নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত দুর যাই আমি, আরো যত দুর , ফিরিতে যেন পারি আমি আমার দেশের এই নরম ঘাসের তলে......

মুশি-১৯৯৪

পলায়ন করিব না, কেননা পলায়নে পরাজয়, আমি বরং ধ্বংস হইব ,তবু পরাজয় বরন করিব না ......

মুশি-১৯৯৪ › বিস্তারিত পোস্টঃ

ফুরিয়ে এসেছে কলমের কলি, তাই যে কথা বলতে পারিনি সে কথা বলছি আজ.....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১



এখন গ্রন্থকার হওয়া খুব সহজ হইয়া গিয়াছে,যে কেউ চাইলেই বই ছাপাতে পারেন। বই মেলায় নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা হাজার ছাড়াইয়া গিয়াছে। অধিকাংশ গ্রন্থকার মনে হইতেছে সাম্রাজ্যবাদ ভাবধারার কাছে নতি স্বীকার করিয়াছে, আমরা সকলেই এই ভাবধারার আধিপত্য প্রতিষ্ঠা করিতে বদ্ধ পরিকর। অবশ্য সাম্রাজ্যবাদের সাংস্কৃতিক প্রকাশ এমনই হইয়া থাকে।

’তৃতীয় বিশ্বের সাহিত্য’ নামে ইংরেজি পত্রিকায় একটি কলাম পরিয়াছিলাম,সেখানে বাংলাদেশের বই মেলা নিয়ে বহু প্রশংসা রহিয়াছে।ইহা লইয়া আমরা আত্নপ্রসাদে লিপ্ত হইতে পারি। অনেকেই হয়ত বলিবেন, ইহা এমন কি নতুন বলা হইল ? আমাদেরকে তৃতীয় বিশ্ব বলিয়া যে আখ্যায়িত করা হয় তাহার মধ্যে লুকায়িত আছে এক সত্য,বিশ্ব যে স্বাধীন ও পরাধীন এই দুই ভাগে বিভক্ত এই সত্যটি নানা কথার অলংকারের আড়ালে চাপা পড়িয়া যায়।এই সত্যটি অন্তত আমার শ্রবন-প্রতিবন্ধি দুই কান পর্যন্ত আসিয়া পৌছাইয়াছে।কোন দেশের সাহিত্যকে দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের বলিয়া আলাদা করাটা হইতেছে উপনিবেশবাদের বর্তমান রুপ।

বিশ্বকে আমরা যাহার যেমন ইচ্ছা ভাগ করিতে পারি,সেই ভাগাভাগিতে আমার কোন আপত্তি নাই,আমার আবেগ অন্যত্র আর তাহা হইল সাহিত্য লইয়া ভাগাভাগি। বেশি পিছনে যাইবার প্রয়োজন নাই উনিশ শতকের গোড়া পর্যন্ত বিশ্বসাহিত্য বলা হইত,বলা হইত নানান দেশের নানান ভাষার ভেদ কাটিয়া বিশ্বসাহিত্য গড়িয়া উঠিয়াছে । কিন্তু শুধু পন্য লুটিয়াই সাম্রাজ্যবাদের সাধ মিটিল না,অধীন দেশের পন্য তৈরির ক্ষমতাও সে লুটিয়া লইল। তাঁর শক্তিমত্তা এতটাই প্রবল যে সাহিত্যের দুনিয়াও সে আবার নতুন করিয়া দুই ভাগে ভাগ করিল।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

টুনটুনি০৪ বলেছেন: সহমত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

মুশি-১৯৯৪ বলেছেন: ধন্যবাদ। আজকে সমালোচনার আদার বেপারি হইলাম,কেননা কবিযশোপ্রার্থীদের সঙ্গে কিছু সময় আমিও কবিতা জাহাজের খবর লইয়াছিলাম, তাই কবিদের সমালোচনা করিবার খানিকটা অধিকার আমিও হয়তো অর্জন করিয়াছি।

জীবনানন্দ দাশ বলেছিলেন “ কবিরা শুদ্ধ স্বজনের সমালোচনা শুনিতে প্রস্তুত,তাহার অধিক শুনিবেন না” , নিজেকে কবিদের স্বজন ভাবি বলিয়াই সমালোচনা করিলাম।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

টুনটুনি০৪ বলেছেন: আপনাকে স্বাগতম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৬

মুশি-১৯৯৪ বলেছেন:


মিথ্যার বিরুদ্ধে টু শব্দটি করে দেখ তুমি,
দেখবে অভিশাপ ভয়াবহ খড়গ আসছে নেমে তোমার মাথায়....।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:


তৃতীয় বিশ্বের মানুষ বেশ পেছনে, তাদের সাহিত্য সমাজের প্রতিচ্ছবি নয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

মুশি-১৯৯৪ বলেছেন:


ধন্যবাদ স্যার। তৃতীয় বিশ্বের মানুষ বলতে আমি পরাধীন মানুষকে বুঝি। তবে আপনার সাথে আমি একমত, সাম্রাজ্যবাদ আমাদের সাহিত্যকেে আষ্টেপৃষ্ঠে বাধিয়া ফেলিছে,তাই আমাদের কবি সাহিত্যিকরা গ্রন্থকার হইতে বরই ব্যকুল,মানুষের গল্প বলিতে তারা একেবারেই অপারগ, একান্তই অক্ষম। তবে একদিন কৃষকের কাঠের ঠেলা লাঙ্গল আসিয়া সাম্রাজ্যবাদের তলোয়ার গুরাইয়া দিবে,সেদিন তাহাদের লজ্জা লুকাইবার জায়গাও থাকিবে না।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


