নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত দুর যাই আমি, আরো যত দুর , ফিরিতে যেন পারি আমি আমার দেশের এই নরম ঘাসের তলে......

মুশি-১৯৯৪

পলায়ন করিব না, কেননা পলায়নে পরাজয়, আমি বরং ধ্বংস হইব ,তবু পরাজয় বরন করিব না ......

মুশি-১৯৯৪ › বিস্তারিত পোস্টঃ

কল্প গল্পঃ নতুন মেঘের ঘনিমার পানে চেয়ে ......

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:২১



কেউ কি কোথাও আছ, যে আমার কথাগুলি শুনবে। আমার পুরাতন কথা যদি শুনতে চাও , তবে চলে এসো এই বুড়িগঙ্গা নদীর পাড়ে, আর মনোযোগ দিয়ে জলকল্লোলে কান পেতে থাকো, বহুদিনকার আমার কত বিস্মৃত কথা শুনতে পাবে।

আমার আর-একদিনের কথা মনে পড়ছে। সেও ঠিক এইরূপ দিন। আশ্বিন মাস পড়িতে আর দুই-চারি দিন বাকি আছে। ভোরের বেলায় অতি ঈষৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রোত্থিতের দেহে যেন নূতন প্রাণ এনে দিয়েছে। তরু-পল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিছে। ভরা বুড়িগঙ্গার উপরে শরৎ প্রভাতের যে রৌদ্র পড়েছে, তা যেন কাঁচা সোনার মতো রঙ, কিংবা চাঁপা ফুলের মতো রঙ। রৌদ্রের এমন রঙ আর কোনো সময়ে দেখা যায় না। চড়ার উপরে কাশবনের উপরে রৌদ্র পড়েছে। এখনো কাশফুল সব ফুটে নাই, ফুটতে আরম্ভ করেছে মাত্র।
পাখিরা যেমন আলোতে পাখা মেলে আনন্দে নীল আকাশে ওড়ে, আমার কাছে মনে হত ছোটো ছোটো নৌকাগুলি তেমনি ছোটো ছোটো পাল ফুলিয়ে সূর্যকিরণে যেন উড়ছে। আমার কাছে নৌকাগুলিকে পাখি বলে মনে হতো; তারা যেন রাজহাঁসের মতো জলে ভাসছে, কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়িয়ে দিয়াছে। যতবার এই বুড়িগঙ্গার পাড়ে এসে বসেছি, সবসময় আমার পাশে সুমনা থাকত। আজ শুধু রয়ে গেছে সুখময় কিছু কল্পনা ।
-চল উঠি সুমনা ।
-না ,উঠব না। সারারাত এখানেই থাকব । সারারাত নদীর পাড়ে বসে জোছনা দেখে, কাল সকালে আমরা বিয়ে করব ।
- কি বলছ, তোমার বাবা তো আমাকে খুন করে ফেলবে ।
- সুমনা আমার কথা শুনে খিল খিল করে হাসছে। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। তবু সে হাসছে। এমন অসাধারন দৃশ্য আমার জীবনে অভিনীত হয়েছে, এই কথাটা আজ কিছুতেই বিশ্বাস হতে চায় না। আজ মনে হয় ‘সুমনা’ নামে কোন তরুনীর সঙ্গে আমার কোনদিন পরিচয় ছিল না। সবই কল্পনা ।
হটাৎ কিছু পড়ার শব্দে চমকে তাকালাম---- হ্যাঁ ধ্বংস প্রায় বুড়িগঙ্গা সেতুর উপর থেকে কিছু একটা পড়ল। যাই দুপুরের খাবারের আয়োজন করা দরকার।


২০৭০ সন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে-----
ছোট একটা কনফারেন্স রুমে জাতিসংঘের গোপন একটা মিটিং এ ৩২ দেশের প্রতিনিধি হাজির। কথা হবে গোপন একটি প্রজেক্ট নিয়ে। প্রজেক্ট ফ্যাক্ট ফাইল ইতিমধ্যে সবার টেবিলে রাখা আছে। স্পিচ দেবেন, প্রজেক্ট কোর্ডিনেটর। কিছু ক্ষনের মধ্যেই শুরু হয়ে যাবে ওরাল সেসন। ধীরে ধীরে রুমের আলো কমতে থাকে। সদস্যরা নীরবে শুনতে থাকে...
জেনেটিক্স ইন্জিনিয়ার্ড ভাইরাস বা জীবানু অস্ত্রের প্রয়োগের ফলে পৃথীবী আজ বিপর্যস্ত। বিশেষ একটি ভাইরাস ছরিয়ে পরেছে, যার সক্রমনের কয়েক মিনিটের মধ্যেই আক্রান্তের মৃত্যু হয়। ভাইরাসটি পরাজিত হবে ভাবা হয়েছিল, সেই রকমটি হয়নি। ভাইরাসটির প্রতিরোধ ব্যবস্থার পরবর্তি সংস্করনের দিকে নজর দেয়া প্রয়োজন। অন্যান্য প্রজাতিতে ছড়িয়ে পড়ার কোন ধরনের ডেটা পাওয়া যায়নি।


