রমের পোশাক ।
হয়তোবা মস্তিষ্কও আছে, দু- চার ফোটা মনুষ্যত্ব ছিল যাতে ।
এ বিষয়ে নিশ্চিত বেশ, এখন আর নেই ।
বীভতস্য এক মঞ্চনাটক যাচ্ছে ঘটে বাস্তবের পটে ।
ওই ওরা পশুদল অভিনয় দক্ষতাতে বুঁদ ।
ক্রমাগত একে একে চিঁড়ে দিল নারীর শরীরে,
বিষাক্ত পশুদের নখরে পাপের আঁচড় ।
কি তাদের দারুন দক্ষতা, কি সুনিপুণ অভিনয় হয় ।
এ যেন নাট্যমঞ্চ নয়, এ যেন বাস্তবের কথা ।
তাদের পশুচোখ জ্বলে অন্ধকারে ।
কি ভীষন নৃশংস, কি দারুন লাল লাভাময় ।
নারী কিন্তু অভিনয়ে কাঁচা ।
ক্রমাগত আর্তনাদে মেখে ফেলে কালোর শরীর ।
টেনে নিতে চায় কেবল নিজদেহে সম্ভ্রমের দাগ ।
চোখে তাঁর বাঁচার আকুতি, নাট্যমঞ্চ ব্যর্থ পড়ে থাক ।
রক্ত ছিড়ে, মাংস ছিঁড়ে,
ক্রমাগত উগরে আসা তীক্ষ্ণ চিতকারে,
ডাকছে সে অগনিত দর্শকে ।
আজ সে অভিনেত্রী নয় ।
নারীত্বের সাথে যায়না অভিনয় ।
এখানটাতে সব নারী কাঁচা ।
নারীত্বের পৃষ্ঠাটিতে একমাত্র শব্দ আছে "বাঁচা" ।
সে শব্দের লালনে পালনে গড়ে ওঠা নারী ।
আজ পথে হারিয়েছে সম্ভ্রমের শাড়ি ।
জানলো না নগরবাসী, জানলো কেবল সেই মাইক্রোবাস ।
হয়তোবা জানবে কোনদিন সেই ইতিহাস ।
যে ইতিহাস খুলে থাকে সবার ভেতরে,
গোচরে- অগোচরে,
মানুষ কিংবা পোশাক পড়া পশুদের মস্তিষ্কের ঘরে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.