নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনু্য্য

কে এ এম শফিউল আলম প্রিন্স

কে এ এম শফিউল আলম প্রিন্স › বিস্তারিত পোস্টঃ

ক্রয় বিক্রয়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬

এমতাবস্থায়, আমি মানুষ হয়ে হাঁটি।
পতিতালয় হয়ে মন্ত্রণালয়,
বস্তী হয়ে বহুতল আধুনিক দালান,
অথবা
বেঁদের নৌকা হয়ে এফ.ডি.সি.;
যেখানেই যাই না কেন,
সেখানেই আমি মানুষ হয়ে হাঁটি।

এবং ওরা সকলে,
মুছে ফেলে আমার চলাচল,
ঢেলে দেয় নিজ উপাসনা।
কাঁদা থেকে জল, নর্দমা আর কীট ডিম্বকখানি,
খনি থেকে উপচে আসা লোলুপ নৃশংসতা,
যার নিচে চাঁপা পড়া মনুষ্যত্বগুলো আজ আমার চোখে কাঁদে।
সেসবের পর্বত গড়ে অকৃপণ হাতে।
ওখানে যা মনুষ্যত্ব ছিল,
বিকে যায় নামমাত্র দরে।

অবশেষে দরিদ্র চাষা সেই স্বস্তা মনুষ্যত্ব কেনে।
ধানের গোলায় ভরে জমিয়ে তোলে দিনের পর দিন,
সন্তান পাবে বলে তার উত্তরাধিকারে।
কোন একদিন, হয়তোবা কোন এক সুদূর বছরে,
হাজার লোকের সামনে দাঁড়িয়ে
বুকের শ্বাস জমিয়ে, সম্মানের ভারে
বুক ফুলিয়ে উঠবে বলে খোকা,
"বাজান দিছে এ আমারে অঢেল, ছোট্ট এক ধানের গোলা ভরে।"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬

বিজন রয় বলেছেন: একথায় অসাম।
+++++

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.