দীর্ঘদিন পারমানবিক গবেষনাগারে কাজ করায় আমার দেহে মাত্রাতিরিক্ত রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। হয়তো সে কারনেই আমার দেহে জেনেটিক্স ইন্জিনিয়ার্ড ভাইরাসটির মিউটেশান ঘটেছে। আক্রান্ত হবার পরও আমি বেচে আছি। আমি চিরদিন স্থির অবিচল, চিরদিন একই ভাবে আছি, কিন্তু তবুও আমার এক মুহূর্তের জন্যও বিশ্রাম নাই। এতটুকু বিশ্রাম নাই। আমার এতুটুকু সময় নাই যে, আমার শিয়রের কাছে অতি ক্ষুদ্র যে একটি নীলবর্ণের বনফুল ফুটিছে তাকে দেখতে পারি।

সুমনার কথামত সেদিন আমরা সত্যিই বিয়ে করেছিলাম। স্বাতী নামের আমাদের ফুটফুটে একটা মেয়ে ছিল। স্বাতী তার ছোটো ছোটো হাতগুলি দিয়ে আমাকে মৃদু মৃদু আঘাত করিত। যেন সে পরম স্নেহে আমাকে ঘুম পাড়াইতে চায়। যেন তার অবচেতন বিমল হৃদয় আমার সাথে কথা কয়। হায় !!! এত স্নেহ পাইয়াও আমি তার কোন উত্তর দিতে পারি নাই ।

বিদায়কালে আমি সুমনা-কে কথা দিয়েছিলাম, আবার দেখা হবে। সে কথা কোন্‌খানে রক্ষা হয়েছে জানি না। শুধু রাতের আকাশে যখন তাকিয়ে থাকি, তখন তারাগুলোকে জিজ্ঞাসা করি, - কোটি কোটি যোজন দূরে থেকে তোমরা কি সত্যই মানুষের জীবনের সমস্ত কর্মসূত্র ও সম্বদ্ধসূত্র নিঃশব্দে বসে বসে বুনছ ........।





ছবি সুত্র : নেট

২৩.০৬.২০১৭

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৬

উম্মে সায়মা বলেছেন: ভালো হয়েছে ভাই। তবে শেষটা আরো টাচি করতে পারতে। শুভ কামনা। আর অগ্রিম ঈদ শুভেচ্ছা।

২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

মুশি-১৯৯৪ বলেছেন:


রোযা রেখে লিখেছি তো বুবু, আরও টাচি করলে হয়তো কেঁদে ফেলব। রোযা মাকরুহ্ হযে যাবার সম্ভাবনা ।
ঈদ মোবারক ।

২| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৪

উম্মে সায়মা বলেছেন: প্রথম পাতায় আসায় অভিনন্দন ভাই। :) টাইপোগুলো ঠিক করে নিও।

২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মুশি-১৯৯৪ বলেছেন:


আবারও ফিরে আসায় ভাল লাগল।
হ্যঁ , আরজু পনি আপুর সুপারিশে প্রথম পাতায় সুযোগ পেয়েছি।
জান তো আজকাল সুপারিশ ছাড়া কিছু হয় না ।

৩| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৪১

উম্মে সায়মা বলেছেন: আহা! তাহলে ঈদের পর আবার বসে গল্পটাকে টাচি করে ফেল। তখনতো কান্না পেলেও সমস্যা নেই।
হ্যাঁ ভাই, আমাদের দেশে তে মামা/খালু ছাড়া কিছু হয়না। এখন দেখি ব্লগেও এক অবস্থা ;) শুভকামনা।

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১০

মুশি-১৯৯৪ বলেছেন:


