নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত দুর যাই আমি, আরো যত দুর , ফিরিতে যেন পারি আমি আমার দেশের এই নরম ঘাসের তলে......

মুশি-১৯৯৪

পলায়ন করিব না, কেননা পলায়নে পরাজয়, আমি বরং ধ্বংস হইব ,তবু পরাজয় বরন করিব না ......

মুশি-১৯৯৪ › বিস্তারিত পোস্টঃ

কল্প গল্পঃ চতুর্থ মাত্রা........

১১ ই জুন, ২০১৭ রাত ১:৫৫



জাহেদুর রহমান এসিসটেন্ট অব ডঃ লিলিয়ান অবশেষে সিন্ধান্ত নিয়েছে......

পরীক্ষার জন্য নিজেকেই স্পেসিমেন বানানো মানে জীবন সংশয়ের আশংকা। তবুও লিলিয়ানকে রক্ষা করার এটাই একমাত্র পথ। এইসব ভাবতে ভাবতে ল্যাবরেটরি থেকে বের হলাম। রাতের আকাশের দিকে তাকিয়ে মনে হল, ভালবাসা জিনিসটা ঐ তারাগুলির মতো, সমস্ত অন্ধকার লেপে রাখে না, মাঝে মাঝে ফাঁক রেখে দেয় । জীবনে কত ভুল করি, কত ভূল বুঝি, তবু তার ফাঁকে ফাঁকে স্বর্গ থেকে ভালবাসার আলো জ্বলে ওঠে। আকাশের তারাগুলি আজ যেন করুণা-বিগলিত চোখের জলের মতো জ্বল্জ্বল্ করছে । যে জীবন আজ বিদায় নেবার পথে এসে দাড়িয়েছে তাকে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলাম— এবং সম্মুখে মৃত্যু এসে অন্ধকারের ভিতর হতে যে দক্ষিণ হাত বাড়িয়ে দিয়েছে স্নিগ্ধ বিশ্বাসের সাথে তার উপরে আপনার হাতটি রাখিতে আমার আমার রুদ্ধ আবেগ যেন এতোদিন ব্যকূল হয়ে ছিল।

ছাত্র হিসেবে দ্বিতীয় শ্রেনীর হওয়া সত্বেও লিলিয়ান কেন তাকে তার এসিসটেন্ট হিসেবে নিয়োগ দিলো এটা জাহেদের কাছে আজও রহস্য। শুধু তাই নয়, লিলিয়ান তার বিভিন্ন গবেষনা পত্রে সহ-লেখক হিসেবে জাহেদের নাম দিয়েছে যদিও সে সব গবেষনায় জাহেদের বিন্দুমাত্র অবদান নেই। এই টাইম মেশিন নিয়ে লিলিয়ান আর আমি রাত দিন কাজ করছি।আমার বুঝবার জন্য আপেক্ষিকতা তত্ত্বকে লিলিয়ান এভাবে ব্যাখা করেছে—-
বুঝেছ জাহেদ, পরম সময় বা নিরপেক্ষ সময় বলে কিছু নেই, সময়ের কোনো আলাদা অস্তিত্ব নেই। স্থান এবং কাল একে অন্যের পরিপূরক। এই দুটি এক সাথে হয়ে তৈরি করে একটি একক সত্তা যাকে বলা হয় স্থান- কাল। একে আমরা বলতে পারি একই বস্তুর দুই দিক। স্থান ও কাল সম্পর্কিত পর্যবেক্ষণের ফলাফল পর্যবেক্ষণের গতি দ্বারা নিয়ন্ত্রিত। এই স্থান -কাল আমাদের তিন মাত্রার (দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা) জগতের বাইরে আর একটি নতুন জগত তৈরি করে। দেখা গেল, গতির মত সময়ও আপেক্ষিক। অর্থাৎ আমার ঘড়িতে যে সময় দেখছি সেটা আমার সময় আর তোমার ঘড়িতে যে সময় তোমার সেটা তোমার সময়। মহাবিশ্বে এমন কোনো প্রমাণ ঘড়ি নেই যা সঙ্গে মিলিয়ে বলতে পারি এই বিশেষ মুহূর্তটি সবার জন্যে একই মুহূর্ত।

