নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্য নীড়

শুণ্য নীড়

শাহাদ মাহমুদ

০০০০০...............

শাহাদ মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

দেশের কিছু স্বপ্ন এবং ওরা

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪

গতকাল প্রাইভেট শেষে সন্ধ্যার দিকে আমরা কজন বন্ধু দাঁড়ায় গল্প করছি। হঠাৎ একটা ছোট ছেলে, ৬-৭ বছরের হবে হয়তো, এসে টাকার জন্য এক বন্ধুর পা চিপে ধরল। তাকে টাকা দিতেই হবে।। না হলে সে পা ছারবে না। কিন্তু সমস্যা হল আমাদের কার কাছেই তাকে দেওয়ার মত খুচরা ছিল না। তাকে এটা বলা হলেও সে পা ছাড়তে নারাজ। অবশেষে খুচরা করে দেওয়ার পর সে গেল।



এরকম অসংখ্য ছবি ছড়ায় আছে আমাদের চারদিকে। এরকম অসংখ্য পথশিশু আছে। জীবনের জন্য নুন্যতম সুযোগ বা অধিকার টুকু তাদের নেই। আমারা যে উন্নত দেশ হওয়ার স্বপ্নে বিভোর তা কি এদের উপেক্ষা করে সম্ভব। এদের উপেক্ষা করে কি আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে পারবে????

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪

রায়ান ঋদ্ধ বলেছেন: কেউ একজন বলছিল যে এভাবে আমরা তাদের চাওয়ার অভ্যাসকে প্রশ্রয় দিচ্ছি। টা হয়তো ঠিক কিন্তু, আমারা কি এমন কিছু করছি যাতে তাদের এই অভ্যাস না থাকে? যদি আমারা তাদের এইটা বোঝাতে না পারি যে আমারা আসলেই তাদের জন্য কিছু করতে চাই তাহলে তারা কখনোই বুঝতে পারবে না যে এই পথ তাদের না!!

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০২

শাহাদ মাহমুদ বলেছেন: হুম জানি । কিন্তু আমারা কয়জন এটার ব্যাপারে সচেতন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.