নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনু্য্য

কে এ এম শফিউল আলম প্রিন্স

কে এ এম শফিউল আলম প্রিন্স › বিস্তারিত পোস্টঃ

আমি এবং আমার চেতনাগুলো

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

মানুষ ঘুমানো রাতে বলে গেছি চাঁদে কত কথা।
হেঁটে গেছি, থেমে গেছি হেঁটে,
অথবা আকর্ষনহীন হাতদুটো কেঁটে,
বুলিয়ে গেছি মাথা চেতনার বুক, পিঠ, পেটে।
ওইখানে যত মত, যত ছিল আপনার ব্যথা,
বেড়িয়েছে মস্তিষ্ক ফেঁটে।
তবুও খোলেনি মুখ, যত সুখ, ইতিহাসে গাঁথা।
মানুষ ঘুমানো রাতে বলে গেছি চাঁদে কত কথা।

আমি আজ স্থির বড় বুকে হাটা শামুকের মত।
চাঁদের কাছে কিংবা সূর্যের দূরে,
অথবা অবস্থানহীন চিন্তার সাগরে,
ক্ষুদ্র কিছু বিভীষিকা, অনামিকা লুটানো অধরে।
ওইখানে যত ঢেউ, যত তার পিপীলিকা স্রোত,
পাইনি তা দেহের ভেতরে।
তবুও হৃতপিন্ড বাজে, তার কাজে, খুব অবিরত।
আমি আজ স্থির বড় বুকে হাটা শামুকের মত।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪

অন্ধবিন্দু বলেছেন: মানুষ ঘুমানো রাতে বলে গেছি চাঁদে কত কথা।

আমি শুনলেম আপনার কথা।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.