নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনু্য্য

কে এ এম শফিউল আলম প্রিন্স

কে এ এম শফিউল আলম প্রিন্স › বিস্তারিত পোস্টঃ

মানুষ দেখে ভয় পাই

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১

দেখেছি একাত্তরে রক্ত অগনিত।
দেখেছি কতিপয় অস্ত্রধরা মানুষের হাত ।
বিবস্ত্র নারীর দেহে কি করে তা আঁকিবুঁকি খেলে,
কি করে কেড়ে নেয় এক শহর মানুষের রাত।
পড়ে থাকা লাশের ভেতরে ভেতরে,
আনন্দের হল্লা হয়ে ছোটে।
ওরাও মানুষ, কতিপয় মানুষের গর্ভজাত।
পোশাকের নিচে ছদ্মবেশে, কী ভীষণ কীটের উতপাত।
মানুষের রক্তস্নানে লাল হয়ে তবু প্রাপ্তির গান গায়।
ওরাও ছিল আমাদেরই গোত্রগত,
পার্থক্য শুধু হৃদয়ে জল নাই।
হায়েনা দেখে সদিন ভয় পাইনি, তবু
মানুষ দেখে তখন কেবলই ভয় পাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.