নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনু্য্য

কে এ এম শফিউল আলম প্রিন্স

কে এ এম শফিউল আলম প্রিন্স › বিস্তারিত পোস্টঃ

আমিও সাধারন

২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:০৪

জাতির যখন হৃদয় বিষ্ফোরণে কান্না বৃষ্টি হলো,
তখন আমি শীতের আড়ে ঘুমিয়ে ছিলাম ।
রাস্তায় রাস্তায় হেঁটে তখন আমি দালান সাড়ি দেখি ।
উঁচু উঁচু দালান সব,
তাদের ফাঁকে লুকিয়ে থাকা পাতা ও ফুলের ঝাঁক-
কি মুগ্ধ হয়েই না দেখি সে সব ।
আঙ্গুলের ফাঁকে সিগারেট সুখ চাহুনি দেয় ।
সেই সিগারেটের ধোঁয়ায় আকাশটাকে ঝাপসা করে দিয়ে আমি নীল খুঁজে গিয়েছি।
আমার আশে পাশে সাঁই সাঁই ছুটে চলা বাস, ট্রাক, গাড়ি ।
আমার উল্লসিত হৃদয় তাদের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছিল।
আমি বাঁধাহীন, মুক্ত, বিত্তহীন জীবনের স্বাদে জিভ ভিজিয়ে বসে ছিলাম ।
অথচ জাতি ছিল দুঃখে জর্জরিত ।
ক্লান্ত, দরিদ্র, অসহায় হয়ে বার বার চোখ ঘুড়িয়ে খুঁজে গেছে আমায় ।
ডেকে গেছে আমায় ক্ষুধার্ত শিশুটির মত ।
আমি খুব দায়িত্বহীন, অলসের মত মুখ ঘুড়িয়ে থেকে রংধনু খুঁজে গিয়েছি আকাশ জুঁড়ে ।
মুখে কেবল বলে গিয়েছি অবসন্ন স্বরে,
আমিও দশজন সাধারনের মত ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.