টাচি করতে যেয়ে বুঝলাম, সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে বোঁ বোঁ করে যে রক্ত ছুটছে তাই যেন আমার কাছে দ্রুত পদশব্দের মতো শুনাচ্ছে।

নিজের কাল্পনিক সৃষ্টির ভয়ে নিজেই দূরে দূরে থাকি। তবে ও কিছু নয়-- পাশ-বালিশটা সবলে আঁকড়িয়া রাতে একটু ঘুমাইবার চেষ্টা করি ।

৪| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন: আপনি যথেষ্ট ভালো লিখেন নিঃসন্দেহে।
তবে,
লেখা শেষ করার পর কোথাও প্রকাশ করার আগে বেশ কয়েকবার পড়ে দেখাটা জরুরী।
বানানে, ভাষার প্রয়োগে আরো যত্ন প্রয়োজন। লেখার গভীরতা আছে।

সেফ ব্লগার হিসেবে অভিনন্দন রইল।
সেফ হ্ওয়ার জন্যে আপনার লেখা, ব্লগিং ই যথেষ্ট।
কারো সুপারিশ নয়।
আশাকরি খুব ভালো, দায়িত্বশীল একজন ব্লগার হিসেবে মুশিকে দেখতে পাবো সবসময়।
শুভকামনা সবসময়ের জন্যে।

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১৬

মুশি-১৯৯৪ বলেছেন:


টাইপো থাকায় আন্তরিক দুঃখিত আপু।
আমার আর একটু রিভিউ করা প্রয়োজন ছিল। প্রথম পাতায় যেহেতু লেখা যাচ্ছে ।

মডারেশন প্যানেলকে ধন্যবাদ আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার জন্য।

দায়িত্বশীল একজন ব্লগার হবার চেষ্টা করব। আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ।

৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেকদিনপর আপনার পোষ্ট পেলাম, ঈদ মোবারক।

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১৯

মুশি-১৯৯৪ বলেছেন:


অনেক ধন্যবাদ ফরিদ ভাই।

আমি ইদানিং কিছুটা অনিয়মিত। তবে নিয়মিত থাকার চেষ্টা করছি। আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ।

৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৩০

শায়মা বলেছেন: মুশিভাইয়া অনেক অনেক শুভকামনা!

গল্পটাও সুন্দর এবং কষ্টের কিন্তু হঠাৎ মনে পড়ে গেলো তুমি না আমার সাথে কিছু ধারাবাহিক লিখেছিলে !!!! B:-)

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৩৯

মুশি-১৯৯৪ বলেছেন:

মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।
হয়তো কিছু লিখেছিলাম আপনাকে। মনে হচ্ছে সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা ছিল ।
এবং আমারই মাথার মধ্যে বোঁ বোঁ করে যে রক্ত ছুটছে তাই যেন আমার কাছে কারও পদশব্দের মতো শুনাচ্ছে।

৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৫৪

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০০

মুশি-১৯৯৪ বলেছেন:


"ঈদ মোবারক" জোকস । আপনার কল্যান হোক ।

৮| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৭:০৩

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৬

মুশি-১৯৯৪ বলেছেন:


ঈদ মোবারক দাদা ।
অনেক শুভ কামনা রইল আপনার জন্য ।

৯| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা, প্লটে নিজস্ব ইউনিক ভাবনার প্রতিফলন আছে।

০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৩

মুশি-১৯৯৪ বলেছেন:


ধন্যবাদ। অনেক শুভ কামনা রইল ।

১০| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৯

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৪

মুশি-১৯৯৪ বলেছেন:


ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যর জন্য ।

১১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: থাকেন কোথায়!! লেখা কম!! না লিখলে, শুধরাবেন কি ভাবে??

০৯ ই জুলাই, ২০১৭ রাত ২:০২

মুশি-১৯৯৪ বলেছেন:
দেশেই থাকি বড়ভাই।
তবে আমার এতটুকু সময় নাই যে, আমার শিয়রের কাছে অতি ক্ষুদ্র একটি নীলবর্ণের বনফুল ফুটাতে পারি।
কিছিই বলতে পারছি না, অথচ অন্ধভাবে সবই অনুভব করছি।

১২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: মুশি, যাদের প্রতিভা আছে, তারাই যদি লুকিয়ে চলে, তাহলে চলবে কি!!

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩২

উম্মে সায়মা বলেছেন: মুশি ভাইয়া.... তুমি দেখি একেবারে হারিয়ে গেলে! ভালো আছো আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.