![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক রাজপথ অবশেষে জীবন খোঁজে দেহে।
দাঁড়াতে চায় উঠে, পদে কিছু প্রাণ ভর করে।
অথবা দিগন্ত থেকে ছুটি নিয়ে শতাব্দীর শীর্ষভাগ পড়ে।
দেহ জুড়ে আহাজারি, প্রাণজুড়ে নিষ্প্রাণের ছায়া,
ভাল লাগেনা আর।
কত সে টেনেছে বোঝা, কত নিল প্রাণের পাহাড়।
এরপরও 'নিজদেহে প্রাণ', খুঁজে পায়নি সে তারে।
মানুষের পায়ে পায়ে রেখে গেছে ধূলা।
সেই ধূলা যায়নি ধুঁয়ে, জমে গেছে পিচের শরীরে।
কত হলো বৃষ্টি নিয়ে কাঁদা।
কত হলো রাত ও দিনে ঘুটঘুটে কালো থেকে সাদা।
তবু আজ রয়েছে ধরে, স্মৃতির পরে, সেই সব দাগ।
বলে গেছে শেষে, থাক কিছু থাক।
কত আর দিন বাকি!
একদিন পাবো নাকি প্রাণ?
যেই দিন হবে মোর সুপ্ত ঘোরে প্রেম অভ্যূত্থান।
সেই দিন নিয়ে যাবো তারে, আলোর পাহাড়ে।
যেখান থেকে দেখবে চেয়ে দিগন্তের বাসনাগুলো শুষে,
আর কিছু মানব শিশু আলতো করে কোল নেবে চুষে,
যেদিন ঘুমাবে সে প্রাণটারে নিজে ভালবেসে।
©somewhere in net ltd.