![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ ঘুমানো রাতে বলে গেছি চাঁদে কত কথা।
হেঁটে গেছি, থেমে গেছি হেঁটে,
অথবা আকর্ষনহীন হাতদুটো কেঁটে,
বুলিয়ে গেছি মাথা চেতনার বুক, পিঠ, পেটে।
ওইখানে যত মত, যত ছিল আপনার ব্যথা,
বেড়িয়েছে মস্তিষ্ক ফেঁটে।
তবুও খোলেনি মুখ, যত সুখ, ইতিহাসে গাঁথা।
মানুষ ঘুমানো রাতে বলে গেছি চাঁদে কত কথা।
আমি আজ স্থির বড় বুকে হাটা শামুকের মত।
চাঁদের কাছে কিংবা সূর্যের দূরে,
অথবা অবস্থানহীন চিন্তার সাগরে,
ক্ষুদ্র কিছু বিভীষিকা, অনামিকা লুটানো অধরে।
ওইখানে যত ঢেউ, যত তার পিপীলিকা স্রোত,
পাইনি তা দেহের ভেতরে।
তবুও হৃতপিন্ড বাজে, তার কাজে, খুব অবিরত।
আমি আজ স্থির বড় বুকে হাটা শামুকের মত।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪
অন্ধবিন্দু বলেছেন: মানুষ ঘুমানো রাতে বলে গেছি চাঁদে কত কথা।
আমি শুনলেম আপনার কথা।