নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত দুর যাই আমি, আরো যত দুর , ফিরিতে যেন পারি আমি আমার দেশের এই নরম ঘাসের তলে......

মুশি-১৯৯৪

পলায়ন করিব না, কেননা পলায়নে পরাজয়, আমি বরং ধ্বংস হইব ,তবু পরাজয় বরন করিব না ......

মুশি-১৯৯৪ › বিস্তারিত পোস্টঃ

ঋণাত্নক একের বর্গমূল

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১



অলক্ষ্যলোকে করিয়াছি এই শহরে আগমন,
শহর জুড়িয়া রহিয়াছে শুধুই মানব শুন্য ঘর,
শুধুই পড়িয়া রহিয়াছে সাজানো বাগান,
একজন শুধু রহিয়াছে বাতিঘরে পাহারা দিবার,
ফুলগুলো পাহারা দেওয়াই তাহার কাজ,
দু:সাহসী ভ্রমনের পথে শহরের সকলে,
বিশ্বাস করিয়াছে সেই নিভু নিভু নক্ষত্রটিকে,
কাল নবপ্রভাতেই পৌছাইতে হইবে শিখরচূড়ায়,
ফিরিবার পথ নাহি, পৌছাইতে হইবে শিখরচূড়ায়,
বসিয়া আছি পথ চেয়ে হয়তো ফিরিবে সবাই,
দূর হতে যদি দেখ চাহি,পরিবে না চিনিতে আমায় ।


মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১

বিজন রয় বলেছেন: ঋণাত্নক একের বর্গমূল.......... শিরোণামটি নিয়ে অনেকক্ষণ ভাবলাম। আমি বিস্মিত আর মুগ্ধ। এমন গভীরের শিরোণাম ব্লগে অনেক দিন দেখি না।

আপনার কাছে এমন শিরোণামের আরো ব্যাখ্যা চাই।

কবিতায় সাধু-চলিত মিশে আছে।
ঠিক করে দিলে আরো ভাল লাগবে।

ধন্যবাদ আর শুভকামনা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

মুশি-১৯৯৪ বলেছেন:


মন্তব্যর জন্য ধন্যবাদ, আপনি ঋব্ধ পাঠক ।
তবে আমি শিরনামের ব্যাখাটি পাঠকের বুঝিবার উপর ছারিয়া দিতে চাই । ঋণাত্নক একের বর্গমূল করিলে কি দাড়াইবে....
সাধু ভাষাটিকে এখনো পুরোপুরি আয়ত্ত করিতে পারি নাই, চেষ্টা করছি ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

টুনটুনি০৪ বলেছেন: ভালো লেগেছে।।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

মুশি-১৯৯৪ বলেছেন:


মন্তব্যর জন্য ধন্যবাদ। শুভ কামনা রইল ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


আমার জন্য বেশী রূপক হয়ে গেছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

মুশি-১৯৯৪ বলেছেন:


দূর হতে যদি দেখ চাহি,পরিবে না চিনিতে আমায়
কবিতাটি শেষ করিয়াছি এই বলিয়া। সত্যর কাছাকাছি যাইবার সাহস এখনও করিয়া উঠিতে পারি নাই, বিশ্বব্যপী যে বৃহৎ অব্যক্ত মর্মব্যথা রহিয়াছে তাহার কাছে যাইবার সাহস আমার নাই।
কবিতায় লিখেছি শহর মানুষশুন্য, মানুষগুলো আর ফিরিবে না, ফিরিয়া ফল কি, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, পৃথিবীতে কে কাহার .......

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


সবকিছু অদৃশ্য, সবকিছু কল্লনার মাঝে সংরক্ষিত?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

মুশি-১৯৯৪ বলেছেন:


নিশ্চই ভাবছেন এই অযৌক্তিক সংখ্যাটি কবিতার নাম হয় কি করিয়া ? অযৌক্তিক হইলেও সংখ্যাটি কিন্তু গনিতশাস্ত্র স্বীকার করিতেছে।
আমার ভালবাসাও ঠিক তাই, কিছু একটা আছে বোঝা যাইতেছে কিন্তু সঠিক কি যে আছে বুঝিতেছি না.....

