নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনু্য্য

কে এ এম শফিউল আলম প্রিন্স

কে এ এম শফিউল আলম প্রিন্স › বিস্তারিত পোস্টঃ

প্রাকৃতিক বিভ্রান্তি

১২ ই জুন, ২০১৫ দুপুর ১২:২৫

সব ছিল ঠিক আগের মত ।
বাসের গায়ে রোদ ছিল,
মানুষের গায়ে ঘাম ছিল,
রাস্তার গায়ে যন্ত্রণা ছিল ।
এলাকার কুকুরগুলো প্রতিদিনের মত মুমূর্ষু তৃষ্ণাতুর হয়ে বেড়িয়ে গিয়েছিল জলের সন্ধানে ।
কাকগুলোর চোখ মানুষের দিকে চেয়ে হিংসায় জ্বলজ্বলে হয়ে উঠেছিল আজো ।
এর মাঝে হঠাত কখন যেন ভঙ্গ হলো আনুষ্ঠানিকতা ।
রোদগুলো সরিয়ে, গাছের পাতার ফাঁক গলে অসীম অনন্ত থেকে সুগভীর কালো এসে চুমু খেল মাটির শরীরে ।
আলোক দেবতা সূর্য প্রচন্ড অপমানে সরিয়ে নিল মুখ ।
সারি সারি কালোর মাঝে মেঘবিন্দুগুলো দল বেঁধে দাঁড়িয়ে গেল প্রাণোচ্ছলতায় ।
উত্তরের ঝড়ো বাতাসে ততক্ষনে পৌঁছে গিয়েছে প্রাণের খবর ।
দিগন্ত উজাড় করে, কতগুলো লঞ্চকে সলিল সমাধি দিয়ে এগিয়ে এসেছে রণাঙ্গনে ।
এখন বৃষ্টি হবে ।
মেঘের শরীর নগ্ন করা বৃষ্টি ।
ধুয়ে যাবে সৃষ্টিকূল, নোরা, সাথে সুন্দর যেকোন ।
হয়তোবা বিলীন হবে কতিপয় মানুষ কিংবা প্রাণ ।
প্রকৃতির দুঃখ নেই তাতে,
নিজের বুকে ফিরিয়ে নেয়া নিজের পরিচয় ।
ক্ষতি কি ?
আরো অনন্ত সময় যে আছে হাতে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.