আমাদের ত্রিমাত্রিক জগতের তিন মাত্রার পরে আরো যে একটা মাত্রা ধরে নেয়া হয়, সেটাই হচ্ছে কাল বা সময়। এই মাত্রা বাকি তিন মাত্রা হতে ইউনিক বা আলাদা। লিলিয়ান এই চতুর্থ মাত্রায় ভ্রমনের যন্ত্র আবিস্কার করেছে। কিন্তু আমার কেবলই মনে হচ্ছে এই চতুর্থ মাত্রা আসলে নিজ থেকেই চলে; এটাকে কেউ থামাতে পারে না বা এর গতি বাড়াতে বা কমাতেও পারে না। লিলিয়ান একটি ভুল সুত্রের উপর ভর করে টাইম মেশিন তৈরি করেছে। এবং নিজেই যন্ত্রটি পরীক্ষা করতে চাইছে। আমি তা হতে দিতে পারি না। কেননা যন্ত্রটিতে স্পেস টাইম বা চতুর্থ মাত্রায় ভ্রমন সম্ভব নয়। লিলিয়ান হিসেব করেছে পৃথিবী এক দিনে ১.৬ মিলিয়ন মাইল ভ্রমন করেছে, কিন্তু সূর্য আরও দ্রুত গতিতে প্রদক্ষিন করছে। তাই লিলিয়ান একদিন পেছনে সেট করা টাইম মেশিনে চড়ে বসলে সে স্পেসের একটি শুন্য স্থানে গিয়ে পড়বে। লিলিয়ানের প্রতি আমার মনের আবেগ কখনও প্রকাশ করিনি। কিন্তু মনের আবেগ পার্বতী নদীর মতো নিজের জন্মশিখরে আবদ্ধ হয়ে থাকে না। কোনো-একটা উপায় খুজে বের হতে চেষ্টা করে। অকৃতকার্য হলে সে কোন উপায়ান্তর না দেখে বক্ষের মধ্যে বেদনার সৃষ্টি করে।সৌন্দর্য সম্বন্ধে নানা লোকের নানা মত থাকিতে পারে ,তাই লিলিয়ানের সৌন্দর্য নিয়ে আলোচনা করা নিষ্প্রয়োজন মনে করি। শুধু তার শূন্যনিবিষ্ট দৃষ্টির মধ্যে সুদূরপ্রসারিত নিবিড় বেদনা দেখতে পাই। কেবলই মনে হয় চন্দ্রলোকে এখনো এতো উত্তাপ ! কই আগে কখনও দেখিনি তো। এখনো সমীরিত উষ্ণ নিশ্বাস।

লিলিয়ান সবার কাছে আমাকে একজন তরুন স্কলার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। এই অযাচিত সম্মান পেতে আমার বড়ই ভাল লাগে। লিলিয়ানের প্রতি আমার গভীরতম আবেগটিকে গোপনে নির্মল করে রেখেছিলাম। তবে মাঝে মাঝে ভাবি ভালো করে অনুসন্ধান করলে সকল সাধুই ধরা পড়ে। যতই তজবি জপুন, পৃথিবীতে আমার মতোই সব। সংসারে সাধু-অসাধু বলে কিছূ নেই। যদি থেকেই থাকে তবে দুইয়ের মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট। দয়া ধর্ম মহত্ত্ব সমস্তই কাপট্য। তবে আজ ভালবাসার সাথে কৃতজ্ঞতার বোঝাও যেন কিছুটা হালকা মনে হচ্ছে। বড়ই শান্তি............


১১.০৬.২০১৭

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ রাত ২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর এসে পড়ে গেলাম।। সমস্যা মিটেছে??
ভাল থাকবেন।।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

মুশি-১৯৯৪ বলেছেন:


সমস্যা মিটেছে। তবে আমারই হার হল। নিজেকে প্রকাশ করার যোগ্য সাহস হয়তো কোনদিনই করে উঠতে পারব না। আমি কাপুরুষ। কার্ল মার্কস সমাজতত্ত্বঘটিত গভীর যুক্তি বের করেছিল— সে আমার কানে পৌঁছল না, তার জবাবও দিই নি

২| ১১ ই জুন, ২০১৭ ভোর ৪:১৭

উম্মে সায়মা বলেছেন: ভাইয়া তুমি কি বিজ্ঞানের ছাত্র? :-B ভালো লিখেছ কিন্তু গল্পতো শেষ হলনা!
সাধু চলিত মিশে গেছে। সেদিকে একটু খেয়াল রেখ। আার ভুল বানান ভুল B-)

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৪

মুশি-১৯৯৪ বলেছেন:


