নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনু্য্য

কে এ এম শফিউল আলম প্রিন্স

কে এ এম শফিউল আলম প্রিন্স › বিস্তারিত পোস্টঃ

কোন এক জাতির ডায়েরী

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৮

কোন এক জাতির শরীরে বয়ে বেড়ানো ডায়েরী ।
সাদা পৃষ্ঠাগুলো দিনের পর দিন কালি মেখে রঙিন হচ্ছে অনবরত ।
এক মানুষ, দুই মানুষ করে অনেকগুলো মানুষ এসেছে জাতির গর্ভে ।
মানুষগুলোর মাঝে মাঝে আঁকা হয়েছে কত রাগ, দুঃখ, ক্ষোভ ।
কতিপয় বৃদ্ধ হয়েছে, কতিপয় হয়েছে আরো বেশি যুবক ।
নড়বড়ে মেরুদন্ডগুলো একের পর এক প্রমাণ করে গেছে, তারা বেঁচে থাকতে জানে ।
পৃষ্ঠার পর পৃষ্ঠা বেড়ে গেছে ।
নতুন ডায়েরী পুরনো হয়েছে কোন একদিন।
আবার এসেছে নতুন সরবরাহ ।
গুদামঘরে ঘুমিয়ে থাকা ছাড়পোকার সঙ্গী হয়ে আজ পুরাতনগুলো বাঁচে ।
নেই কোন রঙের আনাগোনা, নেই কোন আলো ।
এখানে কেবল চির অমাবস্যার রাত ।
হয়তোবা কিছু উইপোঁকা পেটের দায়ে রেখে গেছে খবর ।
সে কি আর কোন ধন্যবাদ পাবে ?
পুরাতন ছেঁড়া ডায়েরীগুলো শেষে ইতিহাস নামে থাকে ।
কালো ইতিহাস, সাদা ইতিহাস, মরচে ধরা ইতিহাস ।
নতুনের অনাদরে পুরাতন বাঁচে মুমূর্ষু লাশ হয়ে ।
তারপর হঠাত করে একদিন,
দরজা খুলে ক্লান্ত এক নতুন ডায়েরী আসে ।
যে আজ পুরাতন অন্য কোন নতুনের ভিড়ে ।
নোংরা গুদামঘরে, বরণ করে নেয় পুরাতন যারা ।
তখন বুঝে নেয়া, এর নাম ইতিহাস ।
দম বন্ধ করে, অন্ধকার ঘরে একলা বেঁচে থাকা মৃত্যুর পরে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.