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নতুন পোষ্ট আশা করেছিলাম এবং পেলাম এবং অনেক ভাল লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

মুশি-১৯৯৪ বলেছেন:

ধন্যবাদ । আপনার ব্লগে এইমাত্র ঘুরে আসলাম, আপনি দেখছি নিজেই মন্তব্য করে নিজেই উত্তর দিয়েছেন, বুদ্ধি খারাপ না ।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আবার গেলে দেখবেন যা আগে দেখেছেন তা’ আর নেই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

মুশি-১৯৯৪ বলেছেন:

আপনার পোষ্টে মন্তব্য করে কিছু জানতে চেয়েছি, ভাল থাকবেন ।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:

কয়েক বার পড়লাম..... প্রতিক্রয়া একটাই সংজ্ঞাহীন ভালো লাগা রইলো !!!

জানার জন্য প্রশ্ন করা .......শেষের লাইন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

মুশি-১৯৯৪ বলেছেন:


ধন্যবাদ। শেষের লাইনটির আগে হয়তো আরও কিছু লেখা উচিত ছিল,মনে হয় কি যেন বলা হলো না।
তবে কবিতার নাম যেহেতু অযৌক্তিক তাই কিছুটা অযৌক্তিক কথা হয়তো লিখতেই পারি।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: মুশি-১৯৯৪

বলতেই হচ্ছে লেখাটিতে আপনার একটা নিজস্বতা আছে! আর আমার এটা ভালোও লেগেছে!:)তবে আপনি যদি সাধু ও চলিত মিশ্রিত না করে কেবল সাধু অথবা কেবল চলিততে লিখতেন তবে অবশ্যই আরো শ্রুতি মধুর হতো!:)


লাইক!:)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮

মুশি-১৯৯৪ বলেছেন:


অনেক ধন্যবাদ ভাল লাগা জানাবার জন্য , সাধু ভাষার প্রতি আমার কিছুটা আবেগ রয়েছে, তবে প্রতিভাহীন লেখক আমি, তাই শুধুই ভূল হয়ে যায় ।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছ ভাই। লেখায় ভালো গভীরতা আছে। আর শিরোনাম খুব ভালো হয়েছে।

জুরে < জুড়িয়া
পরিয়া<পড়িয়া
চেয়ে <চাহিয়া
ফিরবে <ফিরিবে
আর বোধহয় সবাই< সকলে করতে পার।

শুভ কামনা.......

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:১৬

মুশি-১৯৯৪ বলেছেন:


ধন্যবাদ বুবু, বিনে পয়সায় প্রুফ রিডার হবার জন্য। আশা করি ভবিষ্যতেও ছোট ভাইয়ের পাশে থাকবেন। কবিতাটি খুব ছোট হয়ে গেল কি ? আরও কিছু লিখতে চেয়েও লিখিনি, ভাবলাম থাক না কিছু অব্যক্ত কথা.....

১০| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

গেম চেঞ্জার বলেছেন: ভালই। তবে অর্থটা ঠিক ধরতে পারলাম না। :|

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:২৩

মুশি-১৯৯৪ বলেছেন:


অসংখ্য ধন্যবাদ গেমু ভাই, আমার ব্লগে আপনার প্রথম পদচারনার জন্য।
কবিতার শিরোনাম দিয়েছি অযৌক্তিক সংখ্যা, তাই কবিতার অর্থও অযৌক্তিক,বোঝার কিছু নেই ।

১১| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১:২৪

উম্মে সায়মা বলেছেন: থাক কিছু অব্যক্ত ই থাক। সব বলে দিলে কিভাবে হবে? :P
এই বিনি পয়সার প্রুফরিডার কে সবসময় পাশে পাবে। ধন্যবাদ সুন্দরভাবে গ্রহণ করার জন্য।

০২ রা মার্চ, ২০১৭ রাত ১:৩২

মুশি-১৯৯৪ বলেছেন:

সাধু ভাষা শিখিতে রীতিমত কোর্স করিতে হইবে দেখছি.....
রবীদ্রনাথ এর সাথে সাথে মনে হইতেছে সাধু ভাষারও মৃত্যু ঘটিয়াছে.... :)

১২| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

খায়রুল আহসান বলেছেন: দূর হইতে দেখিলে চিনিতে না পারিবারই কথা!

৩০ শে মার্চ, ২০১৭ রাত ১:২৪

মুশি-১৯৯৪ বলেছেন:


মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ বড়ভাই ।
কবিতাটিকে শাব্দিক নৈরাজ্যে বলতে পারেন, একান্ত বোধসমূহের দায় বহনে আমি অপারগ ও অক্ষম, তাই লিখে রাখলুম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.