নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনু্য্য

কে এ এম শফিউল আলম প্রিন্স

কে এ এম শফিউল আলম প্রিন্স › বিস্তারিত পোস্টঃ

অনূর্ধ্ব শতাব্দী পরে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

অনূর্ধ্ব শতাব্দী পরে, আজ ওদের মানুষ হবার কাল।
আজ ওরা ফিরবে ঘরে।
আজ ওরা গঙ্গা স্নান করে জলের সাগরে কিছুটা লুটোপুটি খেয়ে,
আবার ফিরে যাবে শৈশবের বরে।
জীবনের কিছু কিছু বাঁকে, নানা ঘুরপাকে
হারিয়ে আসা কিছু সম্ভ্রম,
আজ আবার ফিরবে তাদের হয়ে।
অথচ, তারা আর নেই বলে কারো,
জীবন ভাঙ্গেনি নোঙ্গর,
ফেলেনি জল মেঘদল হতে।
সূর্যের লজ্জ্বায় চাঁদের কাছে বসে,
হয়নিতো প্রজা রাজা সেজে থেকে।
যখন কিংবা তখন,
মূদ্রাদোষে হয়েছে নর্দমার দাস।
ছুঁড়ে ফেলে মানুষটিকে,
করেছিল যাদের সাথে বাস,
আজ আবার ত্যাগ করে সে জীবনটাকে,
দিনের কালে, মনের অভুলে, রাত্রির ডালে চেপে,
হেঁটে হেঁটে ফিরে আসে স্রোতে,
যে স্রোত দিগন্ত নিয়ে বসে আছে বহুকাল ধরে,
ফিরিয়ে নেবে বলে মানুষেরে মানুষের দলে।

(বয়ঃপ্রাপ্তির সাথে সাথে মানুষের ভেতরে মনুষ্যত্বের যে পুণর্জাগরণ ঘটে, সে বিষয়ের আলোকপাতে লেখা।)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

মেজদা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.