হ্যা আমি বিজ্ঞানের ছাত্র। আর তুমি তো জান ব্লগিংয়ের প্রথম থেকেই আমি সাধু চলিত মিশ্রন দোষে দুষ্ট। ঝরনার ধারা যেমন মোটা পাথরটাকে বারে বারে ঘুরে ফিরে তর্জন করে বৃথা ঠেলা দিতেই থাকে, তেমনি চলতে ফিরতে দিনে রাত্রে আমি আমার সাধু ভাষার প্রতি আবেগটাকে বৃথা ঠেলে সরিয়ে দিতে চাই।

হায় ! আজ যে দলে সবাই ভিড়েছে তাদের উর্দি গ্রহণ করতে পারলুম না। নিজেকে নিয়ে আমার লজ্জা সমানই রয়ে গেল।

৩| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:


অতি সাধারণ, যাকে হিসেবে নিলে ওকে, ভুলে গেলেও ওকে

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪০

মুশি-১৯৯৪ বলেছেন:


ঠিক বলেছেন। চতুর্থ মাত্রা-- যেন জরা যৌবন, হাসি কান্না, জন্ম মৃত্যু, সমস্তই যেন একই নিশ্বাসে স্রোতের মত।

৪| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
কেমন আছেন ?

১৫ ই জুন, ২০১৭ রাত ১২:১৬

মুশি-১৯৯৪ বলেছেন:


ধন্যবাদ। আমি ভাল আছি কবীর ভাই।



৫| ১২ ই জুন, ২০১৭ ভোর ৪:০৭

সচেতনহ্যাপী বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে এমনটা হার না হয়ে কিন্তু কৌশলগত পশ্চাদোপসারনও হয়।।

১৫ ই জুন, ২০১৭ রাত ১২:৪০

মুশি-১৯৯৪ বলেছেন:


আবারও ফিরে আসায় ধন্যবাদ বড়ভাই । কথাটা ভাল বলেছেন ”কৌশলগত পশ্চাদোপসারন” ভালবাসার মাঝেও কৌশল, হয়তো ভালবাসার বিশুদ্ধতা রক্ষা করাও আজকাল কঠিন।
তবে যা পাই নি তা নিয়ে কাড়াকাড়ি করতে আমার বাধে । আমি সেই জিনিস চাই যার উপরে কারো স্বত্ব নেই –সমস্ত জীবন হাতজোড় করে হয়তো অপেক্ষাই করতে হবে।

৬| ১৬ ই জুন, ২০১৭ রাত ৩:০৭

উম্মে সায়মা বলেছেন: সাধু ভাষার প্রতি আবেগ থাকাতো খারাপ না। শুধু লেখার সময় সাধু চলিত মিশে না গেলেই হল। এত হতাশ হতে নেই। যাস্ট বি ইওরসেল্ফ।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৩

মুশি-১৯৯৪ বলেছেন:


সাধূ-চলিত মিশ্রন নিয়ে একটি সেমিনারে কিছু কথা শুনেছি। ইত্তেফাক পত্রিকায় সম্পাদকীয় এখনো সাধু ভাষায় লেখা হয়। অবশ্য কবি হুমায়ন আজাদ সাধু-চলিত মিশ্রনের ঘোর বিরোধী। সচেতনভাবে আমি এই ভাষা যদি ব্যবহার করি তাতে দোষের কিছু দেখি না। যে কোন লেখকের তার নিজস্ব একটা ভাষারীতি তৈরি করার অধিকার আছে। কিন্তু শুধু ভাষার জন্য ভাষা তৈরি করা যায় না। দেখতে হবে, লেখার মেজাজকে ধরে রাখার জন্য এটার প্রয়োজন আছে কি না ।

সাধু-চলিত ভাষার মিশ্রন যেটাকে তোমরা চাণ্ডালি দোষ বলো, আমি মনে করি, সেটা খাঁটি বাংলা ভাষা। বাংলাদেশের অধিকাংশ মানুষই চাণ্ডাল বংশের এবং বাংলা ভাষাটাই একটা চাণ্ডাল ভাষা। বাংলা ভাষার প্রকৃতি বলতে কিছু নেই। আসলে বাংলা হচ্ছে বিভিন্ন ভাষার মিশ্রণ এবং বাংলা ভাষার প্রকৃতি বলতে যদি কিছু থাকে সেটাই হচ্ছে চাণ্ডালি ভাষা ।

৭| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


অনেকদিন নতুন কইছু লিখেননি!