বইমেলার ৮০% বই গার্বেজ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

মুশি-১৯৯৪ বলেছেন: ইতিমধ্যে প্রায় দুই হাজার বই প্রকাশিত হইয়াছে,বইমেলাকে মনে হচ্ছে গ্রন্থকার হবার এক অসুস্থ প্রতিযোগিতার মঞ্চ......।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


শুনলাম মানুষজন নাকি সেলফি তোলা নিয়ে বেশী ব্যস্ত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

মুশি-১৯৯৪ বলেছেন: সাম্রাজ্যবাদ সাংস্কৃতিক প্রকাশ এমনই হইয়া থাকে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

উম্মে সায়মা বলেছেন: ভালোই বলেছো।
ঔপনিবেশিক ভাবধারা ইংরেজদের ভেতর থেকে কখনো যায়নি।
এত বছর পরও এখনো তারা পূর্বে যাদের শাসন করেছিল তাদের দিকে এমন চোখে তাকায় যে
'হেহ তোমরা তো আমাদের উপনিবেশ ছিলে!' B:-/

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৯

মুশি-১৯৯৪ বলেছেন:


ঠিক বলেছেন বুবু, আরা সকলেই উপনিবেশিক ভাবধারার আধিপত্য প্রতিষ্ঠা করিতে বদ্ধ পরিকর। কিন্তু এটা কখনো ভাবছি না ,জীবনের যে ধরনাকে আমরা সকলে ঠিক মনে করিতেছি তাহার মধ্যে সত্য আছে কিনা।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭

উম্মে সায়মা বলেছেন: সকলেই উপনিবেশিক ভাবধারার আধিপত্য প্রতিষ্ঠা করিতে বদ্ধ পরিকর
আমরা তো বোকা জাতি। তাই এই অবস্থা :-&

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

মুশি-১৯৯৪ বলেছেন:


বুবু, আমরা সকলেই অর্থ সাধনার পথে হাটিতছি , এর সহিত আমার কোন দ্বন্দ্ব নাই, আমার আবেগ অন্যত্র, তাহা হইল সাহিত্য লইয়া ব্যবসা , সত্যর প্রতি শিল্পের কি কোন কোন দায় নাই...?

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭

উম্মে সায়মা বলেছেন: সত্যের প্রতি, সাহিত্যের প্রতি শিল্পের দায় আছে কিন্তু ব্যবসায়ীর তো দায় নেই :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫

মুশি-১৯৯৪ বলেছেন: :-& .হুম...সত্যর প্রতি দায় আমাদের সকলেরই থাকা উচিত, কি ব্যবসায়ী ,কি শিল্পি,...। যেমন লিও টলস্টয় এর কথা বলিতে পারেন ,উনি নোবেল পুরোস্কার পান নি, যারা তাকে নোবেল দেন নি তাদের সত্যের প্রতি কোন দায় ‍ছিল না.....

আমার মতে লিও টলস্টয় এর মত মহান সহিত্যিক পৃথিবিতে অনেক কম জম্নেছে । এখানে দেখা যায় অর্থের কাছে শিল্পের পরাজয় ঘটেছে, এটা পুরো মানব জাতির পরাজয়......

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

উম্মে সায়মা বলেছেন: এখানে দেখা যায় অর্থের কাছে শিল্পের পরাজয় ঘটেছে
এমনটা শত শত বছর ধরে হয়ে এসেছে এবং হতে থাকবে। এটাই দুনিয়ার নিয়ম ভাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

মুশি-১৯৯৪ বলেছেন:


ঠিকই বলেছেন নিয়মের বেড়াজালে মানুষ হইয়া গিয়াছে যন্ত্র, যন্ত্রের ভেতরে রহিয়াছে মানুষ যাহা বড়ই অস্থির, বড়ই অধৈর্য, শুধুই যন্ত্রের ভেতর হইতে বাহির হইতে চায়.....

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

কালীদাস বলেছেন: সবই ব্যবসা। আবার ইদানিংকার ব্যবসায়ীদের নতুন ধান্দা হচ্ছে এই স্বঘোষিত সেলেব্রিটি নামের অনলাইনের গাধাগুলো যদি নিজের পয়সায় বই ছাপায়, তাহলে অন্তত লোকসান তো দিতে হবে না। মাঝখানে বইমেলার অবস্হা কাহিল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৩

মুশি-১৯৯৪ বলেছেন:


ধন্যবাদ আমার ব্লগে আপনার প্রথম ভ্রমনের জন্য।
ব্যবসায়ীদের সহিত আমার কোন দ্বন্দ নাই। আমার আবেগ অনত্র, বইমেলায় মানুষ সেলফি তোলাতেই দেখছি বেশী ব্যস্ত, আর আমাদের বাংলা একাডেমী বছরের নয় মাসই বইমেলা সংক্রান্ত কাজ নিয়ে ব্যস্ত, তাই বইমেলা এবং বাংলা একাডেমী দুইটির উদ্দেশ্যই মনে হচ্ছে ব্যর্থ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.