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪০

মুশি-১৯৯৪ বলেছেন:


হ্যাঁ মাঝে অনেকদিন ব্লগে আসিনি। এর মাঝে অনেক কিছুই ঘটে গেছে মনে হচ্ছে।
বাংলাদেশের ’রেসিজম’ নিয়ে কিছু লিখুন। বাংলাদেশের পাহাড়িরা মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু এখন তারা বলে আমি যার বিরুদ্ধে লড়লাম— সেই পাক হানাদার বাহিনী তো অ্যালাইভ এখানে, বাংলাদেশের ভিতরেই!

৮| ১৬ ই জুন, ২০১৭ রাত ১০:৪৯

উম্মে সায়মা বলেছেন: ঠিক আছে ভাইজান তুমি সাধু চলিত মিলিয়েই লিখ। আমার ভাষা সম্পর্কে অত জ্ঞান নেই। সাধারণভাবে যা জানি তাই বললাম। আর লেখকের অবশ্যই নিজের মনমত ভাষা ব্যবহারে অবকাশ আছে। সো ক্যারি অন.....

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৫

মুশি-১৯৯৪ বলেছেন:


ভাষা ও মানুষের সম্বন্ধটা কী সেই জিজ্ঞাসা আমার বহুদিনের। মানুষ ভাষা তৈয়ার করিয়াছে নাকি ভাষাই মানুষ তৈরি করিয়াছে?

৯| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:৫৯

গেম চেঞ্জার বলেছেন: মহাবিশ্বে এমন কোনো প্রমাণ ঘড়ি নেই যা সঙ্গে মিলিয়ে বলতে পারি এই বিশেষ মুহূর্তটি সবার জন্যে একই মুহূর্ত।

এই কথাটাই পোস্টের মুল্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে! :)

চালিয়ে যান!! :)

]

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৮

মুশি-১৯৯৪ বলেছেন:


আমার কথা যদি অযৌক্তিক মনে হয় তবে তা ভাষারই দোষ। কিন্তু তাই বলেে এই ত্বত্ত কাজ করে না বা এটা সম্ভব নয় বলা যাবে না। মন্ত্যবে প্রীত হইলাম গেমু ভাই।

১০| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৭

মনিরা সুলতানা বলেছেন: প্রায় পুরো লেখাটাই আলদা ভাবে মেনশন করার মত !!
খুব খুব ভালো লেগেছে ।

২০ শে জুন, ২০১৭ রাত ১১:২৬

মুশি-১৯৯৪ বলেছেন:


আমারও আপনার আন্তরিকতা খুব খুব ভাল লাগল আপু ....!!
শুভ কামনা রইল আপনার জন্য।

১১| ২০ শে জুন, ২০১৭ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

অফটপিক:
আপনার বুক রিভিউতে মন্তব্য করার পর খেয়াল করলাম...আমার ব্লগ লিস্টে যায় নি...।
আপনি কি এখনও সেফ হননি?

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৯

মুশি-১৯৯৪ বলেছেন:


প্রানের কথাটা বললেন আপু।

মডারেশন প্যানেল দয়া করিয়া আমার বুদ্ধিবৃত্তির উপরে পর্যবেক্ষন নামক একটা আবরণ ফেলিয়া দিয়াছেন ।
তারা ভেবেছেন এই আবরণ যদি উঠিয়া যায় তবে আমার রুদ্রলীলার ভীষণ চিহ্ন প্রকাশ হইয়া পড়িতে পারে ।

১২| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৯

আরজু পনি বলেছেন: অফটপিক: আপডেট জানতে এলাম।
এখন পর্যন্ত সেফ না হলে কর্তৃপক্ষ বরাবর মেইল করতে পারেন।

২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৯

মুশি-১৯৯৪ বলেছেন:


লগইন করে দেখি-- আমাকে সেফ ব্লগার হিসেবে ঘোষনা করা হয়েছে ।
আপনার সুপারিশেই তবে এমনটা হলো।

আমার সাধ হচ্ছে আপনার যে ছায়াটি আমার মাথার উপরে পড়েছে তা যেন চিরদিন ধরে রাখতে পারি। ছায়াটিকে যেন আমার হৃদয়ে গভীরে রাখতে পারি।

আপনার সর্ম্পকে কেউ জিজ্ঞেস করলে এভাবেই বলব--

আমার আপু যে খুব গল্প করতো, বা হাসিতামাশা করতো তা নয়, তথাপি আশ্চর্য এই, আমার মনে হতো সে যেন শুধু আমারই আপু আর কারো নয়। সে যখন আসত তার পায়ের মল বাজতে থাকত, তখন আমার মনে হতো চারিদিকের প্রকৃতিও যেন পুলকিত হয়ে উঠিছে। এমনি আমার আপুর একটি মাধুরী ছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.